ETV Bharat / state

BJP-র পর তৃণমূল , কোরোনা আবহে জমায়েত করে অবস্থান-বিক্ষোভ তৃণমূলের - বারাসতে অবস্থান-বিক্ষোভ তৃণমূলের

গতকালই বিনা অনুমতিতে বারাসতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । যা নিয়ে সরব হয়েছিলেন খোদ পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় । সেই ঘটনার 24 ঘণ্টার মধ্যেই কোরোনা পরিস্থিতিতে জমায়েত করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামতে দেখা গেল তৃণমূলকে । আর সেই আন্দোলনে হাজির ছিলেন বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়ও ।

TMC agitation in Barasat
TMC agitation in Barasat
author img

By

Published : Sep 15, 2020, 9:32 PM IST

বারাসত , 15 সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে বারাসতে তৃণমূলের অবস্থান-বিক্ষোভ । উপস্থিত ছিলেন শাসকদলের বিধায়ক থেকে জেলা তৃণমূলের প্রথম সারির নেতারা । অথচ,কোরোনা আবহে কোনও সামাজিক দূরত্ব মানা হল না । অভিযোগ , রীতিমতো জমায়েত করেই আয়োজিত হল তৃণমূলের এই কর্মসূচি ।যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক । এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির ।যদিও এই বিষয়ে শাসকদলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।


গতকালই বিনা অনুমতিতে বারাসতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । যা নিয়ে সরব হয়েছিলেন খোদ পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় । এরপরই পুলিশ তৎপর হয়ে ওই ফুটবল টুর্নামেন্ট বন্ধ করে দেয় । গ্রেপ্তারও করা হয় চার BJP কর্মীকে।পুলিশের এই সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে জেলার পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্য BJP-র সহসভাপতি রাজু বন্দোপাধ্যায়।বলেছিলেন,"সব হিসেবের ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকটি ঘটনার আলাদা আলাদা তদন্ত করা হবে । কেউ ছাড় পাবে না ৷ "সেই ঘটনার 24 ঘণ্টার মধ্যেই কোরোনা পরিস্থিতিতে জমায়েত করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামতে দেখা গেল তৃণমূলকে । আর সেই আন্দোলনে হাজির ছিলেন বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়ও । যিনি BJP-র বিরুদ্ধে গতকালই নিয়মভঙ্গের অভিযোগ এনেছিলেন ।

আর এই নিয়েই শাসকদলকে আক্রমণ করতে ছাড়েননি BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় । তিনি বলেন,"এই রাজ্যে বিরোধীরা কোনও আন্দোলন করতে পারবে না । আন্দোলন করলেই পুলিশ দিয়ে গ্রেপ্তার করা হবে । অথচ , তৃণমূল হাজার হাজার মানুষের জমায়েত করে অবস্থান-বিক্ষোভ করছে । সেখানে পুলিশ নির্বাক । এখন পুলিশের চোখে ছানি পড়েছে । আমরা গতকাল শরীরচর্চার জন্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম । কিন্তু সেখানে পুলিশ শাসকদের মদতে আমাদের চারজন ছেলেকে গ্রেপ্তার করল । এটাই এখন চলছে এই রাজ্যে । আমরা কোরোনার বিরুদ্ধে । আর তৃণমূল কোরোনার পক্ষে । সেই কারণে নিয়মবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁরা আন্দোলন করল ৷ "যদিও এই বিষয়ে শাসকদলের কোনও নেতাই মন্তব্য করতে রাজি হননি।

এদিকে,ধৃত ওই চার BJP কর্মীকে সোমবার বারাসত আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন ।

বারাসত , 15 সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে বারাসতে তৃণমূলের অবস্থান-বিক্ষোভ । উপস্থিত ছিলেন শাসকদলের বিধায়ক থেকে জেলা তৃণমূলের প্রথম সারির নেতারা । অথচ,কোরোনা আবহে কোনও সামাজিক দূরত্ব মানা হল না । অভিযোগ , রীতিমতো জমায়েত করেই আয়োজিত হল তৃণমূলের এই কর্মসূচি ।যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক । এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির ।যদিও এই বিষয়ে শাসকদলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।


গতকালই বিনা অনুমতিতে বারাসতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । যা নিয়ে সরব হয়েছিলেন খোদ পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় । এরপরই পুলিশ তৎপর হয়ে ওই ফুটবল টুর্নামেন্ট বন্ধ করে দেয় । গ্রেপ্তারও করা হয় চার BJP কর্মীকে।পুলিশের এই সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে জেলার পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্য BJP-র সহসভাপতি রাজু বন্দোপাধ্যায়।বলেছিলেন,"সব হিসেবের ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকটি ঘটনার আলাদা আলাদা তদন্ত করা হবে । কেউ ছাড় পাবে না ৷ "সেই ঘটনার 24 ঘণ্টার মধ্যেই কোরোনা পরিস্থিতিতে জমায়েত করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামতে দেখা গেল তৃণমূলকে । আর সেই আন্দোলনে হাজির ছিলেন বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়ও । যিনি BJP-র বিরুদ্ধে গতকালই নিয়মভঙ্গের অভিযোগ এনেছিলেন ।

আর এই নিয়েই শাসকদলকে আক্রমণ করতে ছাড়েননি BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় । তিনি বলেন,"এই রাজ্যে বিরোধীরা কোনও আন্দোলন করতে পারবে না । আন্দোলন করলেই পুলিশ দিয়ে গ্রেপ্তার করা হবে । অথচ , তৃণমূল হাজার হাজার মানুষের জমায়েত করে অবস্থান-বিক্ষোভ করছে । সেখানে পুলিশ নির্বাক । এখন পুলিশের চোখে ছানি পড়েছে । আমরা গতকাল শরীরচর্চার জন্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম । কিন্তু সেখানে পুলিশ শাসকদের মদতে আমাদের চারজন ছেলেকে গ্রেপ্তার করল । এটাই এখন চলছে এই রাজ্যে । আমরা কোরোনার বিরুদ্ধে । আর তৃণমূল কোরোনার পক্ষে । সেই কারণে নিয়মবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁরা আন্দোলন করল ৷ "যদিও এই বিষয়ে শাসকদলের কোনও নেতাই মন্তব্য করতে রাজি হননি।

এদিকে,ধৃত ওই চার BJP কর্মীকে সোমবার বারাসত আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.