বনগাঁ, 1 মে : করোনার সংক্রমণ রুখতে আংশিক লকডাউন ঘোষণা করেছে রাজ্য ৷ অথচ প্রশাসনের সেই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নির্দিষ্ট সময়ের পরও খোলা রইল বাজার ৷ দেদার চলল বিকিকিনিও ৷ শনিবার এই ছবি ধরা পড়ল উত্তর 24 পরগনার বনগাঁর বিভিন্ন বাজারে ৷
যত দিন যাচ্ছে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ৷ সংক্রমণ রুখতে রাজ্য সরকারের পক্ষ থেকে শুক্রবারই আংশিক লকডাউনের ঘোষণা করা হয় ৷ নয়া নির্দেশিকা জারি করে বলা হয়, সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত এবং দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাজার খোলা রাখা যাবে ৷
কিন্তু সরকারের সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সকাল শনিবার বেলা এগারোটার পরও বনগাঁ শহরের বেশ কয়েকটি বাজার খোলা থাকতে দেখা যায় ৷ খোলা ছিল পোশাক ও ফুলের দোকানও ৷ কিন্তু এই অনিয়ম সত্ত্বেও আংশিক লকডাউন কার্যকর করতে বাজারে কোথাও চোখে পড়েনি পুলিশ ৷
আরও পড়ুন : আসানসোল বাজারে শিকেয় আংশিক লকডাউনের নির্দেশ
অন্যদিকে, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা ৷ তাঁদের বক্তব্য, ‘‘আমরা দিন আনি, দিন খাই ৷ করোনার সমস্ত বিধি-নিষেধ মেনে চলছি আমরা ৷ এমনিতেই বাজারে খদ্দের নেই ৷ তার উপর সকালে বাজার খুলতে খুলতেই সময় শেষ ৷ পরিবার নিয়ে খাব কী ? যাব কোথায় ?’’ এই পরিস্থিতিতে ব্য়বসায়ীরা দোকান ও বাজার খুলে রাখার সময়সীমা কিছুটা বাড়ানোর আবেদন করেছেন ৷