ETV Bharat / state

উত্তর 24 পরগনায় রামযজ্ঞে শিকেয় সামাজিক বিধি

অযোধ্যায় রামমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠান ছিল গতকাল । উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় যজ্ঞের আয়োজন করা হয় । শিকেয় উঠেছিল সামাজিক দূরত্ব বিধি।

aa
বিধি
author img

By

Published : Aug 6, 2020, 12:45 PM IST

বারাসত, 6 অগাস্ট : অযোধ্যায় রামমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের দিনে উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় যজ্ঞের আয়োজন করা হয় । শুধু যজ্ঞ নয়, সামাজিক দূরত্ব বিধি শিকেয় তুলে জমায়েত, শোভাযাত্রা কিছুই বাদ যায়নি । জেলা সদর বারাসত থেকে বনগাঁ, বসিরহাট ও ব্যারাকপুরে ছিল একই ছবি । যদিও যজ্ঞের উদ্যোক্তাদের দাবি, "আবেগের অনুষ্ঠানে ভিড় এড়ানো যায়নি ।"

উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই একই সময়ে উত্তর 24 পরগনার বারাসত, বনগাঁ, বসিরহাট, ব্যারাকপুর ও হাবড়ায় উৎসাহী BJP কর্মীরা যজ্ঞ করেন । কী রকম ছিল রাম মন্দিরের আবেগ, তার সুলুকসন্ধান করতে ETV ভারত ঢুঁ মারে হাবড়ার শ্রীপুর এলাকার একটি যজ্ঞ অনুষ্ঠানে । উদ্যোক্তারা প্রথমে হাবড়ার চালবাজার এলাকায় অনুষ্ঠানের আয়োজন করেছিল । কিন্তু কোরোনা আবহে লকডাউনের কারণে পুলিশ সেখানে অনুষ্ঠান করতে দেয়নি । অবশেষে যুবমোর্চা নেতা সুদীপ্ত কুণ্ডুর বাড়িতে ওই অনুষ্ঠানের আয়োজন হয় । সেখানে গিয়ে দেখা যায়, যজ্ঞের জন্য প্যান্ডেল করা হয়েছে । রাস্তা থেকে যাতে ভিতরের ভিড় যাতে না-দেখা যায়, তার জন্য সামনের কিছুটা জায়গা ঘিরে দেওয়া হয়েছে । ভিতরে বেশ ভিড় ছিল । যজ্ঞ শুরু হতেই সেখানে পৌঁছান BJP-র বারাসত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শেখর চট্টোপাধ্যায় । তিনি অবশ্য সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে কর্মীদের অনেককে যজ্ঞস্থান থেকে বের করে দেন ।

অযোধ্যায় প্রধানমন্ত্রীর ভিত্তি প্রস্তর অনুষ্ঠানের সূচনার মুহূর্ত টেলিভিশনের মাধ্যমে সরাসরি দেখানোরও ব্যবস্থা হয় । শেখরবাবু বলেন, "ভারতবাসীর 500 বছরের দাবি পূরণ হয়েছে । অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে । আবেগের অনুষ্ঠানে আমরা ভিড় সামলাতে পারিনি । তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী ।" গতকাল একইভাবে হাবড়ার 11 নম্বর ওয়ার্ডের নগরথুবা শিমুলতলায়ও যজ্ঞ হয় । সেখানেও কয়েকশো লোকের জমায়েত হয় । যদিও ওই অনুষ্ঠানের উদ্যোক্তা দীপঙ্কর চক্রবর্তীও অবশ্য একই কথা বলেছেন । তিনিও বলেন, "আবেগের অনুষ্ঠানে আমরা ভিড় নিয়ন্ত্রণ করতে পারিনি । তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী ।"

শিকেয় সামাজিক বিধি, চলছে যজ্ঞ
বনগাঁ মহকুমার গাইঘাটা দোগাছিয়ায় এক BJP কর্মীর বাড়িতে যজ্ঞ অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ছড়ায় । পুলিশ ঘটনাস্থানে গেলে BJP কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় । গোবরডাঙার কুণ্ডুপুকুর মোড়ে BJP-র মণ্ডল সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও সামাজিক বিধি না মেনে যজ্ঞ করা হয়েছে । জেলা সদর বারাসতের চাঁপাডালি মোড়ের শতদল ক্লাবের সামনে লকডাউন উপেক্ষা করে BJP কর্মীরা শোভাযাত্রা বের করেন । পুলিশ সেখানে কয়েকজনকে আটক করে । বাজেয়াপ্ত করা হয় মাইক, জেনারেটর ও ট্যাবলো । ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং জগদ্দলের মেঘনা মোড়ের নিজের বাড়ির সামনে একটি শীতলা মন্দিরে পুজো দেন । সেখানেও ভিড় ছিল । বসিরহাটেও সামাজিক বিধি শিকেয় তুলে রাম যজ্ঞে ছিল BJP কর্মীদের 'আবেগের ভিড়'।

বারাসত, 6 অগাস্ট : অযোধ্যায় রামমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের দিনে উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় যজ্ঞের আয়োজন করা হয় । শুধু যজ্ঞ নয়, সামাজিক দূরত্ব বিধি শিকেয় তুলে জমায়েত, শোভাযাত্রা কিছুই বাদ যায়নি । জেলা সদর বারাসত থেকে বনগাঁ, বসিরহাট ও ব্যারাকপুরে ছিল একই ছবি । যদিও যজ্ঞের উদ্যোক্তাদের দাবি, "আবেগের অনুষ্ঠানে ভিড় এড়ানো যায়নি ।"

উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই একই সময়ে উত্তর 24 পরগনার বারাসত, বনগাঁ, বসিরহাট, ব্যারাকপুর ও হাবড়ায় উৎসাহী BJP কর্মীরা যজ্ঞ করেন । কী রকম ছিল রাম মন্দিরের আবেগ, তার সুলুকসন্ধান করতে ETV ভারত ঢুঁ মারে হাবড়ার শ্রীপুর এলাকার একটি যজ্ঞ অনুষ্ঠানে । উদ্যোক্তারা প্রথমে হাবড়ার চালবাজার এলাকায় অনুষ্ঠানের আয়োজন করেছিল । কিন্তু কোরোনা আবহে লকডাউনের কারণে পুলিশ সেখানে অনুষ্ঠান করতে দেয়নি । অবশেষে যুবমোর্চা নেতা সুদীপ্ত কুণ্ডুর বাড়িতে ওই অনুষ্ঠানের আয়োজন হয় । সেখানে গিয়ে দেখা যায়, যজ্ঞের জন্য প্যান্ডেল করা হয়েছে । রাস্তা থেকে যাতে ভিতরের ভিড় যাতে না-দেখা যায়, তার জন্য সামনের কিছুটা জায়গা ঘিরে দেওয়া হয়েছে । ভিতরে বেশ ভিড় ছিল । যজ্ঞ শুরু হতেই সেখানে পৌঁছান BJP-র বারাসত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শেখর চট্টোপাধ্যায় । তিনি অবশ্য সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে কর্মীদের অনেককে যজ্ঞস্থান থেকে বের করে দেন ।

অযোধ্যায় প্রধানমন্ত্রীর ভিত্তি প্রস্তর অনুষ্ঠানের সূচনার মুহূর্ত টেলিভিশনের মাধ্যমে সরাসরি দেখানোরও ব্যবস্থা হয় । শেখরবাবু বলেন, "ভারতবাসীর 500 বছরের দাবি পূরণ হয়েছে । অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে । আবেগের অনুষ্ঠানে আমরা ভিড় সামলাতে পারিনি । তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী ।" গতকাল একইভাবে হাবড়ার 11 নম্বর ওয়ার্ডের নগরথুবা শিমুলতলায়ও যজ্ঞ হয় । সেখানেও কয়েকশো লোকের জমায়েত হয় । যদিও ওই অনুষ্ঠানের উদ্যোক্তা দীপঙ্কর চক্রবর্তীও অবশ্য একই কথা বলেছেন । তিনিও বলেন, "আবেগের অনুষ্ঠানে আমরা ভিড় নিয়ন্ত্রণ করতে পারিনি । তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী ।"

শিকেয় সামাজিক বিধি, চলছে যজ্ঞ
বনগাঁ মহকুমার গাইঘাটা দোগাছিয়ায় এক BJP কর্মীর বাড়িতে যজ্ঞ অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ছড়ায় । পুলিশ ঘটনাস্থানে গেলে BJP কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় । গোবরডাঙার কুণ্ডুপুকুর মোড়ে BJP-র মণ্ডল সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও সামাজিক বিধি না মেনে যজ্ঞ করা হয়েছে । জেলা সদর বারাসতের চাঁপাডালি মোড়ের শতদল ক্লাবের সামনে লকডাউন উপেক্ষা করে BJP কর্মীরা শোভাযাত্রা বের করেন । পুলিশ সেখানে কয়েকজনকে আটক করে । বাজেয়াপ্ত করা হয় মাইক, জেনারেটর ও ট্যাবলো । ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং জগদ্দলের মেঘনা মোড়ের নিজের বাড়ির সামনে একটি শীতলা মন্দিরে পুজো দেন । সেখানেও ভিড় ছিল । বসিরহাটেও সামাজিক বিধি শিকেয় তুলে রাম যজ্ঞে ছিল BJP কর্মীদের 'আবেগের ভিড়'।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.