ব্যারাকপুর ও হাওড়া, 7 জানুয়ারি: "বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি! আর গোটা দেশে মোস্তি! আঁতাত কাদের সঙ্গে তা সকলেই জানে।" রবিবার ব্যারাকপুরে এভাবেই নাম না-করে সিপিএম নেতা মহম্মদ সেলিমকে পালটা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিনই সিপিএমের যুব সংগঠনের ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে তৃণমূল ও বিজেপিকে এক সারিতে রেখে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "2013 সালের পর অভিষেক বন্দোপাধ্যায়ের সিবিপি হয়েছে। এরপর 2014 সালে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসার পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের সম্পত্তি বেড়েছে। এথেকেই তৃণমূল-বিজেপি আঁতাত স্পষ্ট।"
এর জবাব দিতে গিয়ে এদিন পালটা সিপিএম নেতা মহম্মদ সেলিমকে খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত'র কথায়, "আঁতাত কাদের সঙ্গে তা তো বোঝাই যাচ্ছে। সিপিএম ব্রিগেড করছে। আর সেই ব্রিগেডের মঞ্চ থেকে রাজ্য সঙ্গীত গাইছেন সিপিএম নেতারা। দিল্লিতে গিয়ে কারা ফিস ফ্রাই খাচ্ছে? আমরা তো ফিস ফ্রাই খেতে যাচ্ছি না ৷ এখানে তৃণমূলের সঙ্গে সিপিএম কুস্তি করবে। দিল্লিতে গিয়ে আবার দোস্তি করবে। আর গোটা দেশে ফিস ফ্রাই খেয়ে মোস্তি করবে।"
রবিবার বিকেলে ব্যারাকপুরের দেবপুকুর এলাকায় সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে আসেন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী, দলের মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনী পাত্র-সহ আরও অনেকেই। 41তম অন্নকূট উৎসব উপলক্ষে এই মায়ের মন্দিরে পুজো দিতে আসেন বালুরঘাটের সাংসদ। পুজো দিয়ে বেরিয়ে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিপিএমের যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের কটাক্ষের জবাবও দিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
তিনি বলেন, "ওকে আগে জিজ্ঞাসা করুন, নিজের চাকরিটা কীভাবে পেয়েছে। তারপর বিধানসভার ভিতরে আমরা বিজেপি। বাইরে এলে মমতার কোলে দোল খাচ্ছি এসব যেন বলে ৷" এদিকে, "যারা নিজেরা ক্ষমতায় থেকে ইনসাফ করেনি, তারা এখন ইনসাফ যাত্রা করছে ৷" এই ভাষায় বামেদের ব্রিগেডকে কটাক্ষ করেছেন শিল্পমন্ত্রী শশী পাঁজা । রবিবার হাওড়ার শরৎ সদনে তৃণমূলের ফ্যামের একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, "আমরা বলছি যুবরা একটি ব্রিগেড করছেন, কিন্তু 2011 সালের আগে যে সরকার ছিল তারা রাহাজানি, খুন, ধর্ষণ, রাজনৈতিক হত্যা ও একাধিক শিল্প কারখানা বন্ধের জন্য দায়ী ৷ এগুলোর জন্য বামফ্রন্ট তথা বাম পরিবার কোনও অনুশোচনা প্রকাশ করেছেন? ক্ষমা চেয়েছেন মানুষের কাছে? আপনারা না-ইনসাফি করেছেন। প্রায়শ্চিত্ত করেছেন? তারপরে ইনসাফের কথা আসবে।"
আরও পড়ুন: