ETV Bharat / state

পথসভায় যোগদান করায় বিজেপি কর্মীর বাড়িতে আগুন, কাঠগড়ায় তৃণমূল - the home of bjp activist is caught fire

বনগাঁর এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন । অপরাধ, বিজেপির পথসভায় যোগ দেওয়া । অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিরুদ্ধে । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।

পথসভায় যোগদান করায় বিজেপি কর্মীর বাড়িতে আগুন, কাঠগড়ায় তৃণমূল
পথসভায় যোগদান করায় বিজেপি কর্মীর বাড়িতে আগুন, কাঠগড়ায় তৃণমূল
author img

By

Published : Dec 21, 2020, 10:29 PM IST

বনগাঁ, 21 ডিসেম্বর : বিজেপির পথসভায় যাওয়ার "অপরাধে" এক কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁ থানার কুন্দিপুর দাসপাড়া এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধেয় কলমবাগান এলাকায় বিজেপির একটি পথসভা ছিল । সেখানে গিয়েছিলেন বিজেপি সমর্থক বিজয় দাস । তাঁর অভিযোগ, বিজেপি করা ও পথসভায় যাওয়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে আগুন লাগিয়েছে । ওই সময় তিনি পাশের ঘরে ঘুমোচ্ছিলেন ৷ প্রতিবেশীদের চেঁচামেচিতে তাঁর ঘুম ভেঙে যায় ।

ঘুম থেকে উঠে তিনি দেখেন, তাঁর গোটা বাড়িতে আগুন ছড়িয়েছে । তাঁর মোটর বাইকটিও পুড়িয়ে দেওয়া হয়েছে । আজ সকালে বিজয় দাস বনগাঁ থানায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

এবিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ সভাপতি সুব্রত পাল বলেন, "বিজয় আমাদের দলের সক্রিয় কর্মী । চারদিকে বিজেপির উত্থান দেখে তৃণমূল নেতারা ভয় পেয়ে গিয়েছেন । তাই মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে ওরা আমাদের দলের কর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছেন ।"

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতারা । তৃণমূল নেতা নন্দলাল বসু বলেন, "খবর নিয়ে জেনেছি, পারিবারিক বিবাদের জেরে আগুন লাগার ঘটনাটি ঘটেছে । এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই । বিজেপি রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে । আমরাও প্রশাসনকে ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি ।"

বনগাঁ, 21 ডিসেম্বর : বিজেপির পথসভায় যাওয়ার "অপরাধে" এক কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁ থানার কুন্দিপুর দাসপাড়া এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধেয় কলমবাগান এলাকায় বিজেপির একটি পথসভা ছিল । সেখানে গিয়েছিলেন বিজেপি সমর্থক বিজয় দাস । তাঁর অভিযোগ, বিজেপি করা ও পথসভায় যাওয়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে আগুন লাগিয়েছে । ওই সময় তিনি পাশের ঘরে ঘুমোচ্ছিলেন ৷ প্রতিবেশীদের চেঁচামেচিতে তাঁর ঘুম ভেঙে যায় ।

ঘুম থেকে উঠে তিনি দেখেন, তাঁর গোটা বাড়িতে আগুন ছড়িয়েছে । তাঁর মোটর বাইকটিও পুড়িয়ে দেওয়া হয়েছে । আজ সকালে বিজয় দাস বনগাঁ থানায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

এবিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ সভাপতি সুব্রত পাল বলেন, "বিজয় আমাদের দলের সক্রিয় কর্মী । চারদিকে বিজেপির উত্থান দেখে তৃণমূল নেতারা ভয় পেয়ে গিয়েছেন । তাই মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে ওরা আমাদের দলের কর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছেন ।"

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতারা । তৃণমূল নেতা নন্দলাল বসু বলেন, "খবর নিয়ে জেনেছি, পারিবারিক বিবাদের জেরে আগুন লাগার ঘটনাটি ঘটেছে । এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই । বিজেপি রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে । আমরাও প্রশাসনকে ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.