ETV Bharat / state

নৈহাটি পৌরসভায় আস্থাভোটে জয়ী তৃণমূল - নৈহাটি পৌরসভার আস্থাভোটে জয়ী তৃণমূল

আজ নৈহাটি পৌরসভার আস্থাভোটে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ BJP -র আটজন কাউন্সিলরের মধ্যে একজন তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন ৷

নৈহাটি পৌরসভা
author img

By

Published : Oct 16, 2019, 12:34 PM IST

Updated : Oct 16, 2019, 3:23 PM IST

বারাসত, 16 অক্টোবর : নৈহাটি পৌরসভার আস্থাভোটে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ বারাসতে জেলাশাসকের উপস্থিতিতে আস্থাভোট হয় ৷ সংখ্যার বিচারে জয়লাভ করে তৃণমূল ৷ ফলাফল 24-0 ৷ BJP -র আটজন কাউন্সিলরের মধ্যে একজন তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন ৷ বাকি সাতজন কাউন্সিলর আস্থাভোটে গরহাজির ছিলেন ৷

গত 25 সেপ্টেম্বর বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় রায় দিয়েছিলেন, 21 দিনের মধ্যে নৈহাটি পৌরসভার আস্থাভোট করতে হবে । বারাসতে জেলাশাসকের অফিসেই করতে হবে সেই আস্থাভোট । কিন্তু পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় তড়িঘড়ি পয়লা অক্টোবর নৈহাটি পৌরভবনেই অনাস্থা ভোট হবে বলে সব কাউন্সিলরকে চিঠি পাঠান । হাইকোর্টের নির্দেশ মানা হচ্ছে না বলে BJP অভিযোগ তোলে । সেদিন আস্থাভোট ভেস্তে যায় । অবশেষে বুধবার বারাসতে জেলা শাসকের অফিসে আস্থা ভোট হল । তাতে তৃণমূল 24-0 ভোটে জয়ী হল ।

লোকসভা নির্বাচনে বনগাঁ ও ব্যারাকপুর কেন্দ্রে BJP জয়লাভ করার পর উত্তর 24 পরগনা জেলায় তৃণমূল ছেড়ে BJP-তে যোগদানের হিড়িক পড়ে যায় । সেই জোয়ারে প্রাথমিকভাবে বনগাঁ, নৈহাটি, গাড়ুলিয়া, হালিশহর, ভাটপাড়া ও কাঁচরাপাড়া পৌরসভা BJP-র দখলে চলে যায় । কিন্তু পরে একে একে হারানো জমি উদ্ধার করে তৃণমূল ।

প্রশাসক থাকায় বাকি ছিল শুধু নৈহাটি পৌরসভা । নৈহাটি পৌরসভার 31টি ওয়ার্ডের সব ক'টিতেই তৃণমূল কাউন্সিলর ছিলেন । লোকসভা ভোটের পর 18 জন কাউন্সিলর BJP-তে যোগদান করেন । ফলে সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে যায় BJP । BJP-র ওই 18 কাউন্সিলর গত 31 মে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন । কিন্তু আস্থাভোট হওয়ার আগেই রাজ্য সরকার সেখানে প্রশাসক বসিয়ে দেয় । ফলে BJP পৌরসভার দখল নিতে পারেনি । BJP প্রশাসকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় । কিন্তু ইতিমধ্যে তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করা 18 জন কাউন্সিলরের মধ্যে 10 জন আবার তৃণমূলে ফিরে যান । ফলে নৈহাটি পৌরসভার তৃণমূল কাউন্সিলরের সংখ্যা 23-এ দাঁড়ায় । এই অবস্থায় এখন BJP-র সংখ্যা মোটে 8 ।

দেখুন ভিডিয়ো

নৈহাটি পৌরসভায় অনৈতিকভাবে প্রশাসক বসানো নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় BJP । সেই মামলার রায়ে 25 সেপ্টেম্বর বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় জানান, 21 দিনের মধ্যে আস্থাভোট করে নৈহাটি পৌরসভার বোর্ড গঠন করতে হবে । বারাসতে জেলাশাসকের অফিসেই করতে হবে সেই ভোট । কিন্তু পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় 1 অক্টোবর নৈহাটি পৌরভবনেই আস্থাভোট হবে বলে সব কাউন্সিলরকে চিঠি পাঠান । হাইকোর্টের নির্দেশ মানা হচ্ছে না, এই বলে BJP অভিযোগ তোলে । তাতে সেদিন ভোট বাতিল হয়ে যায় । অবশেষে 16 অক্টোবর বারাসতে আস্থাভোট হবে বলে সব কাউন্সিলরকে চিঠি পাঠিয়েছিলেন জেলাশাসক চৈতালি চক্রবর্তী ।

জেলাশাসক চৈতালি চক্রবর্তী বলেন, "অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন 24 জন কাউন্সিলর ৷" যদিও BJP-র তরফে অভিযোগ তোলা হয়েছে হাইকোর্টের নির্দেশমত পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি ৷ এ বিষয়ে জেলাশাসক বলেন, " আমরা নিয়ম মেনে নোটিশ দিয়েছিলাম ৷ পুলিশের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল ৷ "

তৃণমূলের পক্ষ থেকে চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় জানিয়েছেন, লোকসভা ভোটের পর সন্ত্রাসের কারণে তৃণমূলের অনেক কাউন্সিলর BJP-তে যোগ দিয়েছিলেন । তাঁরা অনেকে আবার ফিরেও এসেছেন । আজ আস্থা ভোটে 24-0 শূন্য ভোটে জয়ী তৃণমূল । BJP-র পক্ষ থেকে সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দিয়ে অশোকবাবু বলেন, "BJP যদি বলে থাকে সন্ত্রাসের কারণে তারা আসেনি, তাহলে এর জবাব দেবেন ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ ৷ আমার নৈহাটি থানার IC জবাব দেবেন ৷ "

BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি ফাল্গুনী পাত্র বলেন, " আমি মনে করি না BJP-র নৈতিক পরাজয় হল ৷ কারণ 18 জন যারা ছিলেন তারা কীভাবে ওদের সঙ্গে গেছে তা আগামীদিন মানুষ বুঝতে পারবে ৷ স্বেচ্ছায় গেছে না কি ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেটা মানুষ বুঝতে পারবেন ৷ তাদের জোর করে নিয়েও আসা হয়নি ৷ কিন্তু তারা গেছে জোর করে, খুব কষ্ট পেয়ে গেছে ৷ আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব বলেছেন বিরত থাকার জন্য তাই আমরা যাইনি ৷ "

বারাসত, 16 অক্টোবর : নৈহাটি পৌরসভার আস্থাভোটে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ বারাসতে জেলাশাসকের উপস্থিতিতে আস্থাভোট হয় ৷ সংখ্যার বিচারে জয়লাভ করে তৃণমূল ৷ ফলাফল 24-0 ৷ BJP -র আটজন কাউন্সিলরের মধ্যে একজন তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন ৷ বাকি সাতজন কাউন্সিলর আস্থাভোটে গরহাজির ছিলেন ৷

গত 25 সেপ্টেম্বর বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় রায় দিয়েছিলেন, 21 দিনের মধ্যে নৈহাটি পৌরসভার আস্থাভোট করতে হবে । বারাসতে জেলাশাসকের অফিসেই করতে হবে সেই আস্থাভোট । কিন্তু পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় তড়িঘড়ি পয়লা অক্টোবর নৈহাটি পৌরভবনেই অনাস্থা ভোট হবে বলে সব কাউন্সিলরকে চিঠি পাঠান । হাইকোর্টের নির্দেশ মানা হচ্ছে না বলে BJP অভিযোগ তোলে । সেদিন আস্থাভোট ভেস্তে যায় । অবশেষে বুধবার বারাসতে জেলা শাসকের অফিসে আস্থা ভোট হল । তাতে তৃণমূল 24-0 ভোটে জয়ী হল ।

লোকসভা নির্বাচনে বনগাঁ ও ব্যারাকপুর কেন্দ্রে BJP জয়লাভ করার পর উত্তর 24 পরগনা জেলায় তৃণমূল ছেড়ে BJP-তে যোগদানের হিড়িক পড়ে যায় । সেই জোয়ারে প্রাথমিকভাবে বনগাঁ, নৈহাটি, গাড়ুলিয়া, হালিশহর, ভাটপাড়া ও কাঁচরাপাড়া পৌরসভা BJP-র দখলে চলে যায় । কিন্তু পরে একে একে হারানো জমি উদ্ধার করে তৃণমূল ।

প্রশাসক থাকায় বাকি ছিল শুধু নৈহাটি পৌরসভা । নৈহাটি পৌরসভার 31টি ওয়ার্ডের সব ক'টিতেই তৃণমূল কাউন্সিলর ছিলেন । লোকসভা ভোটের পর 18 জন কাউন্সিলর BJP-তে যোগদান করেন । ফলে সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে যায় BJP । BJP-র ওই 18 কাউন্সিলর গত 31 মে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন । কিন্তু আস্থাভোট হওয়ার আগেই রাজ্য সরকার সেখানে প্রশাসক বসিয়ে দেয় । ফলে BJP পৌরসভার দখল নিতে পারেনি । BJP প্রশাসকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় । কিন্তু ইতিমধ্যে তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করা 18 জন কাউন্সিলরের মধ্যে 10 জন আবার তৃণমূলে ফিরে যান । ফলে নৈহাটি পৌরসভার তৃণমূল কাউন্সিলরের সংখ্যা 23-এ দাঁড়ায় । এই অবস্থায় এখন BJP-র সংখ্যা মোটে 8 ।

দেখুন ভিডিয়ো

নৈহাটি পৌরসভায় অনৈতিকভাবে প্রশাসক বসানো নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় BJP । সেই মামলার রায়ে 25 সেপ্টেম্বর বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় জানান, 21 দিনের মধ্যে আস্থাভোট করে নৈহাটি পৌরসভার বোর্ড গঠন করতে হবে । বারাসতে জেলাশাসকের অফিসেই করতে হবে সেই ভোট । কিন্তু পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় 1 অক্টোবর নৈহাটি পৌরভবনেই আস্থাভোট হবে বলে সব কাউন্সিলরকে চিঠি পাঠান । হাইকোর্টের নির্দেশ মানা হচ্ছে না, এই বলে BJP অভিযোগ তোলে । তাতে সেদিন ভোট বাতিল হয়ে যায় । অবশেষে 16 অক্টোবর বারাসতে আস্থাভোট হবে বলে সব কাউন্সিলরকে চিঠি পাঠিয়েছিলেন জেলাশাসক চৈতালি চক্রবর্তী ।

জেলাশাসক চৈতালি চক্রবর্তী বলেন, "অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন 24 জন কাউন্সিলর ৷" যদিও BJP-র তরফে অভিযোগ তোলা হয়েছে হাইকোর্টের নির্দেশমত পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি ৷ এ বিষয়ে জেলাশাসক বলেন, " আমরা নিয়ম মেনে নোটিশ দিয়েছিলাম ৷ পুলিশের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল ৷ "

তৃণমূলের পক্ষ থেকে চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় জানিয়েছেন, লোকসভা ভোটের পর সন্ত্রাসের কারণে তৃণমূলের অনেক কাউন্সিলর BJP-তে যোগ দিয়েছিলেন । তাঁরা অনেকে আবার ফিরেও এসেছেন । আজ আস্থা ভোটে 24-0 শূন্য ভোটে জয়ী তৃণমূল । BJP-র পক্ষ থেকে সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দিয়ে অশোকবাবু বলেন, "BJP যদি বলে থাকে সন্ত্রাসের কারণে তারা আসেনি, তাহলে এর জবাব দেবেন ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ ৷ আমার নৈহাটি থানার IC জবাব দেবেন ৷ "

BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি ফাল্গুনী পাত্র বলেন, " আমি মনে করি না BJP-র নৈতিক পরাজয় হল ৷ কারণ 18 জন যারা ছিলেন তারা কীভাবে ওদের সঙ্গে গেছে তা আগামীদিন মানুষ বুঝতে পারবে ৷ স্বেচ্ছায় গেছে না কি ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেটা মানুষ বুঝতে পারবেন ৷ তাদের জোর করে নিয়েও আসা হয়নি ৷ কিন্তু তারা গেছে জোর করে, খুব কষ্ট পেয়ে গেছে ৷ আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব বলেছেন বিরত থাকার জন্য তাই আমরা যাইনি ৷ "

Intro:Body:নৈহাটি পৌরসভার অনাস্থা নির্বাচন যখন বারাসাত জেলা শাসকের দপ্তরে চলতে তখন সেই অনাস্থা নির্বাচন থেকে বিরত থাকার কথা জানালেন নৈহাটি পৌরসভার পৌরপিতা তথা বিজেপি নেতা গনেশ দাস।তাদের বিরত থাকার কারন দলের উচ্চ নেতৃত্ব জানাবেন বলে জানান তিনি। এই মুহূর্তে বিজেপির নৈহাটিতে ৭ জন পৌর প্রতিনিধি রয়েছে। এবং তৃণমূলের ২৪ জন রয়েছে। এর ফলে কার্যত নৈহাটি পৌরসভা তৃণমূলের দখলে যাওয়া শুধু মাত্র সময়ের অপেক্ষা।Conclusion:
Last Updated : Oct 16, 2019, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.