ETV Bharat / state

অশোকনগরে করোনা আক্রান্তদের দিকে সাহায্য়ের হাত ‘আস্থা’র

অশোকনগরে করোনা আক্রান্তদের বাড়িতে বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিতে উদ্যোগী হল আস্থা নামে এক সংগঠন ৷ যার সদস্যরা নিজেরাই রোগীকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন ৷

the members of Astha extended their hand to help the Corona Patient in Ashoknagar
অশোকনগরে করোনা আক্রান্তদের সাহায্য়ের হাত বাড়িয়ে দিল ‘আস্থা’র সদস্যরা
author img

By

Published : May 21, 2021, 5:43 PM IST

অশোকনগর (উত্তর 24 পরগনা), 21 মে : অক্সিজেন না পেয়ে বহু করোনা আক্রান্তের মৃত্যুর অভিযোগ সামনে এসেছে ৷ এই পরিস্থিতিতে অক্সিজেনের ঘাটতি মেটাতে রাজ্য সরকার কেন্দ্রের সাহায্যে হাসপাতালগুলিতে অক্সিজেন প্লান্ট বসাচ্ছে ৷ কিছু কিছু ক্ষেত্রে অক্সিজেন প্লান্ট বসানোর কাজ এখনও বাকি রয়েছে ৷ এই পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করল আশোকনগরের আস্থা নামে এক সংগঠন ৷ করোনা আক্রান্তদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন আস্থার সদস্যরা ৷

অশোকনগরে করোনা আক্রান্তদের সাহায্য়ের হাত বাড়িয়ে দিল ‘আস্থা’র সদস্যরা

আরও পড়ুন : মালদায় বিপন্ন সময় আরও একবার প্রকাশ করছে মনুষ্যত্বের সংজ্ঞা

সংগঠনের সদস্যরা জানিয়েছেন, তাঁরা একটি হেল্পলাইন নম্বর চালু করেছেন । সেখানে ফোন করে নিজেদের অসুবিধার কথা জানাতে পারবেন রোগীর পরিজনেরা । সেই মতো রোগীর সম্পর্কে খোঁজখবর নিয়ে, বাড়িতে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন তাঁরা । স্বাস্থ্যবিধি মেনে রোগীকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থাও করছেন আস্থার সদস্যরা । প্রয়োজনে বিনামূল্যে করোনা আক্রান্তের বাড়ি স্যানিটাইজ করে দিচ্ছেন তাঁরা ।

অশোকনগর (উত্তর 24 পরগনা), 21 মে : অক্সিজেন না পেয়ে বহু করোনা আক্রান্তের মৃত্যুর অভিযোগ সামনে এসেছে ৷ এই পরিস্থিতিতে অক্সিজেনের ঘাটতি মেটাতে রাজ্য সরকার কেন্দ্রের সাহায্যে হাসপাতালগুলিতে অক্সিজেন প্লান্ট বসাচ্ছে ৷ কিছু কিছু ক্ষেত্রে অক্সিজেন প্লান্ট বসানোর কাজ এখনও বাকি রয়েছে ৷ এই পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করল আশোকনগরের আস্থা নামে এক সংগঠন ৷ করোনা আক্রান্তদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন আস্থার সদস্যরা ৷

অশোকনগরে করোনা আক্রান্তদের সাহায্য়ের হাত বাড়িয়ে দিল ‘আস্থা’র সদস্যরা

আরও পড়ুন : মালদায় বিপন্ন সময় আরও একবার প্রকাশ করছে মনুষ্যত্বের সংজ্ঞা

সংগঠনের সদস্যরা জানিয়েছেন, তাঁরা একটি হেল্পলাইন নম্বর চালু করেছেন । সেখানে ফোন করে নিজেদের অসুবিধার কথা জানাতে পারবেন রোগীর পরিজনেরা । সেই মতো রোগীর সম্পর্কে খোঁজখবর নিয়ে, বাড়িতে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন তাঁরা । স্বাস্থ্যবিধি মেনে রোগীকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থাও করছেন আস্থার সদস্যরা । প্রয়োজনে বিনামূল্যে করোনা আক্রান্তের বাড়ি স্যানিটাইজ করে দিচ্ছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.