ETV Bharat / state

সালিসি সভা চলাকালীন তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, উত্তপ্ত শাসন

জমিজমা সংক্রান্ত বিষয়ে শংকরগাছি গ্রামের দুই তৃণমূল নেতার মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ ছিল । শনিবার সেই বিষয়ে সালিশি সভা ডাকা হয় । সেখানে দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে ।

TMC inner clash in north 24 paraganas
শাসনে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
author img

By

Published : Aug 22, 2020, 11:27 PM IST

শাসন, 22 অগাস্ট : সালিসি সভা চলাকালীন তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত শাসন । সংঘর্ষ চলাকালীন বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ । ঘটনায় হতাহতের কোনও খবর নেই । সংঘর্ষের জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার লোকজন । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

শাসনের দাদপুর পঞ্চায়েতের শংকরগাছি গ্রামের বাসিন্দা তথা তৃণমূল নেতা মনাত আলি ও আবদুল হাকিম । জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বেশকিছু দিন ধরেই শাসকদলের ওই দুই নেতার মধ্যে বিবাদ চলছিল । সেই বিবাদ মেটাতে শনিবার বিকেলে সালিসি সভা বসেছিল শংকর গাছি গ্রামে । সালিসি সভায় হাজির ছিলেন দুই তৃণমূল নেতা । হাজির ছিলেন তাঁদের অনুগামীরা । অভিযোগ, সালিসি সভা চলাকালীন আচমকা বচসা শুরু হয় দু'পক্ষের মধ্যে । সেই বচসা থেকে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ বেঁধে যায় দুই নেতার অনুগামীদের মধ্যে । সংঘর্ষের সময় বোমাবাজি হয় বলেও অভিযোগ । এর জেরে উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা । আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা । অনেকে ভয়ে দৌড়াদৌড়িও শুরু করে দেন । বাসিন্দাদের কথায়,"সংঘর্ষ চলাকালীন ১০-১২টি বোমা ফাটানো হয় । পুলিশ এসে ঘটনাস্থান থেকে কয়েকটি তাজা বোমা উদ্ধার করে ।" এদিকে ঘটনার জন্য দু'পক্ষই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে । এই নিয়ে দুই তরফে রাতে শাসন থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও অবধি কাউকে গ্রেপ্তার করতে পারেনি ।

শাসন থানার তরফে জানানো হয়েছে, "ঘটনার তদন্ত চলছে । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।" কিছুদিন আগে শাসনের খামার নওবাদ এলাকায় তৃণমূলের গ্রাম কমিটির প্রাক্তন সভাপতি সফিকুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে । গ্রাম কমিটির বর্তমান সভাপতি মসিয়ার রহমানের লোকজন ওই ঘটনায় যুক্ত বলে অভিযোগ উঠেছিল । এর আগে চোলপুর ও মাগরি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয় শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে ।

শাসন, 22 অগাস্ট : সালিসি সভা চলাকালীন তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত শাসন । সংঘর্ষ চলাকালীন বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ । ঘটনায় হতাহতের কোনও খবর নেই । সংঘর্ষের জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার লোকজন । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

শাসনের দাদপুর পঞ্চায়েতের শংকরগাছি গ্রামের বাসিন্দা তথা তৃণমূল নেতা মনাত আলি ও আবদুল হাকিম । জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বেশকিছু দিন ধরেই শাসকদলের ওই দুই নেতার মধ্যে বিবাদ চলছিল । সেই বিবাদ মেটাতে শনিবার বিকেলে সালিসি সভা বসেছিল শংকর গাছি গ্রামে । সালিসি সভায় হাজির ছিলেন দুই তৃণমূল নেতা । হাজির ছিলেন তাঁদের অনুগামীরা । অভিযোগ, সালিসি সভা চলাকালীন আচমকা বচসা শুরু হয় দু'পক্ষের মধ্যে । সেই বচসা থেকে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ বেঁধে যায় দুই নেতার অনুগামীদের মধ্যে । সংঘর্ষের সময় বোমাবাজি হয় বলেও অভিযোগ । এর জেরে উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা । আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা । অনেকে ভয়ে দৌড়াদৌড়িও শুরু করে দেন । বাসিন্দাদের কথায়,"সংঘর্ষ চলাকালীন ১০-১২টি বোমা ফাটানো হয় । পুলিশ এসে ঘটনাস্থান থেকে কয়েকটি তাজা বোমা উদ্ধার করে ।" এদিকে ঘটনার জন্য দু'পক্ষই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে । এই নিয়ে দুই তরফে রাতে শাসন থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও অবধি কাউকে গ্রেপ্তার করতে পারেনি ।

শাসন থানার তরফে জানানো হয়েছে, "ঘটনার তদন্ত চলছে । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।" কিছুদিন আগে শাসনের খামার নওবাদ এলাকায় তৃণমূলের গ্রাম কমিটির প্রাক্তন সভাপতি সফিকুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে । গ্রাম কমিটির বর্তমান সভাপতি মসিয়ার রহমানের লোকজন ওই ঘটনায় যুক্ত বলে অভিযোগ উঠেছিল । এর আগে চোলপুর ও মাগরি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয় শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.