ETV Bharat / state

মুখ্যমন্ত্রী ও গুন্ডামি এখন সমার্থক, আক্রমণ তন্ময় ভট্টাচার্যর - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, "এই মুখ্যমন্ত্রী মানে খুন, ধর্ষণ, নারীদের উপর অত্যাচার, গণতন্ত্রের কন্ঠরোধ । এই মুখ্যমন্ত্রী মানে স্বৈরাচারী, দুর্নীতি ।"

তন্ময় ভাট্টাচার্য
তন্ময় ভাট্টাচার্য
author img

By

Published : Oct 7, 2020, 6:03 PM IST

বারাসত, 7 অক্টোবর : ফের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন CPI(M) বিধায়ক তন্ময় ভাট্টাচার্য ৷ BJP নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় তিনি আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন ৷ আজ তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ও গুন্ডামি এখন সমার্থক শব্দ । দুটো শব্দের মধ্যে কোনও পার্থক্য নেই । দুটো শব্দই একাকার হয়ে গেছে ।’’

মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি আরও বলেন, "এই মুখ্যমন্ত্রী মানে খুন, ধর্ষণ, নারীদের উপর অত্যাচার, গণতন্ত্রের কন্ঠরোধ । এই মুখ্যমন্ত্রী মানে স্বৈরাচারী, দুর্নীতি । মমতা বন্দোপাধ্যায় ভারতবর্ষের এমন একজন মুখ্যমন্ত্রী যিনি ভবানীপুর থানায় গিয়ে দুষ্কৃতী ছাড়িয়ে এনেছিলেন । তাঁর দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল পুলিশকে বোমা মারার কথা বললেও উনি কোনও প্রতিবাদ করেন না । বরং উৎসাহ দিয়ে বলেন,অনুব্রতর মাথায় অক্সিজেনের পরিমাণ কম । মুখ্যমন্ত্রী যেখানেই গিয়েছেন সেখানেই গন্ডগোল মাথাচাড়া দিয়েছে । মুখ্যমন্ত্রী হওয়ার দিন আমাদের দলের জোনাল সম্পাদক দ্বিজেন নন্দী খুন হয়েছিলেন গড়বেতায় । একদিন কাটতে না কাটতে বাঁকুড়ায় খুন হন দলের পার্টি সদস্য অজিত লোহার । তাই মুখ্যমন্ত্রী ও গুন্ডামি দুটো শব্দ এখন একাকার হয়ে গেছে ।’’ তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন,"লোকে এখন তৃণমূল কংগ্রেস বলে না । লুকিয়ে তারা বলেন টাকা মারার কমিটি ।’’

মুখ্যমন্ত্রীকে ফের কড়া ভাষায় আক্রমণ তন্ময় ভাট্টাচার্যের

রাজ্য ও রাজ্যপাল সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটা একেবারেই অনভিপ্রেত । গণতন্ত্রের পক্ষে শোভনীয় নয় । দু'জনেই সংবিধান লঙ্ঘন করছেন । রাজ্যপাল যেমন সাংবিধানিক প্রধান হিসেবে তাঁর দায়িত্ব ও কর্তব্য পালন করছেন না তেমনই রাজ্য সরকার রাজ্যপালের পরামর্শ মেনে কাজ করছেন না । রাজ্যপালের কথায় BJP নেতারা উৎসাহিত হতে পারেন, শাসকদলের গোঁসা হতে পারে । কিন্তু আমরা বলছি তৃণমূল ও BJP-র মধ্যে কোনও তফাত নেই । এরা দু'জনেই একই মুদ্রার এপিঠ ও ওপিঠ ।’’

এদিকে পৌরসভা কিংবা পঞ্চায়েতের দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে আন্দোলনে কোথাও দলের খামতি আছে ? এনিয়ে তিনি বলেন,"খামতি থাকলে তা অবশ্যই আলোচনা করা হবে । আন্দোলনে গতি আনার চেষ্টাও করা হবে । শুধু বারাসত পৌরসভা নয় রাজ্যের বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েতে দুর্নীতি রাজ চলছে । তৃণমূলের মধ্যেও অনেক ভালো লোক রয়েছে । কিন্তু দলের সিস্টেমের মধ্যে তাঁদেরকেও দুর্নীতিতে যুক্ত হতে হচ্ছে । ফলে দুর্নীতিতে এখন অভ্যস্ত হয়ে গেছেন শাসকদলের নেতারা ।’’

বারাসত, 7 অক্টোবর : ফের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন CPI(M) বিধায়ক তন্ময় ভাট্টাচার্য ৷ BJP নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় তিনি আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন ৷ আজ তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ও গুন্ডামি এখন সমার্থক শব্দ । দুটো শব্দের মধ্যে কোনও পার্থক্য নেই । দুটো শব্দই একাকার হয়ে গেছে ।’’

মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি আরও বলেন, "এই মুখ্যমন্ত্রী মানে খুন, ধর্ষণ, নারীদের উপর অত্যাচার, গণতন্ত্রের কন্ঠরোধ । এই মুখ্যমন্ত্রী মানে স্বৈরাচারী, দুর্নীতি । মমতা বন্দোপাধ্যায় ভারতবর্ষের এমন একজন মুখ্যমন্ত্রী যিনি ভবানীপুর থানায় গিয়ে দুষ্কৃতী ছাড়িয়ে এনেছিলেন । তাঁর দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল পুলিশকে বোমা মারার কথা বললেও উনি কোনও প্রতিবাদ করেন না । বরং উৎসাহ দিয়ে বলেন,অনুব্রতর মাথায় অক্সিজেনের পরিমাণ কম । মুখ্যমন্ত্রী যেখানেই গিয়েছেন সেখানেই গন্ডগোল মাথাচাড়া দিয়েছে । মুখ্যমন্ত্রী হওয়ার দিন আমাদের দলের জোনাল সম্পাদক দ্বিজেন নন্দী খুন হয়েছিলেন গড়বেতায় । একদিন কাটতে না কাটতে বাঁকুড়ায় খুন হন দলের পার্টি সদস্য অজিত লোহার । তাই মুখ্যমন্ত্রী ও গুন্ডামি দুটো শব্দ এখন একাকার হয়ে গেছে ।’’ তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন,"লোকে এখন তৃণমূল কংগ্রেস বলে না । লুকিয়ে তারা বলেন টাকা মারার কমিটি ।’’

মুখ্যমন্ত্রীকে ফের কড়া ভাষায় আক্রমণ তন্ময় ভাট্টাচার্যের

রাজ্য ও রাজ্যপাল সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটা একেবারেই অনভিপ্রেত । গণতন্ত্রের পক্ষে শোভনীয় নয় । দু'জনেই সংবিধান লঙ্ঘন করছেন । রাজ্যপাল যেমন সাংবিধানিক প্রধান হিসেবে তাঁর দায়িত্ব ও কর্তব্য পালন করছেন না তেমনই রাজ্য সরকার রাজ্যপালের পরামর্শ মেনে কাজ করছেন না । রাজ্যপালের কথায় BJP নেতারা উৎসাহিত হতে পারেন, শাসকদলের গোঁসা হতে পারে । কিন্তু আমরা বলছি তৃণমূল ও BJP-র মধ্যে কোনও তফাত নেই । এরা দু'জনেই একই মুদ্রার এপিঠ ও ওপিঠ ।’’

এদিকে পৌরসভা কিংবা পঞ্চায়েতের দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে আন্দোলনে কোথাও দলের খামতি আছে ? এনিয়ে তিনি বলেন,"খামতি থাকলে তা অবশ্যই আলোচনা করা হবে । আন্দোলনে গতি আনার চেষ্টাও করা হবে । শুধু বারাসত পৌরসভা নয় রাজ্যের বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েতে দুর্নীতি রাজ চলছে । তৃণমূলের মধ্যেও অনেক ভালো লোক রয়েছে । কিন্তু দলের সিস্টেমের মধ্যে তাঁদেরকেও দুর্নীতিতে যুক্ত হতে হচ্ছে । ফলে দুর্নীতিতে এখন অভ্যস্ত হয়ে গেছেন শাসকদলের নেতারা ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.