ETV Bharat / state

Post Poll Violence in Bengal: বারাসতের বিজেপি নেতার মৃত্যুতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু সিবিআইয়ের - CBI Enquiry on BJP Leader Death

বিজেপি নেতার মৃত্যুতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করল সিবিআই ৷ ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence in Bengal) বারাসতে বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতার মৃত্যুতে শনিবার তদন্ত করতে একটি দল মৃত ওই বিজেপি নেতার বাড়িতে যায় (CBI Enquiry on BJP Leader Death) ৷

Post Poll Violence in Bengal
Post Poll Violence in Bengal
author img

By

Published : Dec 11, 2021, 5:08 PM IST

বারাসত, 11 ডিসেম্বর : ভোট পরবর্তী হিংসায় আহত হওয়ার পর গত 6 অগস্ট আরজি কর হাসপাতালে মৃত্যু হয় বারাসতের বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা মহম্মদ আলির (Post Poll Violence in Bengal) ৷ সেই মামলায় এবার খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করল সিবিআই ৷ শনিবার সিবিআইয়ের এক তদন্তকারী দল বারাসতে নিহত বিজেপি নেতা মহম্মদ আলির বাড়িতে যান ৷ সেখানে দীর্ঘক্ষণ নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা (CBI Enquiry on BJP Leader Death) ৷

ভোট পরবর্তী হিংসায় গত 25 জুন বারাসতের চন্দনপুরে নিজের বাড়িতেই দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হয়েছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা মহম্মদ আলি ৷ দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন ৷ গত 6 অগাস্ট কলকাতার আরজি কর হাসপাতালে মৃত্যু হয় ওই বিজেপি নেতার ৷ পরিবারের অভিযোগ, ‘‘ওইদিন রাতের খাবার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘরে ঢুকে মহম্মদ আলিকে বেধড়ক মারধর করে ৷’’

আরও পড়ুন : Post Poll Violence : নিহত বিজেপি কর্মীর ডিএনএ পরীক্ষার নির্দেশ কলকাতা হাইকোর্টের

হাসপাতাল সূত্রে খবর, মারধরে কারণে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে ওই বিজেপি নেতার ৷ ময়নাতদন্তের রিপোর্টেও তেমনটাই উল্লেখ করা হয়েছিল ৷ অভিযোগ, প্রথম থেকেই পরিবারের সদস্য়রা খুনের চেষ্টার অভিযোগ করলেও, পুলিশ গুরুত্ব দিতে চাননি ৷ শুধু হামলা ও মারধরের অভিযোগ রুজু করে তদন্ত শুরু করে পুলিশ ৷ এবার অবশেষে সিবিআই খুনের মামলা রুজু করিয়ে তদন্তভার নিজেদের হাতে নিয়েছে ৷ সিবিআই তদন্তভার নেওয়ায় খুশি মৃতের পরিবারের লোকজন ৷ এবার সুবিচারের আশা করছেন তাঁরা ৷

বারাসত, 11 ডিসেম্বর : ভোট পরবর্তী হিংসায় আহত হওয়ার পর গত 6 অগস্ট আরজি কর হাসপাতালে মৃত্যু হয় বারাসতের বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা মহম্মদ আলির (Post Poll Violence in Bengal) ৷ সেই মামলায় এবার খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করল সিবিআই ৷ শনিবার সিবিআইয়ের এক তদন্তকারী দল বারাসতে নিহত বিজেপি নেতা মহম্মদ আলির বাড়িতে যান ৷ সেখানে দীর্ঘক্ষণ নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা (CBI Enquiry on BJP Leader Death) ৷

ভোট পরবর্তী হিংসায় গত 25 জুন বারাসতের চন্দনপুরে নিজের বাড়িতেই দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হয়েছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা মহম্মদ আলি ৷ দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন ৷ গত 6 অগাস্ট কলকাতার আরজি কর হাসপাতালে মৃত্যু হয় ওই বিজেপি নেতার ৷ পরিবারের অভিযোগ, ‘‘ওইদিন রাতের খাবার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘরে ঢুকে মহম্মদ আলিকে বেধড়ক মারধর করে ৷’’

আরও পড়ুন : Post Poll Violence : নিহত বিজেপি কর্মীর ডিএনএ পরীক্ষার নির্দেশ কলকাতা হাইকোর্টের

হাসপাতাল সূত্রে খবর, মারধরে কারণে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে ওই বিজেপি নেতার ৷ ময়নাতদন্তের রিপোর্টেও তেমনটাই উল্লেখ করা হয়েছিল ৷ অভিযোগ, প্রথম থেকেই পরিবারের সদস্য়রা খুনের চেষ্টার অভিযোগ করলেও, পুলিশ গুরুত্ব দিতে চাননি ৷ শুধু হামলা ও মারধরের অভিযোগ রুজু করে তদন্ত শুরু করে পুলিশ ৷ এবার অবশেষে সিবিআই খুনের মামলা রুজু করিয়ে তদন্তভার নিজেদের হাতে নিয়েছে ৷ সিবিআই তদন্তভার নেওয়ায় খুশি মৃতের পরিবারের লোকজন ৷ এবার সুবিচারের আশা করছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.