দত্তপুকুর, 3 মার্চ : রাজীব দাস, সৌরভ চৌধুরীদের পর এবার এক মাধ্যমিক পরীক্ষার্থী । প্রতিবাদের মাশুল দিতে হল প্রাণ দিয়ে । নিহতের নাম যুগল দাস (15) । তাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ । ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার দত্তপুকুরে । ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে মূল অভিযুক্ত শম্ভু বাগ সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ।
2011 সালের 14 ফেব্রুয়ারি বারাসতে দিদি রিঙ্কুর সম্ভ্রম রুখতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব দাস । বাম আমলে সেই ঘটনা ঘিরে সেসময় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি । ওই ঘটনার প্রায় সাড়ে তিন বছর পর বামনগাছিতে মদের আসরের প্রতিবাদ করায় খুন হন বছর কুড়ির সৌরভ চৌধুরি । আর এবার প্রতিবেশীর অভব্য আচরণের প্রতিবাদ করে খুন হল মাধ্যমিক পরীক্ষার্থী যুগল ।
দত্তপুকুরের নিবাধই স্কুলপাড়ার ক্ষুদিরাম পল্লিতে বাড়ি যুগলের । তারই প্রতিবেশী শম্ভু বাগের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে সে এলাকায় অভব্য কাজকর্ম করত । তার যৌন লালসার শিকার হত এলাকার শিশুরা । এই নিয়ে আগে থেকেই ওই ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ ছিল এলাকার লোকজনের । মঙ্গলবার রাতেও সে এলাকায় একজনের সঙ্গে এই ধরনের অভব্য কাজকর্মে যুক্ত ছিল বলে অভিযোগ । ঘটনার কথা রটতেই প্রতিবেশীরা ওই ব্যক্তিকে আটকে প্রতিবাদ জানাতে থাকেন । প্রতিবাদীদের সঙ্গে ছিল ওই মাধ্যমিক পরীক্ষার্থী-ও । সে-ও প্রতিবাদ করে ঘটনার । অভিযোগ, তখনই শম্ভু ও তার দলবল চড়াও হয় প্রতিবাদীদের উপর । বাঁশ দিয়ে মারতে গেলে তা লাগে প্রতিবাদী যুগল দাসের মাথায় । কোনওরকমে বাড়ি ফিরে আসলে রাতেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । এরপর বারাসত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই মাধ্যমিক পরীক্ষার্থীর । ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায় ।
নিহতের বাবা বুধো দাস বলেন, "মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে পাশের পাড়ায় গিয়েছিল ছেলে । তখনই একজনের কাছ থেকে জানতে পারি সেখানকার লোকেরা মারধর করছে ছেলেকে । পরে শুনলাম প্রতিবাদ করায় মারধর করা হয়েছে । রাতে খাওয়াদাওয়া করে ঘুমোতে গেলে খিঁচুনি শুরু হয় ছেলের । তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় । কারা কী কারণে খুন করল তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিক পুলিশ।"
আরও পড়ুন : রাতের কলকাতায় স্কুলছাত্রীকে নিগ্রহ, ছিনতাই ! শ্রীঘরে 2
বুধবার সকালে মূল অভিযুক্ত শম্ভু বাগ সহ তার দলবলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার । অভিযোগ পেয়ে তদন্তে নেমে শম্ভু বাগ, সাধন দাস, অনিমা দাস সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । এই বিষয়ে দত্তপুকুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । বাকি অভিযুক্তরা এখনও ফেরার । তাদের খোঁজ পেতে তল্লাশি শুরু হয়েছে । ধৃত পাঁচজনকে আজ বারাসত আদালতে তোলা হয় ।