ETV Bharat / state

Rudranil Slams Sourav: 'চোর তৃণমূলের থেকে নিশ্চয়ই কারখানা গড়ার নিশ্চয়তা পেয়েছেন সৌরভ', কটাক্ষ রুদ্রনীলের - রুদ্রনীল ঘোষ

Rudranil Ghosh Slams Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায় নিশ্চয়ই চোর তৃণমূলের কাছ থেকে কারখানা গড়ার নিশ্চয়তা পেয়েছেন ৷ এ ভাবেই বাংলার মহারাজের বিনিয়োগ ঘোষণাকে বিদ্রুপ করলেন রুদ্রনীল ঘোষ ৷

Rudranil Slams Sourav
সৌরভকে কটাক্ষ রুদ্রনীলের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 5:31 PM IST

মধ্যমগ্রাম, 17 সেপ্টেম্বর: চোর তৃণমূলের কাছ থেকে নিশ্চয়ই কারখানা গড়ার নিশ্চয়তা পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ! তা না হলে কোনও শিল্পপতিই বিনিয়োগ করতে আসবেন না পশ্চিমবঙ্গে । শালবনিতে ইস্পাত কারখানা গড়ার ঘোষণা করায় প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে এ ভাবেই বিদ্রুপ করলেন বিজেপির তারকা নেতা রুদ্রনীল ঘোষ ।

রবিবার উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের গঙ্গানগরে দলীয় এক কর্মসূচিতে যোগ দেন তিনি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এ দিন বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করা হয় সেখানে । কর্মসূচিতে যোগদানের ফাঁকে দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের এ রাজ্যে বিনিয়োগ নিয়ে মুখ খোলেন রুদ্রনীল ঘোষ ।

তিনি বলেন, "পশ্চিমবঙ্গে কোনও কারখানা করতে গেলে স্থানীয় তৃণমূল নেতা, কাউন্সিলর থেকে শুরু করে সাংসদ, বিধায়ক ও মন্ত্রীদের কাটমানি দিতে হয় । তাঁদের পরিচালিত সিন্ডিকেটের মাধ্যমে কারখানার ইমারতি দ্রব্য নিতে হবে । কাজ জানা না সত্বেও শুধুমাত্র তৃণমূলের মিছিলে হাঁটা শ্রমিকদের নিয়োগ করতে হবে কারখানাতে । পছন্দমতো মাইনে দিতে হবে । সেখানে কোন শিল্পপতি এই সমস্ত শর্ত মেনে বিনিয়োগ করতে আসবেন এ রাজ্যে ! যদি না তৃণমূলের সঙ্গে তাঁদের কোনও লেনদেন থাকে ! যাঁরা এমন কথা শুনবেন তাঁরা কখনওই বিনিয়োগ করার কথা ভাববেন না ৷"

এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের এ রাজ্যে বিনিয়োগ প্রসঙ্গে বলতে গিয়ে রীতিমতো তাঁকে বিদ্রুপ করতে দেখা যায় রুদ্রনীলকে । তাঁর কথায়, "মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়ে শালবনিতে ইস্পাত কারখানা গড়ার কথা কেন তিনি (সৌরভ গঙ্গোপাধ্যায়) ঘোষণা করলেন তা আমি বলতে পারব না । সেটা ওনার ব‍্যাপার । তবে, সেটা তিনি এ দেশে থেকেও ঘোষণা করতে পারতেন ।"

আরও পড়ুন: মাদ্রিদেও দাদাগিরি! বাংলা-লা লিগা মউ স্বাক্ষরের মঞ্চে মধ্যমণি মহারাজ

ভোটের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ঘোষণার মধ্যে রাজনীতি রয়েছে বলেও মনে করেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ । এই প্রসঙ্গে তিনি বলেন, "ভোটের আগে মুখ্যমন্ত্রী চাইছিলেন পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের সম্ভবনার কথা তুলে ধরতে । যেটা তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো বড় মাপের একজন আইকনকে দিয়ে করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন । এখানেই আমাদের প্রতিবাদ ৷"

এ দিকে, ক্রিকেটার হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করলেও 'শিল্পপতি' সৌরভকে কটাক্ষ করেছেন রুদ্রনীল ঘোষ । তাঁর মতে, "শিল্পপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় কখনওই পশ্চিমবঙ্গকে তুলে ধরেননি । হয়তো এখন তাঁর তুলে ধরার ইচ্ছা হয়েছে । সেটা পরের কথা । তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলে কারখানার শ্রমিক থেকে যাবতীয় সামগ্রী নিয়ে তিনি হয়তো নিশ্চয়তা আদায় করে ফেলেছেন । যাতে ভবিষ্যতে কোনও সমস্যা তৈরি না হয় । তবে, এ রাজ্যে যতদিন তৃণমূলের চোর সরকার ক্ষমতায় থাকবে ততদিন কোনও বিনিয়োগ আসবে না । এটা অজানা নয় শিল্পপতিদের ।তৃণমূল সরকার ক্ষমতাচ‍্যুত হলেই শুধু স্পেন কেন, পর্তুগাল, উত্তর মেরু থেকেও বিনিয়োগ আসবে এ রাজ্যে । তার যাবতীয় রসদ রয়েছে পশ্চিমবঙ্গে ৷"

উল্লেখ্য, রাজ্যে বিনিয়োগ টানতে স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তা নিয়ে কটাক্ষ করতে গিয়ে পশ্চিমবঙ্গে একের পর এক বিজনেস গ্লোবাল সামমিটের প্রসঙ্গও টেনে এনেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ । তাঁর কথায়, "বিজনেস সামমিট হলেও কাজের কাজ কিছুই হয়নি । বিনিয়োগের চেয়ে খাওয়া দাওয়া, ঘোরাফেরা এগুলিই বেশি হয়েছে । আমরাও চাই রাজ্যে বিনিয়োগ হোক । কিন্তু তার জন্য শিল্পবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা জরুরি ৷"

মধ্যমগ্রাম, 17 সেপ্টেম্বর: চোর তৃণমূলের কাছ থেকে নিশ্চয়ই কারখানা গড়ার নিশ্চয়তা পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ! তা না হলে কোনও শিল্পপতিই বিনিয়োগ করতে আসবেন না পশ্চিমবঙ্গে । শালবনিতে ইস্পাত কারখানা গড়ার ঘোষণা করায় প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে এ ভাবেই বিদ্রুপ করলেন বিজেপির তারকা নেতা রুদ্রনীল ঘোষ ।

রবিবার উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের গঙ্গানগরে দলীয় এক কর্মসূচিতে যোগ দেন তিনি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এ দিন বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করা হয় সেখানে । কর্মসূচিতে যোগদানের ফাঁকে দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের এ রাজ্যে বিনিয়োগ নিয়ে মুখ খোলেন রুদ্রনীল ঘোষ ।

তিনি বলেন, "পশ্চিমবঙ্গে কোনও কারখানা করতে গেলে স্থানীয় তৃণমূল নেতা, কাউন্সিলর থেকে শুরু করে সাংসদ, বিধায়ক ও মন্ত্রীদের কাটমানি দিতে হয় । তাঁদের পরিচালিত সিন্ডিকেটের মাধ্যমে কারখানার ইমারতি দ্রব্য নিতে হবে । কাজ জানা না সত্বেও শুধুমাত্র তৃণমূলের মিছিলে হাঁটা শ্রমিকদের নিয়োগ করতে হবে কারখানাতে । পছন্দমতো মাইনে দিতে হবে । সেখানে কোন শিল্পপতি এই সমস্ত শর্ত মেনে বিনিয়োগ করতে আসবেন এ রাজ্যে ! যদি না তৃণমূলের সঙ্গে তাঁদের কোনও লেনদেন থাকে ! যাঁরা এমন কথা শুনবেন তাঁরা কখনওই বিনিয়োগ করার কথা ভাববেন না ৷"

এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের এ রাজ্যে বিনিয়োগ প্রসঙ্গে বলতে গিয়ে রীতিমতো তাঁকে বিদ্রুপ করতে দেখা যায় রুদ্রনীলকে । তাঁর কথায়, "মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়ে শালবনিতে ইস্পাত কারখানা গড়ার কথা কেন তিনি (সৌরভ গঙ্গোপাধ্যায়) ঘোষণা করলেন তা আমি বলতে পারব না । সেটা ওনার ব‍্যাপার । তবে, সেটা তিনি এ দেশে থেকেও ঘোষণা করতে পারতেন ।"

আরও পড়ুন: মাদ্রিদেও দাদাগিরি! বাংলা-লা লিগা মউ স্বাক্ষরের মঞ্চে মধ্যমণি মহারাজ

ভোটের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ঘোষণার মধ্যে রাজনীতি রয়েছে বলেও মনে করেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ । এই প্রসঙ্গে তিনি বলেন, "ভোটের আগে মুখ্যমন্ত্রী চাইছিলেন পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের সম্ভবনার কথা তুলে ধরতে । যেটা তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো বড় মাপের একজন আইকনকে দিয়ে করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন । এখানেই আমাদের প্রতিবাদ ৷"

এ দিকে, ক্রিকেটার হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করলেও 'শিল্পপতি' সৌরভকে কটাক্ষ করেছেন রুদ্রনীল ঘোষ । তাঁর মতে, "শিল্পপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় কখনওই পশ্চিমবঙ্গকে তুলে ধরেননি । হয়তো এখন তাঁর তুলে ধরার ইচ্ছা হয়েছে । সেটা পরের কথা । তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলে কারখানার শ্রমিক থেকে যাবতীয় সামগ্রী নিয়ে তিনি হয়তো নিশ্চয়তা আদায় করে ফেলেছেন । যাতে ভবিষ্যতে কোনও সমস্যা তৈরি না হয় । তবে, এ রাজ্যে যতদিন তৃণমূলের চোর সরকার ক্ষমতায় থাকবে ততদিন কোনও বিনিয়োগ আসবে না । এটা অজানা নয় শিল্পপতিদের ।তৃণমূল সরকার ক্ষমতাচ‍্যুত হলেই শুধু স্পেন কেন, পর্তুগাল, উত্তর মেরু থেকেও বিনিয়োগ আসবে এ রাজ্যে । তার যাবতীয় রসদ রয়েছে পশ্চিমবঙ্গে ৷"

উল্লেখ্য, রাজ্যে বিনিয়োগ টানতে স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তা নিয়ে কটাক্ষ করতে গিয়ে পশ্চিমবঙ্গে একের পর এক বিজনেস গ্লোবাল সামমিটের প্রসঙ্গও টেনে এনেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ । তাঁর কথায়, "বিজনেস সামমিট হলেও কাজের কাজ কিছুই হয়নি । বিনিয়োগের চেয়ে খাওয়া দাওয়া, ঘোরাফেরা এগুলিই বেশি হয়েছে । আমরাও চাই রাজ্যে বিনিয়োগ হোক । কিন্তু তার জন্য শিল্পবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা জরুরি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.