বনগাঁ, 9 জানুয়ারি : কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁ'র ‘বিদ্রোহী’ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করলেন রাজ্য বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর তিন নেতা (three outraged bengal BJP leaders meeting with MP Shantanu Thakur) জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু এবং রীতেশ তিওয়ারি ৷ রবিবার সন্ধ্যায় শান্তনু ঠাকুরের বাড়িতে যান এই তিনি নেতা ৷ তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে মুখ খুলতে চাননি তাঁরা ৷
উল্লেখ্য, বিজেপি'র এই তিন নেতা বর্তমান রাজ্য নেতৃত্বের উপর ক্ষুব্ধ বলেই খবর ৷ দলের রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদার আসার পর নতুন করে গঠিত হয়েছে দলের রাজ্য কমিটি ৷ দলের একাংশের মতে, নতুন কমিটিতে যোগ্য সম্মান দেওয়া হয়নি জয়প্রকাশ, সায়ন্তন ও রীতেশকে ৷ এই বিষয়ে প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ না খুললেও ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন এই তিন নেতাই ৷ সায়ন্তন বসুর সঙ্গে ইতিমধ্যে তৃণমূল নেতাদের বৈঠক হয়েছে বলেও খবর ৷
আরও পড়ুন : এবার বিদ্রোহী শঙ্কুদেব পণ্ডা, ছাড়লেন বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ
অন্যদিকে, দিন কয়েক আগেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ৷ রাজ্যে দলের সংগঠনের পুনর্বিন্যাসে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের তেমন সুযোগ দেওয়া হয়নি এই অভিযোগ তুলে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন মতুয়া সম্প্রদায়ের 5 বিজেপি বিধায়ক । তারপর একই পথে হাঁটেন শান্তনুও ৷ গত মঙ্গলবার শান্তনু ঠাকুরের বাড়িতে তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন চার বিক্ষুব্ধ বিধায়ক । বৈঠক শেষে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, এই সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের কয়েকটি সুনির্দিষ্ট দাবি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে । সেই দাবিগুলি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাখবেন শান্তনু ঠাকুর । সূত্রের খবর, এখনও পর্যন্ত মতুয়া বিধায়কদের সেই দাবি পূরণ হয়নি ।
এই পরিস্থিতিতে শান্তনুর সঙ্গে এদিন তিন বিজেপি নেতার বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷ যদিও এদিন বৈঠক শেষে সায়ন্তন বসু বলেছেন, যা বলার মন্ত্রী শান্তনু ঠাকুর বলবেন ৷