ETV Bharat / state

জেল থেকে গুন্ডাদের বের করে এনে ঝামেলা করা হচ্ছে : অর্জুন সিং

গুন্ডাদের এনে তৃণমূল কংগ্রেস মানুষজনকে ভয় দেখাচ্ছে । 52 - 62 নম্বর বুথে ভোটারদের ভয় দেখানো হচ্ছে । তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনলেন অর্জুন সিং ।

অর্জুন সিং
author img

By

Published : May 19, 2019, 1:40 PM IST

Updated : May 19, 2019, 1:55 PM IST

ভাটপাড়া, 19 মে : "তৃণমূল কংগ্রেস কয়েকজন গুন্ডাকে জেল থেকে ছাড়িয়ে এনে এলাকায় ঝামেলা করছে।" ভাটপাড়া বিধানসভার উপনির্বাচন চলাকালীন আজ একথা বলেন BJP নেতা অর্জুন সিং ।

তিনি বলেন, "ভাটপাড়া উপনির্বাচনে জেল থেকে গুন্ডাদের বের করে এনে ঝামেলা করা হচ্ছে । 52 - 62 নম্বর বুথে ভোটারদের ভয় দেখানো হচ্ছে । তারা লোককে ভোট দিতে দিচ্ছে না । বন্দুক, বোমা দেখিয়ে মানুষজনকে ভয় দেখানো হচ্ছে ।"

ভিডিয়োয় শুনুন অর্জুন সিংয়ের বক্তব্য

তিনি আরও বলেন, "আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। পুলিশ অবজ়ারভারকে জানিয়েছি । প্রত্যেক গলিতে ফোর্স রাখার জন্য আমরা বারবার বলছি । ওরা কিছু করছে না । পুলিশ যাচ্ছে, লোকজনকে তাড়া করছে ওরা ভয়ে ঢুকে যাচ্ছে । পুলিশ আবার চলে আসছে । এই হচ্ছে । "

অর্জুন সিং বলেন, "পুলিশ আমাকে এসে বলল তাদের বলা হয়েছে যে অযথা যাতে আমি ঘোরাফেরা না করি । আমি বললাম যদি শান্তিপূর্ণভাবে ভোট আপানারা করাতে পারেন তাহলে আমার অযথা ঘোরাফেরার কোনও দরকার নেই । কিন্তু যদি মানুষের কাছ থেকে অভিযোগ আসে তাহলে আমি 101 বার যাব । আপনি আমার কিছু করতে পারবেন না ।"

ভাটপাড়া, 19 মে : "তৃণমূল কংগ্রেস কয়েকজন গুন্ডাকে জেল থেকে ছাড়িয়ে এনে এলাকায় ঝামেলা করছে।" ভাটপাড়া বিধানসভার উপনির্বাচন চলাকালীন আজ একথা বলেন BJP নেতা অর্জুন সিং ।

তিনি বলেন, "ভাটপাড়া উপনির্বাচনে জেল থেকে গুন্ডাদের বের করে এনে ঝামেলা করা হচ্ছে । 52 - 62 নম্বর বুথে ভোটারদের ভয় দেখানো হচ্ছে । তারা লোককে ভোট দিতে দিচ্ছে না । বন্দুক, বোমা দেখিয়ে মানুষজনকে ভয় দেখানো হচ্ছে ।"

ভিডিয়োয় শুনুন অর্জুন সিংয়ের বক্তব্য

তিনি আরও বলেন, "আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। পুলিশ অবজ়ারভারকে জানিয়েছি । প্রত্যেক গলিতে ফোর্স রাখার জন্য আমরা বারবার বলছি । ওরা কিছু করছে না । পুলিশ যাচ্ছে, লোকজনকে তাড়া করছে ওরা ভয়ে ঢুকে যাচ্ছে । পুলিশ আবার চলে আসছে । এই হচ্ছে । "

অর্জুন সিং বলেন, "পুলিশ আমাকে এসে বলল তাদের বলা হয়েছে যে অযথা যাতে আমি ঘোরাফেরা না করি । আমি বললাম যদি শান্তিপূর্ণভাবে ভোট আপানারা করাতে পারেন তাহলে আমার অযথা ঘোরাফেরার কোনও দরকার নেই । কিন্তু যদি মানুষের কাছ থেকে অভিযোগ আসে তাহলে আমি 101 বার যাব । আপনি আমার কিছু করতে পারবেন না ।"

sample description
Last Updated : May 19, 2019, 1:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.