সন্দেশখালি, 19 অগস্ট: 30 সেকেন্ডের টর্নেডো ! আর তাতেই লণ্ডভণ্ড উত্তর 24 পরগনার সন্দেশখালির বিস্তীর্ণ এলাকা (Sandeshkhali Tornado)। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আচমকা এই টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচশোরও বেশি কাঁচা বাড়ি। একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ। উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। ঘরছাড়া হয়েছেন প্রায় হাজারেরও বেশি মানুষ। তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে স্থানীয় পঞ্চায়েতের তরফে (Tornado Hits Sandeshkhali)।
জানা গিয়েছে, এদিন দুপুরে আচমকাই তুমুল ঝড়বৃষ্টি শুরু হয় সন্দেশখালি 1 নম্বর ব্লকের সরবেরিয়া-আগারহাটি পঞ্চায়েত এলাকায়। ঝড়ের গতিবেগ এতটাই তীব্র ছিল যে নিমেষে গোটা এলাকা তছনছ হয়ে যায়। ঝড়ের দাপটে কোথাও বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে, আবার কোথাও চালের ওপরই ভেঙে পড়েছে আস্ত গাছ। রাস্তার ওপরেও একাধিক জায়গায় গাছ উপড়ে চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
স্থানীয়দের দাবি, ঝড়ের দাপটে ঘর ভেঙে কয়েকশো মানুষ সর্বস্বান্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তের পরিমাণ কয়েক লক্ষ টাকা। তাঁরা সরকারি সাহায্যের দিকেই এখন তাকিয়ে রয়েছেন। অন্যদিকে, ঝড়ের পরই ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যান স্থানীয় পঞ্চায়েত প্রধান শেখ শাজাহান। যান পঞ্চায়েতের কর্মীরাও। তাঁরা গোটা এলাকা ঘুরে দেখেন। কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গেও।
আরও পড়ুন: মধ্যপ্রদেশের শাজাপুরে ধেয়ে এল ভয়ংকর টর্নেডো, দেখুন ভিডিয়ো
এরপর রিপোর্ট তৈরি করে তা জমা দেওয়া হবে সন্দেশখালির 1 নম্বর বিডিও-র কাছে। অন্যদিকে, রাস্তা থেকে উপড়ে পড়া গাছ এবং বিদ্যুতের খুঁটি সরিয়ে তা চলাচলের যোগ্য করে তুলতে প্রশাসনের তরফে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বাংলা-বাংলাদেশ-ওড়িশা উপকূলে ঘনিভূত হয়েছে গভীর নিম্নচাপ। যার জেরে ভারী বৃষ্টিপাত চলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তারই মধ্যে 30 সেকেন্ডের টর্নেডো ঝড়ে তছনছ হয়ে গেল সন্দেশখালির বিস্তীর্ণ এলাকা।