বনগা,16 জানুয়ারি : এক মূক ও বধির যুবতিকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে । উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার ঘটনা ।
যুবতির পরিবারের বক্তব্য, ওই দিন সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না । সেই সময় প্রতিবেশী যুবক হাইদুল মণ্ডল তাঁর বাড়িতে ঢোকে । ওই যুবতির মুখ চেপে বাড়ির পাশের জঙ্গলে টেনে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ । এরপর নগ্ন অবস্থায় ওই যুবতি কাঁদতে কাঁদতে পাশের বাড়িতে যান । বাড়ির লোকেরা জিজ্ঞাসাবাদ করতে ইশারায় ঘটনাটি বোঝানোর চেষ্টা করেন।
বনগাঁ থানায় হাইদুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন যুবতির পরিবারের সদস্যরা । যুবতির বাবা বলেন, "আমার মেয়ে কথা বলতে পারে না। পাড়ার যুবক হাইদুল ওকে বাড়ি থেকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। নগ্ন অবস্থায় মেয়ে কাকার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযুক্ত হাইদুলের শাস্তি চাই।" একই দাবি করেন নিগৃহীতার ভাইও ।
বনগাঁ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। থানায় অভিযোগ দায়েরের পর থেকে হাইদুল পলাতক ।