ETV Bharat / state

কম দামে আলু কিনতে ভিড় বারাসতে, উধাও সামাজিক দূরত্ব

বারাসতে সরকারের পক্ষ থেকে কম দামে আলু বিক্রি করা হচ্ছিল ৷ সেই আলু কিনতে ভিড় উপচে পড়ল ৷ মানা হল না সামাজিক দূরত্ববিধি ।

ছবি
ছবি
author img

By

Published : Nov 22, 2020, 1:13 PM IST

বারাসত, 22 নভেম্বর : কোরোনা পরিস্থিতিতে বেড়েছে আলুর দাম ৷ সেই কারণে সরকারের তরফে একাধিক জায়গায় কম দামে আলু বিক্রি করা হচ্ছে ৷ 25 টাকা কেজি দরে সেই আলু কিনতে ভিড় উপচে পড়ল বারাসতে ৷ মানা হল না সামাজিক দূরত্ব । আর তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ও বর্তমানে ওয়ার্ড কো-অর্ডিনেটর সমীর তালুকদারের সামনেই স্বাস্থ্যবিধি মানা হল না ।

ভিড় সামাল দিতে উদ্যোগ নেওয়া তো দূরের কথা বরং প্রাক্তন কাউন্সিলরকে আলু বিতরণ করতেই ব্যস্ত থাকতে দেখা গিয়েছে বলে অভিযোগ । যা নিয়ে উঠেছে প্রশ্ন । তৃণমূলের ওয়ার্ড কো-অর্ডিনেটরের ভূমিকা নিয়ে সরব হয়েছে BJP-ও । তাদের বক্তব্য, ভোটের আগে ফাটকা রাজনীতি করতেই শাসকদলের প্রাক্তন জনপ্রতিনিধিকে রাস্তায় নামতে হয়েছে ৷ যদিও সেই অভিযোগ উড়িয়ে পালটা BJP-র বিরুদ্ধেই নোংরা রাজনীতি করার অভিযোগ এনেছেন সমীরবাবু ।

কোরোনা পরিস্থিতিতে আলু কিনতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়ছে সাধারণ মানুষ । খুচরো বাজারে জ্যোতি আলুর দাম এখনও 40 থেকে 42 টাকার মধ্যে ৷ সামর্থ্য না থাকলেও বাধ্য হয়েই তা কিনতে হচ্ছে । পুলিশ, টাস্ক ফোর্সের অভিযানেও আলুর দাম নিয়ন্ত্রণে আসছে না । কিছুটা কমলেও এখনও আলুর দাম ধরাছোঁয়ার বাইরে । এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকার একটি নির্ধারিত দামে আলু বিক্রি করতে শুরু করেছে কলকাতা ও শহরতলির বিভিন্ন বাজার ও এলাকায় । বারাসতের বেশ কয়েকটি ওয়ার্ডে সপ্তাহে দু'দিন অর্থাৎ বুধ ও শনিবার পৌরসভার 28, 30, 14 ও 17 নম্বর ওয়ার্ডে সরকারের কৃষিজ বিপণন বিভাগের তরফে 25 টাকা দরে আলু তুলে দেওয়া হচ্ছে ক্রেতাদের হাতে । শনিবার সকালে পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে সরকারি দরে আলু বিতরণ করতে দেখা যায় সেখানকার প্রাক্তন কাউন্সিলর সমীর তালুকদারকে । কিন্তু সেই আলু নিতে গিয়ে ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব এতটুকু বজায় ছিল না বলেই অভিযোগ । কার্যত ভিড় উপচে পড়েছিল সেখানে ।

সমীর তালুকদার বলেন,"আলুর দাম নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে । সেখানে কেন্দ্রীয় সরকার কোনও সদর্থক ভূমিকা গ্রহণ করছে না । আমাদের সরকার মানবিক । সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে । সেই কারণেই আমজনতাকে স্বস্তি দিতে কম দামে আলু তুলে দেওয়া হচ্ছে । এই ধরনের উদ্যোগ আগামী দিনেও চলবে ৷"

বারাসত, 22 নভেম্বর : কোরোনা পরিস্থিতিতে বেড়েছে আলুর দাম ৷ সেই কারণে সরকারের তরফে একাধিক জায়গায় কম দামে আলু বিক্রি করা হচ্ছে ৷ 25 টাকা কেজি দরে সেই আলু কিনতে ভিড় উপচে পড়ল বারাসতে ৷ মানা হল না সামাজিক দূরত্ব । আর তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ও বর্তমানে ওয়ার্ড কো-অর্ডিনেটর সমীর তালুকদারের সামনেই স্বাস্থ্যবিধি মানা হল না ।

ভিড় সামাল দিতে উদ্যোগ নেওয়া তো দূরের কথা বরং প্রাক্তন কাউন্সিলরকে আলু বিতরণ করতেই ব্যস্ত থাকতে দেখা গিয়েছে বলে অভিযোগ । যা নিয়ে উঠেছে প্রশ্ন । তৃণমূলের ওয়ার্ড কো-অর্ডিনেটরের ভূমিকা নিয়ে সরব হয়েছে BJP-ও । তাদের বক্তব্য, ভোটের আগে ফাটকা রাজনীতি করতেই শাসকদলের প্রাক্তন জনপ্রতিনিধিকে রাস্তায় নামতে হয়েছে ৷ যদিও সেই অভিযোগ উড়িয়ে পালটা BJP-র বিরুদ্ধেই নোংরা রাজনীতি করার অভিযোগ এনেছেন সমীরবাবু ।

কোরোনা পরিস্থিতিতে আলু কিনতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়ছে সাধারণ মানুষ । খুচরো বাজারে জ্যোতি আলুর দাম এখনও 40 থেকে 42 টাকার মধ্যে ৷ সামর্থ্য না থাকলেও বাধ্য হয়েই তা কিনতে হচ্ছে । পুলিশ, টাস্ক ফোর্সের অভিযানেও আলুর দাম নিয়ন্ত্রণে আসছে না । কিছুটা কমলেও এখনও আলুর দাম ধরাছোঁয়ার বাইরে । এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকার একটি নির্ধারিত দামে আলু বিক্রি করতে শুরু করেছে কলকাতা ও শহরতলির বিভিন্ন বাজার ও এলাকায় । বারাসতের বেশ কয়েকটি ওয়ার্ডে সপ্তাহে দু'দিন অর্থাৎ বুধ ও শনিবার পৌরসভার 28, 30, 14 ও 17 নম্বর ওয়ার্ডে সরকারের কৃষিজ বিপণন বিভাগের তরফে 25 টাকা দরে আলু তুলে দেওয়া হচ্ছে ক্রেতাদের হাতে । শনিবার সকালে পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে সরকারি দরে আলু বিতরণ করতে দেখা যায় সেখানকার প্রাক্তন কাউন্সিলর সমীর তালুকদারকে । কিন্তু সেই আলু নিতে গিয়ে ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব এতটুকু বজায় ছিল না বলেই অভিযোগ । কার্যত ভিড় উপচে পড়েছিল সেখানে ।

সমীর তালুকদার বলেন,"আলুর দাম নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে । সেখানে কেন্দ্রীয় সরকার কোনও সদর্থক ভূমিকা গ্রহণ করছে না । আমাদের সরকার মানবিক । সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে । সেই কারণেই আমজনতাকে স্বস্তি দিতে কম দামে আলু তুলে দেওয়া হচ্ছে । এই ধরনের উদ্যোগ আগামী দিনেও চলবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.