খড়দা, 12 সেপ্টেম্বর: দুর্নীতি প্রসঙ্গে মুখ খুলে দলের একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay mention party leaders while speaks on corruption issue) ৷ সোমবার তাঁর বিধানসভা কেন্দ্র খড়দার ঘোলা মহিষপোতায় দলীয় এক অনুষ্ঠানে যোগ দেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা ৷ সেখানে তিনি বলেন, "টিভি খোলা যাচ্ছে না এখন ৷ এমনকি আমাদের দলের যে সব লোকেরা অন্যায় করছেন, আমরা কারও দায়িত্ব নেব না ৷ অনেকে ধরা পড়েছে ৷"
বর্তমানে দুর্নীতি ও তার সঙ্গে শাসকদলের নেতাদের জড়িত থাকার অভিযোগকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ৷ এরমধ্যেও রাজনীতিবিদ হিসেবে শোভনদেবের ভাবমূর্তি উজ্জ্বল ৷ এই বয়সে এসে তিনি যে কালিমালিপ্ত হতে চান না, তাও স্পষ্ট করে জানিয়েছেন কৃষিমন্ত্রী (Sovandeb Chattopadhyay) ৷ বলেছেন, "আমি চাই না আমার গায়ে কেউ কালো দাগ ছিটিয়ে দিক ৷ এত বছর আছি, আমার অনেক বয়স হয়েছে মাথা উঁচু করে আছি ৷ আমাকে ব্যবহার করে কেউ নিজের সম্পদ বাড়াক এটাও আমি চাই না ৷ প্লিজ আমাদের খেয়াল রাখুন ৷ আমাদের ভোট দিলেন, আমার চালচলন, জীবনযাত্রা কেমন, আমি কি কাজ করছি, নাকি সম্পত্তি বাড়ানোর চেষ্টা করছি, খেয়াল রাখুন ৷ না-হলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে ৷ বাসের কন্ডাক্টর থেকে 50 বিঘা জমির মালিক হয়ে গেলাম আমি ৷ এটা হয় নাকি ! "
আরও পড়ুন: মাদকাসক্ত ছিল বাগুইআটির নিহত দুই ছাত্র, সৌগতর মন্তব্যে বিতর্ক
বিধায়ক হিসেবে তিনি কোনও উপহার গ্রহণ করবেন না বলেও জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay comments) ৷ তিনি বলেন, "পাঁচ বছর পর চলে যাব, কিছু কাজ করতে চাই ৷ সকলের সহযোগিতা চাই ৷ আর আমি আপনাদের কাছ থেকে এক নয়া পয়সা নিয়ে যাব না ৷ আমি বলেই দিয়েছি খড়দায় যতদিন আছি আমাকে কোনও উপহার দেওয়া যাবে না ৷ আমি কারও কোনও উপহার গ্রহণ করব না ৷ আর আমি কারও বাড়িতে খাব না "