নৈহাটি, 2 জুলাই: রাজীবা সিনহা একজন মাতাল ৷ রাজ্য নির্বাচন কমিশনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পোষ্য ৷ নৈহাটিতে নির্বাচনী জনসভায় এই ভাষাতেই রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনারকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
গতকাল উত্তর 24 পরগনার নৈহাটি বিধানসভার মামুদপুর পঞ্চায়েতের সারগাছি হাটে একটি নির্বাচনী জনসভায় অংশ নেন শুভেন্দু অধিকারী । তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের নির্বাচন কমিশনারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পোষ্য ও মাতাল বলে আখ্যা দেন ।
রাজীবা সিনহাকে আক্রমণ করে তিনি বলেন, বিরোধীরা যখন কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছিল, রাজ্য নির্বাচন কমিশনার তা নিয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যান । সেখানে সুপ্রিম কোর্ট তাঁকে ভর্ৎসনা করে ৷ বিচারক বলেন, 'আপনি একজন নির্বাচন কমিশনার হিসেবে সুস্থ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার আপনার দায়িত্ব । তার জন্য কেন্দ্রীয় বাহিনী চাইছে বিরোধীরা, সেখানে আপনি কী করে তার বিরোধিতা করতে পারেন ।' সেই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট । তারপরেও তিনি একটা অর্ডার বের করেছেন বলে জানান শুভেন্দু । তাঁর কথায়, "অর্ডারে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী নাকা চেকিং করবে, এলাকায় কনফিডেন্স বিল্ডিং-এর কাজ করবে । বুথে থাকবে মমতার পুলিশ । আমরা শেষ দেখে ছাড়ব । আগামী সোমবার আবার আমরা এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হব ।"
শুভেন্দুর কথায়, 2013 সালের থেকেও এ বছর রাজ্যে বেশি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে । এই মুহূর্তে অমরনাথ যাত্রা, মণিপুরের সমস্যা, জি-টোয়েন্টি সম্মেলন এবং আরও বিভিন্ন কারণে বাহিনী নানা দিকে ব্যস্ত রয়েছে, তারপরও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চেষ্টা করছে কীভাবে বাহিনী যোগান দেওয়া যায় ।
আরও পড়ুন: রাজ্যপালের সফরকালে উত্তপ্ত গিতালদহ ! বিজেপি-তৃণমূল সংঘর্ষে জখম 6
এ দিন সরাসরি মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে এ দিন শুভেন্দু বলেন, "মমতা সবচেয়ে বড় সাম্প্রদায়িক । রামনবমীর মিছিল ঘিরে শিবপুরে ও হুগলিতে যে ঝামেলা হয়েছিল, তা কিন্তু কোনও সংখ্যালঘুভাই করেননি । করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা । কারণ সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সরে যাচ্ছে ।"
শুভেন্দুর কথায়, তাঁরা চোর মুক্ত পঞ্চায়েত গঠন করতে চান । নির্বাচনের দিন যদি বাইরে থেকে গুন্ডা ও বাইক বাহীনি আসে, তাহলে তাঁদের পুকুরে ফেলার নিদান দেন তিনি । অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলতে গিয়ে শুভেন্দু বলেন, শুধু নিজে নয় অভিষেকের স্ত্রীরও থাইল্যান্ডে অ্যাকাউন্ট । তাঁর শালির লন্ডনে অ্যাকাউন্ট, তাঁর বাবা-মা লিস্ট অ্যান্ড বাউন্ডস কোম্পানির ডিরেক্টর । শুভেন্দুর কটাক্ষ, "তিনি শুধু একা জেলে যাবেন না, সঙ্গে পুরো পরিবারটাই নিয়ে যাবেন । বিহারে গেলেন লালু প্রসাদের সঙ্গে দেখা করতে । লালু প্রসাদ গোখাদ্য কেলেঙ্কারি নিয়ে জেলে গিয়েছিলেন । আর তাঁর কাছে আশীর্বাদ নিছেন গরু চোর । পুরো পরিবারটাই জেলে যাবে অনুব্রত মণ্ডলের মতো ।"
এ দিন শুভেন্দু ফের প্রতিশ্রুতি দেন যে, তাঁরা যদি সরকারে আসেন, তাহলে 500 টাকা নয়, মাতৃমণ্ডলীকে 2000 টাকা করে মাসে দেবেন । পাশাপাশি মাথার ছাদ এবং 45 লক্ষ বেকারকে চাকরি দিয়ে রাজ্যে ফেরানো হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি ৷