বারাসত, 11 ডিসেম্বর : ভোট পরবর্তী হিংসায় আহত হওয়ার পর গত 6 অগস্ট আরজি কর হাসপাতালে মৃত্যু হয় বারাসতের বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা মহম্মদ আলির (Post Poll Violence in Bengal) ৷ সেই মামলায় এবার খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করল সিবিআই ৷ শনিবার সিবিআইয়ের এক তদন্তকারী দল বারাসতে নিহত বিজেপি নেতা মহম্মদ আলির বাড়িতে যান ৷ সেখানে দীর্ঘক্ষণ নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা (CBI Enquiry on BJP Leader Death) ৷
ভোট পরবর্তী হিংসায় গত 25 জুন বারাসতের চন্দনপুরে নিজের বাড়িতেই দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হয়েছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা মহম্মদ আলি ৷ দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন ৷ গত 6 অগাস্ট কলকাতার আরজি কর হাসপাতালে মৃত্যু হয় ওই বিজেপি নেতার ৷ পরিবারের অভিযোগ, ‘‘ওইদিন রাতের খাবার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘরে ঢুকে মহম্মদ আলিকে বেধড়ক মারধর করে ৷’’
আরও পড়ুন : Post Poll Violence : নিহত বিজেপি কর্মীর ডিএনএ পরীক্ষার নির্দেশ কলকাতা হাইকোর্টের
হাসপাতাল সূত্রে খবর, মারধরে কারণে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে ওই বিজেপি নেতার ৷ ময়নাতদন্তের রিপোর্টেও তেমনটাই উল্লেখ করা হয়েছিল ৷ অভিযোগ, প্রথম থেকেই পরিবারের সদস্য়রা খুনের চেষ্টার অভিযোগ করলেও, পুলিশ গুরুত্ব দিতে চাননি ৷ শুধু হামলা ও মারধরের অভিযোগ রুজু করে তদন্ত শুরু করে পুলিশ ৷ এবার অবশেষে সিবিআই খুনের মামলা রুজু করিয়ে তদন্তভার নিজেদের হাতে নিয়েছে ৷ সিবিআই তদন্তভার নেওয়ায় খুশি মৃতের পরিবারের লোকজন ৷ এবার সুবিচারের আশা করছেন তাঁরা ৷