বনগাঁ, 9 অক্টোবর : যুব মোর্চার নবান্ন অভিযানের জন্য বাস ভাড়া দেওয়ায় দুই বাস মালিককে বরখাস্ত করা হল। উত্তর 24 পরগনার বনগাঁর ঘটনা । আর এই ঘটনা নিয়ে তৃণমূল-BJP-র মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ।
গতকাল নবান্ন অভিযানে যোগ দিতে যাওয়ার জন্য বনগাঁ পৌর মণ্ডলের যুব মোর্চার তরফে দু'টি বাস ভাড়া করা হয় । ডিএন 44 রুটের দু'টি বাস ভাড়া করে তারা। ডিএন 44 রুটের মালিক সমিতির পক্ষ থেকে শুক্রবার ওই দু'টি বাসকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে। বাস মালিক সমিতির দাবি, ওই দু'টি বাসের নির্দিষ্ট সময়ে রুট থাকা সত্ত্বেও তাদের না জানিয়ে নিজের স্বার্থে ভাড়া দিয়েছেন। বাস মালিক সংগঠনের সম্পাদক তাপস দাস বলেন, ''2009 সালে যখন আমাদের এই সংগঠন করার সময় রেজ়ুলেশন করা হয়েছিল, বাইরে বাস ভাড়া দিতে হলে সংগঠন থেকে দেওয়া হবে। রাজনৈতিক দলকে ভাড়া দিতে হলেও একই নিয়ম। দু'টি বাস সেই নিয়ম অমান্য করলে সাংগঠনিক নিয়ম মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই নিয়ম মেনে অল্প কয়েকদিনের জন্য ওই দুটো বাসকে বসিয়ে দেওয়া হয়েছে । মহকুমাশাসক ও RTO বোর্ডের সদস্য গোপাল শেঠকে লিখিতভাবে আমাদের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।'' গোপালবাবু বলেন, ''আমি বাস মালিক সংগঠনের চিঠি পেয়েছি। সেই চিঠির বয়ান পড়ে মনে হয়েছে, বৃহস্পতিবার সকালে ওই বাস দু'টির টাইম শিডিউল ছিল। কিন্তু সেই নিয়ম অমান্য করে বাস দু'টি রাজনৈতিক দলকে ভাড়া দেওয়া হয়েছিল। বাস দুটো না থাকায় সকালের ব্যস্ত সময় বহু যাত্রী সমস্যায় পড়েন। সাংগঠনিক নিয়ম অনুযায়ী বাস মালিক সংগঠন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।''
যদিও BJP ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে বর্ণনা করেছে। দলের বারাসত সাংগঠনিক জেলা সহ সভাপতি দেবদাস মণ্ডল বলেন, "শাসক দল তৃণমূল বিরোধীদের উপরে কেমন অত্যাচার করছে তার উদাহরণ এই ঘটনা। নবান্ন অভিযান কর্মসূচির জন্য বনগাঁর একটি রুটের দুটো বাস ভাড়া করেছিলাম। সেই বাস দুটোকে বরখাস্ত করা হয়েছে।"
বাস মালিক নিত্য সাহা বলেন, "বৃহস্পতিবার পাড়ার ছেলেরা বাস ভাড়া চেয়েছিল বলে দিয়েছিলাম । সেই সময় আমার লাইন ছিল কি না জানা ছিল না। সংগঠনকে না জানিয়ে বাস ভাড়া দিয়েছি বলে আমার বাস সাসপেন্ড করা হয়েছে। না জানিয়ে গাড়ি দেওয়াটা আমার ভুল হয়েছে ।"