ETV Bharat / state

হাবড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি - habra

তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল ৷ ঘটনাটি হাবড়া থানার হাটথুবা ঘোষপাড়া এলাকার ৷ তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান হাবড়া শহর তৃণমূল কংগ্রেসের যুগ্ম সম্পাদক রাজীব সরকার । অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷

habra
হাবড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, এলাকায় চাঞ্চল্য
author img

By

Published : Jul 21, 2021, 1:29 PM IST

হাবড়া, 21 জুলাই : একুশে জুলাইয়ের আগে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল হাবড়া শহরে । তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান হাবড়া শহর তৃণমূল কংগ্রেসের যুগ্ম সম্পাদক রাজীব সরকার । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে হাবড়া থানার হাটথুবা ঘোষপাড়া এলাকায় । অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । এলাকার বিজেপি নেতৃত্ব জানিয়েছে, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 21 জুলাই শহিদ দিবসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবে বেশকিছু বিজেপি কর্মী-সমর্থক । এই বিষয়ে হাবড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এক তৃণমূল কর্মীর বাড়িতে বৈঠক চলছিল। বৈঠক চলাকালীন তৃণমূল নেতা রাজীব সরকারের ফোন আসে । ফোনে কথা বলার জন্য বাইরে বেরিয়ে যান তিনি। অভিযোগ, সেই সময় উল্টোদিকের একটি জঙ্গল থেকে এক যুবক কোমর থেকে রিভলবার বার করে রাজীববাবুকে লক্ষ্য করে গুলি করে । বন্দুক বার করছে দেখে ছুটে গিয়ে ঘরের ভিতরে ঢুকে যান রাজীববাবু । লক্ষ্যভ্রষ্ট হয় গুলি । গুলির শব্দে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন স্থানীয়রা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ । যদিও ততক্ষণে পালিয়ে যায় ওই যুবক । রাজীব সরকার জানান, এলাকায় বিজেপির পায়ের নিচের মাটি সরে যাচ্ছে । কর্মীরা একে একে তৃণমূলে যোগদান করছে । সেই কারণেই বিজেপি ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে । এগুলি করার পিছনে বিজেপির মদত রয়েছে ।

হাবড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, এলাকায় চাঞ্চল্য

আরও পড়ুন: তৃণমূলের 50 শতাংশ নেতা একমাসের মধ্যে জেলে ঢুকবে, দাবি সায়ন্তনের

অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা বিপ্লব হালদার বলেন, "এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে বিজেপির উপর দোষ দিচ্ছে । এই ধরনের ঘটনার সঙ্গে বিজেপি কোনওভাবেই যুক্ত নয় । বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না । সারা পশ্চিমবঙ্গে খুনের রাজনীতি তৃণমূল করছে। "

হাবড়া, 21 জুলাই : একুশে জুলাইয়ের আগে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল হাবড়া শহরে । তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান হাবড়া শহর তৃণমূল কংগ্রেসের যুগ্ম সম্পাদক রাজীব সরকার । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে হাবড়া থানার হাটথুবা ঘোষপাড়া এলাকায় । অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । এলাকার বিজেপি নেতৃত্ব জানিয়েছে, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 21 জুলাই শহিদ দিবসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবে বেশকিছু বিজেপি কর্মী-সমর্থক । এই বিষয়ে হাবড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এক তৃণমূল কর্মীর বাড়িতে বৈঠক চলছিল। বৈঠক চলাকালীন তৃণমূল নেতা রাজীব সরকারের ফোন আসে । ফোনে কথা বলার জন্য বাইরে বেরিয়ে যান তিনি। অভিযোগ, সেই সময় উল্টোদিকের একটি জঙ্গল থেকে এক যুবক কোমর থেকে রিভলবার বার করে রাজীববাবুকে লক্ষ্য করে গুলি করে । বন্দুক বার করছে দেখে ছুটে গিয়ে ঘরের ভিতরে ঢুকে যান রাজীববাবু । লক্ষ্যভ্রষ্ট হয় গুলি । গুলির শব্দে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন স্থানীয়রা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ । যদিও ততক্ষণে পালিয়ে যায় ওই যুবক । রাজীব সরকার জানান, এলাকায় বিজেপির পায়ের নিচের মাটি সরে যাচ্ছে । কর্মীরা একে একে তৃণমূলে যোগদান করছে । সেই কারণেই বিজেপি ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে । এগুলি করার পিছনে বিজেপির মদত রয়েছে ।

হাবড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, এলাকায় চাঞ্চল্য

আরও পড়ুন: তৃণমূলের 50 শতাংশ নেতা একমাসের মধ্যে জেলে ঢুকবে, দাবি সায়ন্তনের

অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা বিপ্লব হালদার বলেন, "এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে বিজেপির উপর দোষ দিচ্ছে । এই ধরনের ঘটনার সঙ্গে বিজেপি কোনওভাবেই যুক্ত নয় । বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না । সারা পশ্চিমবঙ্গে খুনের রাজনীতি তৃণমূল করছে। "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.