কলকাতা, 18 মে : আন্তর্জতিক সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস হল বিধাননগরে । ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় সল্টলেকের এজে ব্লক থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে (Saltlake Police Arrested 7 person in International Cyber Fraud Case) ।
পুলিশ সূত্রে খবর, সল্টলেকের এজে ব্লকের একটি বাড়িতে নেক্সাস নামের একটি ভুয়ো কল সেন্টার চালু করেছিল সানু মণ্ডল নামে কেষ্টপুরের এক বাসিন্দা । সল্টলেকের বিভিন্ন কল সেন্টার থেকে কাজ চলে যাওয়া কর্মীদের নিয়োগ করা হত সেখানে ৷ সেই কর্মীরা জার্মানি এবং অস্ট্রেলিয়ার নাগরিকদের টার্গেট করতেন ৷
বিদেশি নাগরিকদের ফোন করে মাইক্রোসফ্ট সংস্থার কর্মী পরিচয় দিত অভিযুক্তরা । এরপরই প্রযুক্তিগত সহায়তা, ওয়েবসাইট বিক্রি বা ইন্টারনেট স্পিডের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিত এবং তাদের থেকে এই কাজের বিনিময়ে অনলাইন মারফত বৈদেশিক মুদ্রা নিত । তার পর আর কাজ করত না বলে পুলিশ জানতে পেরেছে ৷
কিছুদিন আগেই এই প্রতারণা চক্রের হদিশ পায় বিধাননগর পুলিশ । এরপরই মঙ্গলবার সন্ধ্যায় সল্টলেকের এজে ব্লকের 17 নম্বর বাড়ির নিচের তলার অফিসে হানা দেয় সাইবার ক্রাইম থানার পুলিশ । সেখান থেকে মূল অভিযুক্ত সানু মণ্ডল-সহ সাতজনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । তাদের কাছ থেকে বেশকিছু নথিও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।
বুধবার তাদের বিধাননগর আদালতে তোলা হয় । পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে খবর । হেফাজতে ধৃতদের জেরা করে এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখতে চায় পুলিশ ৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতের নির্দেশ জানা যায়নি ৷
আরও পড়ুন : Businessman Missing : স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি গিয়ে 16 দিন ধরে নিখোঁজ পানিহাটির ব্যবসায়ী