ETV Bharat / state

বারাসতে ক্লাব দখল করতে গিয়ে বাসিন্দাদের মারধর, অভিযুক্ত তৃণমূল - occupied

ক্লাব দখল করতে গিয়ে এলাকার বাসিন্দাদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । বারাসতের ঘটনা। প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ ।

থানার সামনে বিক্ষোভে বাসিন্দারা
author img

By

Published : May 9, 2019, 8:55 AM IST

Updated : May 9, 2019, 10:53 AM IST

বারাসত, 9 মে : এলাকার কয়েকজন বাসিন্দার উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । বারাসতের উত্তরায়নের ঘটনা। প্রতিবাদে গতরাতে বারাসত থানার সামনে বিক্ষোভ দেখান বাসিন্দারা । নেতৃত্ব দেন বারাসত পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর সঞ্জীব চ্যাটার্জি ।

অভিযোগ, মঙ্গলবার উত্তরায়নের একটি ক্লাব দখল করতে আসে এলাকার তৃণমূল নেতা সন্দীপ ঘোষ ওরফে বাপ্পা । তাঁর সঙ্গে বেশ কয়েকজন মদ্যপ যুবকও ছিল । সেই সময় তাদের বাধা দিতে যায় ক্লাবের সম্পাদকের বাবা সাধন দাস ও এলাকারই আর এক বাসিন্দা কুমুদ মল্লিক । অভিযোগ, তাঁদের ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই তৃণমূল নেতা ও তার সঙ্গীরা । তাঁদের বাঁচাতে গেলে আক্রান্ত হন এলাকারই কয়েকজন। আক্রান্তদের মধ্যে মহিলারাও ছিল । শুধু তাই নয়, তাঁদের গালিগালাজ করা হয় বলেও অভিযোগ । এই ঘটনার প্রতিবাদে গতরাতে বারাসত থানার সামনে অভিযুক্ত সন্দীপ ঘোষের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা ।

এবিষয়ে বাম কাউন্সিলর সঞ্জীব চ্যাটার্জি বলেন, "এই এলাকার মানুষেরা নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র । কেউ লোকের বাড়িতে রান্না করে, কেউ বাসন মেজে সংসার চালায় । তাঁদের উপর‌ হামলা চালিয়েছে তৃণমূল । ক্লাব তো সবার । সেটা দখল করার কী আছে ?"

যদিও অভিযোগ অস্বীকার করেছেন বারাসত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখার্জি । তিনি বলেন, "ভোটের আগে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে বামেরা । ওটা পাড়ার অভ্যন্তরীণ গন্ডগোল । এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন‌ও সম্পর্ক নেই । আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।"

বারাসত, 9 মে : এলাকার কয়েকজন বাসিন্দার উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । বারাসতের উত্তরায়নের ঘটনা। প্রতিবাদে গতরাতে বারাসত থানার সামনে বিক্ষোভ দেখান বাসিন্দারা । নেতৃত্ব দেন বারাসত পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর সঞ্জীব চ্যাটার্জি ।

অভিযোগ, মঙ্গলবার উত্তরায়নের একটি ক্লাব দখল করতে আসে এলাকার তৃণমূল নেতা সন্দীপ ঘোষ ওরফে বাপ্পা । তাঁর সঙ্গে বেশ কয়েকজন মদ্যপ যুবকও ছিল । সেই সময় তাদের বাধা দিতে যায় ক্লাবের সম্পাদকের বাবা সাধন দাস ও এলাকারই আর এক বাসিন্দা কুমুদ মল্লিক । অভিযোগ, তাঁদের ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই তৃণমূল নেতা ও তার সঙ্গীরা । তাঁদের বাঁচাতে গেলে আক্রান্ত হন এলাকারই কয়েকজন। আক্রান্তদের মধ্যে মহিলারাও ছিল । শুধু তাই নয়, তাঁদের গালিগালাজ করা হয় বলেও অভিযোগ । এই ঘটনার প্রতিবাদে গতরাতে বারাসত থানার সামনে অভিযুক্ত সন্দীপ ঘোষের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা ।

এবিষয়ে বাম কাউন্সিলর সঞ্জীব চ্যাটার্জি বলেন, "এই এলাকার মানুষেরা নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র । কেউ লোকের বাড়িতে রান্না করে, কেউ বাসন মেজে সংসার চালায় । তাঁদের উপর‌ হামলা চালিয়েছে তৃণমূল । ক্লাব তো সবার । সেটা দখল করার কী আছে ?"

যদিও অভিযোগ অস্বীকার করেছেন বারাসত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখার্জি । তিনি বলেন, "ভোটের আগে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে বামেরা । ওটা পাড়ার অভ্যন্তরীণ গন্ডগোল । এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন‌ও সম্পর্ক নেই । আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।"

sample description
Last Updated : May 9, 2019, 10:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.