ETV Bharat / state

রাতের হাবরায় বেড়েছে পুলিশি অভিযান

author img

By

Published : Nov 17, 2019, 10:28 AM IST

Updated : Nov 17, 2019, 1:46 PM IST

খোদ BDO-র বাড়িতে ডাকাতি । আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী । তারপর থেকে তৎপর পুলিশ । রাতভর শহরজুড়ে চলছে অভিযান ।

নজরদারি চালাচ্ছে পুলিশ

হাবরা, 17 নভেম্বর : হাবরা ও সংলগ্ন এলাকায় ডাকাতির ঘটনা নতুন নয় । কিন্তু BDO-র বাড়িতে ডাকাতি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে হাবরাবাসী । তবে, এই ঘটনার পর পুলিশের নাকা চেকিং থেকে শুরু করে বিভিন্ন এলাকায় অভিযান চালানোর পদক্ষেপে খুশি এলাকাবাসী । তাদের এখন একটাই বক্তব্য, শুধু BDO-র বাড়িতে ডাকাতি হয়েছে বলে তৎপর হলে চলবে না । সারাবছরই এই তৎপরতা থাকতে হবে ।

8 নভেম্বর হাবরার 1 নম্বর BDO-র আবাসনের পিছন দিকের গ্রিলের দরজা ভেঙে ঘরের ভিতর ঢোকে কয়েকজন দুষ্কৃতী । ঘরে ঢুকে প্রথমেই BDO শুভ্র নন্দী ও তাঁর স্ত্রী পৌলমী বিশ্বাসের হাত, পা ও মুখ বেঁধে দেয় দুষ্কৃতীরা । তারপর দেড় ঘণ্টা ধরে চলে ডাকাতি । BDO-র বাড়িতে এই দুঃসাহসিক ডাকাতির কথা জানাজানি হতেই আতঙ্কে ভুগতে শুরু করে এলাকাবাসী । নিরাপত্তার অভাববোধ করে তারা ।

হাবরায় নজরদারি চালাচ্ছে পুলিশ । দেখুন ভিডিয়ো...

এই ঘটনার পরই নড়েচড়ে বসে প্রশাসন । তদন্তে নামে খোদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর । ঘটনার 36 ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের চার জনকে পুলিশ গ্রেপ্তার করে । এখনও অধরা দুষ্কৃতী দলের 10 জন । আর BDO-র বাড়িতে ডাকাতির পর হাবরাজুড়ে নজরদারি বাড়িয়েছে পুলিশ । সেই ছবি ধরা পড়ল ETV ভারতের ক্যামেরায় । BDO শুভ্র নন্দীর আবাসনের বাইরে বাড়ানো হয় পুলিশি প্রহরা । রাতে হাবরার বিভিন্ন জায়গায় মোট 16টি পুলিশ প্যাট্রোলিং দল ঘুরছে । রাস্তায় কোনও বাইক বা গাড়ি দেখলে চলছে তল্লাশি । দুষ্কৃতীরা যাতে কোনওরকম টের না পায় তার জন্য সিভিল ড্রেসেও পুলিশ রয়েছে ।

পুলিশের এই তৎপরতায় খুশি এলাকাবাসী । নিশ্চিন্তও বটে । তাদের বক্তব্য, হাবরাতে পুলিশের এই অভিযানের প্রয়োজন ছিল । তবে, পুলিশের এই তৎপরতা সারাবছরই থাকতে হবে ।

হাবরা, 17 নভেম্বর : হাবরা ও সংলগ্ন এলাকায় ডাকাতির ঘটনা নতুন নয় । কিন্তু BDO-র বাড়িতে ডাকাতি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে হাবরাবাসী । তবে, এই ঘটনার পর পুলিশের নাকা চেকিং থেকে শুরু করে বিভিন্ন এলাকায় অভিযান চালানোর পদক্ষেপে খুশি এলাকাবাসী । তাদের এখন একটাই বক্তব্য, শুধু BDO-র বাড়িতে ডাকাতি হয়েছে বলে তৎপর হলে চলবে না । সারাবছরই এই তৎপরতা থাকতে হবে ।

8 নভেম্বর হাবরার 1 নম্বর BDO-র আবাসনের পিছন দিকের গ্রিলের দরজা ভেঙে ঘরের ভিতর ঢোকে কয়েকজন দুষ্কৃতী । ঘরে ঢুকে প্রথমেই BDO শুভ্র নন্দী ও তাঁর স্ত্রী পৌলমী বিশ্বাসের হাত, পা ও মুখ বেঁধে দেয় দুষ্কৃতীরা । তারপর দেড় ঘণ্টা ধরে চলে ডাকাতি । BDO-র বাড়িতে এই দুঃসাহসিক ডাকাতির কথা জানাজানি হতেই আতঙ্কে ভুগতে শুরু করে এলাকাবাসী । নিরাপত্তার অভাববোধ করে তারা ।

হাবরায় নজরদারি চালাচ্ছে পুলিশ । দেখুন ভিডিয়ো...

এই ঘটনার পরই নড়েচড়ে বসে প্রশাসন । তদন্তে নামে খোদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর । ঘটনার 36 ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের চার জনকে পুলিশ গ্রেপ্তার করে । এখনও অধরা দুষ্কৃতী দলের 10 জন । আর BDO-র বাড়িতে ডাকাতির পর হাবরাজুড়ে নজরদারি বাড়িয়েছে পুলিশ । সেই ছবি ধরা পড়ল ETV ভারতের ক্যামেরায় । BDO শুভ্র নন্দীর আবাসনের বাইরে বাড়ানো হয় পুলিশি প্রহরা । রাতে হাবরার বিভিন্ন জায়গায় মোট 16টি পুলিশ প্যাট্রোলিং দল ঘুরছে । রাস্তায় কোনও বাইক বা গাড়ি দেখলে চলছে তল্লাশি । দুষ্কৃতীরা যাতে কোনওরকম টের না পায় তার জন্য সিভিল ড্রেসেও পুলিশ রয়েছে ।

পুলিশের এই তৎপরতায় খুশি এলাকাবাসী । নিশ্চিন্তও বটে । তাদের বক্তব্য, হাবরাতে পুলিশের এই অভিযানের প্রয়োজন ছিল । তবে, পুলিশের এই তৎপরতা সারাবছরই থাকতে হবে ।

Intro:বিডিওর বাড়িতে ডাকাতির পর তৎপরতা বাড়ল পুলিশের। গোটা হাবড়ায় রাতভর নজরদারি

হাবড়াঃ খোদ বিডিওর বাড়িতে ডাকাতি। তাও বিডিও ও তাঁর স্ত্রীকে বেঁধে রেখে। বেআব্রু হয়ে পড়েছিল হাবড়াবাসীর নিরাপত্তা। তারপরই নড়েচড়ে বসল পুলিশ। গোটা হাবড়াজুড়ে শুরু হয়েছে পুলিশের নজরদারি। রাতভর রাস্তার মোড়ে মোড়ে পুলিশ চেকিং। ব্লক প্রশাসনের সর্বোচ্চ কর্তার বাড়িতে ডাকাতির পর হাবড়ায় রাতের ছবিটা কেমন তারই সুলুকসন্ধান করল ইটিভি ভারত।

দিন কয়েক আগে হাবড়া-01 ব্লকের বিডিও শুভ্র নন্দীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। মই বেয়ে পাঁচিল টপকে দুষ্কৃতীরা বিডিওর আবাসনে ঢোকে। তারপর গ্রিলের দু'টি তালা ভেঙে দুষ্কৃতীরা ঘরের ভিতরে ঢোকে। তারপর বিডিও ও তাঁর স্ত্রী পৌলমী বিশ্বাস নন্দীর মাথায় অস্ত্র ধরে প্রায় দেড়ঘণ্টা ধরে লুঠপাট চালিয়ে দুষ্কৃতীরা নিরাপদে চম্পট দেয়। খোদ বিডিওর বাড়িতে ডাকাতির পর প্রশ্ন ওঠে হাবড়াবাসীর নিরাপত্তা নিয়ে। খোদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ঘটনার তদন্তে আসেন। ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের চার জনকে পুলিশ গ্রেপ্তার করে। এখনও অধরা দুষ্কৃতী দলের আরও ১০ জন। নজরদারি চলছে গোটা হাবড়া জুড়ে। শুক্রবার রাতে হাবড়ার বিভিন্ন এলাকায় ঘুরে আপাতত সেই ছবিটাই চোখে পড়ল। হাবড়ার প্রফুল্লনগরে বিডিওর আবাসন। সেই প্রফুল্লনগরে রাতভর সমস্ত অলিগলিতে পুলিশের পদচারণা। রাস্তায় কোনও বাইক বা গাড়ি দেখলে চলছে তল্লাশি। বিডিওর বাড়ির সামনে রয়েছে সশস্ত্র পুলিশের পাহারা।রয়েছে RAFও। একইভাবে বাণীপুর, হাটথুবা, কামারথুবা, হিজলপুকুরিয়া, শ্রীনগর-সহ শহর লাগোয়া সমস্ত এলাকায় ১৬টি পুলিশ পেট্রোলিং দল ঘুরছে। সঙ্গে রয়েছে সাদা পোশাকের পুলিশও। রাস্তায় সন্দেহভাজন ব্যক্তি বা গাড়ি দেখলেই চলছে জিজ্ঞাসাবাদ। চলছে তল্লাশি। পুলিশের এই উদ্যোগকে অবশ্য স্বাগতই জানিয়েছেন হাবড়ার বাসিন্দারা। তবে তাঁদের বক্তব্য বিডিওর বাড়়িতে ডাকাতি হয়েছে বলে করলে হবে না। পুলিশের এই নজরদারি চালাতে হবে বছরভর। Body:বিডিওর বাড়িতে ডাকাতির পর তৎপরতা বাড়ল পুলিশের। গোটা হাবড়ায় রাতভর নজরদারি

হাবড়াঃ খোদ বিডিওর বাড়িতে ডাকাতি। তাও বিডিও ও তাঁর স্ত্রীকে বেঁধে রেখে। বেআব্রু হয়ে পড়েছিল হাবড়াবাসীর নিরাপত্তা। তারপরই নড়েচড়ে বসল পুলিশ। গোটা হাবড়াজুড়ে শুরু হয়েছে পুলিশের নজরদারি। রাতভর রাস্তার মোড়ে মোড়ে পুলিশ চেকিং। ব্লক প্রশাসনের সর্বোচ্চ কর্তার বাড়িতে ডাকাতির পর হাবড়ায় রাতের ছবিটা কেমন তারই সুলুকসন্ধান করল ইটিভি ভারত।

দিন কয়েক আগে হাবড়া-01 ব্লকের বিডিও শুভ্র নন্দীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। মই বেয়ে পাঁচিল টপকে দুষ্কৃতীরা বিডিওর আবাসনে ঢোকে। তারপর গ্রিলের দু'টি তালা ভেঙে দুষ্কৃতীরা ঘরের ভিতরে ঢোকে। তারপর বিডিও ও তাঁর স্ত্রী পৌলমী বিশ্বাস নন্দীর মাথায় অস্ত্র ধরে প্রায় দেড়ঘণ্টা ধরে লুঠপাট চালিয়ে দুষ্কৃতীরা নিরাপদে চম্পট দেয়। খোদ বিডিওর বাড়িতে ডাকাতির পর প্রশ্ন ওঠে হাবড়াবাসীর নিরাপত্তা নিয়ে। খোদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ঘটনার তদন্তে আসেন। ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের চার জনকে পুলিশ গ্রেপ্তার করে। এখনও অধরা দুষ্কৃতী দলের আরও ১০ জন। নজরদারি চলছে গোটা হাবড়া জুড়ে। শুক্রবার রাতে হাবড়ার বিভিন্ন এলাকায় ঘুরে আপাতত সেই ছবিটাই চোখে পড়ল। হাবড়ার প্রফুল্লনগরে বিডিওর আবাসন। সেই প্রফুল্লনগরে রাতভর সমস্ত অলিগলিতে পুলিশের পদচারণা। রাস্তায় কোনও বাইক বা গাড়ি দেখলে চলছে তল্লাশি। বিডিওর বাড়ির সামনে রয়েছে সশস্ত্র পুলিশের পাহারা।রয়েছে RAFও। একইভাবে বাণীপুর, হাটথুবা, কামারথুবা, হিজলপুকুরিয়া, শ্রীনগর-সহ শহর লাগোয়া সমস্ত এলাকায় ১৬টি পুলিশ পেট্রোলিং দল ঘুরছে। সঙ্গে রয়েছে সাদা পোশাকের পুলিশও। রাস্তায় সন্দেহভাজন ব্যক্তি বা গাড়ি দেখলেই চলছে জিজ্ঞাসাবাদ। চলছে তল্লাশি। পুলিশের এই উদ্যোগকে অবশ্য স্বাগতই জানিয়েছেন হাবড়ার বাসিন্দারা। তবে তাঁদের বক্তব্য বিডিওর বাড়়িতে ডাকাতি হয়েছে বলে করলে হবে না। পুলিশের এই নজরদারি চালাতে হবে বছরভর। Conclusion:বিডিওর বাড়িতে ডাকাতির পর তৎপরতা বাড়ল পুলিশের। গোটা হাবড়ায় রাতভর নজরদারি

হাবড়াঃ খোদ বিডিওর বাড়িতে ডাকাতি। তাও বিডিও ও তাঁর স্ত্রীকে বেঁধে রেখে। বেআব্রু হয়ে পড়েছিল হাবড়াবাসীর নিরাপত্তা। তারপরই নড়েচড়ে বসল পুলিশ। গোটা হাবড়াজুড়ে শুরু হয়েছে পুলিশের নজরদারি। রাতভর রাস্তার মোড়ে মোড়ে পুলিশ চেকিং। ব্লক প্রশাসনের সর্বোচ্চ কর্তার বাড়িতে ডাকাতির পর হাবড়ায় রাতের ছবিটা কেমন তারই সুলুকসন্ধান করল ইটিভি ভারত।

দিন কয়েক আগে হাবড়া-01 ব্লকের বিডিও শুভ্র নন্দীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। মই বেয়ে পাঁচিল টপকে দুষ্কৃতীরা বিডিওর আবাসনে ঢোকে। তারপর গ্রিলের দু'টি তালা ভেঙে দুষ্কৃতীরা ঘরের ভিতরে ঢোকে। তারপর বিডিও ও তাঁর স্ত্রী পৌলমী বিশ্বাস নন্দীর মাথায় অস্ত্র ধরে প্রায় দেড়ঘণ্টা ধরে লুঠপাট চালিয়ে দুষ্কৃতীরা নিরাপদে চম্পট দেয়। খোদ বিডিওর বাড়িতে ডাকাতির পর প্রশ্ন ওঠে হাবড়াবাসীর নিরাপত্তা নিয়ে। খোদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ঘটনার তদন্তে আসেন। ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের চার জনকে পুলিশ গ্রেপ্তার করে। এখনও অধরা দুষ্কৃতী দলের আরও ১০ জন। নজরদারি চলছে গোটা হাবড়া জুড়ে। শুক্রবার রাতে হাবড়ার বিভিন্ন এলাকায় ঘুরে আপাতত সেই ছবিটাই চোখে পড়ল। হাবড়ার প্রফুল্লনগরে বিডিওর আবাসন। সেই প্রফুল্লনগরে রাতভর সমস্ত অলিগলিতে পুলিশের পদচারণা। রাস্তায় কোনও বাইক বা গাড়ি দেখলে চলছে তল্লাশি। বিডিওর বাড়ির সামনে রয়েছে সশস্ত্র পুলিশের পাহারা।রয়েছে RAFও। একইভাবে বাণীপুর, হাটথুবা, কামারথুবা, হিজলপুকুরিয়া, শ্রীনগর-সহ শহর লাগোয়া সমস্ত এলাকায় ১৬টি পুলিশ পেট্রোলিং দল ঘুরছে। সঙ্গে রয়েছে সাদা পোশাকের পুলিশও। রাস্তায় সন্দেহভাজন ব্যক্তি বা গাড়ি দেখলেই চলছে জিজ্ঞাসাবাদ। চলছে তল্লাশি। পুলিশের এই উদ্যোগকে অবশ্য স্বাগতই জানিয়েছেন হাবড়ার বাসিন্দারা। তবে তাঁদের বক্তব্য বিডিওর বাড়়িতে ডাকাতি হয়েছে বলে করলে হবে না। পুলিশের এই নজরদারি চালাতে হবে বছরভর।
Last Updated : Nov 17, 2019, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.