ETV Bharat / state

আমফানের ক্ষতিপূরণ কই ? তৃণমূলের অফিস ভাঙচুর মিনাখাঁয়

author img

By

Published : Jun 22, 2020, 8:14 PM IST

Updated : Jun 22, 2020, 8:30 PM IST

ঘূর্ণিঝড় আমফানের ক্ষতিপূরণের টাকা না পেয়ে তৃণমূল অফিসে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা ৷ অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীদের পাল্টা মারে জখম হয়েছে কয়েকজন গ্রামবাসী ৷ একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ ৷

আমফানের ক্ষতিপূরণ
তৃণমূল অফিস ভাঙচুর

মিনাখাঁ, 22: আমফানের ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় ক্ষোভ । ক্ষোভ আছড়ে পড়ল স্থানীয় তৃণমূল পার্টি অফিসে । উত্তপ্ত জনতা ভাঙচুর চালাল পার্টি অফিসে ৷ ভাঙা হল চেয়ার, টেবিল । অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীদের পালটা মারে জখম হন কয়েকজন গ্রামবাসী। ভাঙচুর করা হয় একাধিক বাড়ি । সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মিনাখাঁয় ।

গত 20 মে ঘূর্ণিঝড়ে আমফানে ব্যপক ক্ষয়ক্ষতি হয় মিনাখাঁ ব্লকে ৷ বহু বাড়ি ভেঙে যায় ঝড়ে । এছাড়াও বিদ্যাধরী নদীবাঁধ ভেঙে প্লাবিত হয় বেশ কয়েকটি গ্রাম । এরপর সরকারি উদ্যোগে ক্ষতিপূরণ দেওয়াও শুরু হয়েছে । অভিযোগ, সরকারি ক্ষতিপূরণের সেই টাকা পেয়েছেন কেবল তৃণমূল কর্মী-সমর্থকরাই। তা নিয়েই ক্ষোভ ছড়ায় বাসিন্দাদের মধ্যে ।

আমফানের ক্ষতিপূরণ কই ? তৃণমূলের অফিস ভাঙচুর মিনাখাঁয়

সোমবার সেই ক্ষোভ আছড়ে পড়ে স্থানীয় তৃণমূল পার্টি অফিসে । বিকেলে মিনাখাঁ বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূল পার্টি অফিসের সামনে গিয়ে ক্ষুব্ধ জনতা বিক্ষোভ দেখাতে থাকে । অভিযোগ, এরপর স্থানীয় তৃণমূল নেতা দীপক পাণ্ডা আন্দোলনকারীদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করেন । তখনই জনতা পার্টি অফিসের ভিতরে ঢুকে পড়ে ৷ অফিসের চেয়ার বের করে কলকাতা-বাসন্তী হাইওয়ের উপরে ফেলে ভাঙচুর চালায় । অভিযোগ, কিছুক্ষণ পরে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী ওই বিক্ষোভকারীদের উপরে হামলা চালায় ।

স্থানীয়দের অভিযোগ, গ্রামের ভিতর ঢুকে শিশু ও মহিলাদের মারধর করে দুষ্কৃতীরা ৷ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় । ঘটনায় প্রায় 30 জন গ্রামবাসী আহত হয়েছে । কুড়িটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ।

মিনাখাঁ, 22: আমফানের ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় ক্ষোভ । ক্ষোভ আছড়ে পড়ল স্থানীয় তৃণমূল পার্টি অফিসে । উত্তপ্ত জনতা ভাঙচুর চালাল পার্টি অফিসে ৷ ভাঙা হল চেয়ার, টেবিল । অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীদের পালটা মারে জখম হন কয়েকজন গ্রামবাসী। ভাঙচুর করা হয় একাধিক বাড়ি । সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মিনাখাঁয় ।

গত 20 মে ঘূর্ণিঝড়ে আমফানে ব্যপক ক্ষয়ক্ষতি হয় মিনাখাঁ ব্লকে ৷ বহু বাড়ি ভেঙে যায় ঝড়ে । এছাড়াও বিদ্যাধরী নদীবাঁধ ভেঙে প্লাবিত হয় বেশ কয়েকটি গ্রাম । এরপর সরকারি উদ্যোগে ক্ষতিপূরণ দেওয়াও শুরু হয়েছে । অভিযোগ, সরকারি ক্ষতিপূরণের সেই টাকা পেয়েছেন কেবল তৃণমূল কর্মী-সমর্থকরাই। তা নিয়েই ক্ষোভ ছড়ায় বাসিন্দাদের মধ্যে ।

আমফানের ক্ষতিপূরণ কই ? তৃণমূলের অফিস ভাঙচুর মিনাখাঁয়

সোমবার সেই ক্ষোভ আছড়ে পড়ে স্থানীয় তৃণমূল পার্টি অফিসে । বিকেলে মিনাখাঁ বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূল পার্টি অফিসের সামনে গিয়ে ক্ষুব্ধ জনতা বিক্ষোভ দেখাতে থাকে । অভিযোগ, এরপর স্থানীয় তৃণমূল নেতা দীপক পাণ্ডা আন্দোলনকারীদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করেন । তখনই জনতা পার্টি অফিসের ভিতরে ঢুকে পড়ে ৷ অফিসের চেয়ার বের করে কলকাতা-বাসন্তী হাইওয়ের উপরে ফেলে ভাঙচুর চালায় । অভিযোগ, কিছুক্ষণ পরে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী ওই বিক্ষোভকারীদের উপরে হামলা চালায় ।

স্থানীয়দের অভিযোগ, গ্রামের ভিতর ঢুকে শিশু ও মহিলাদের মারধর করে দুষ্কৃতীরা ৷ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় । ঘটনায় প্রায় 30 জন গ্রামবাসী আহত হয়েছে । কুড়িটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ।

Last Updated : Jun 22, 2020, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.