ETV Bharat / state

ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার 7 সশস্ত্র দুষ্কৃতী - বাদুড়িয়া

বুধবার ভোররাতে একটি চারচাকা গাড়ি নিয়ে 7 সশস্ত্র দুষ্কৃতী বাদুড়িয়ার ইছামতী নদী সংলগ্ন তারাগুনিয়া গ্রামে জড়ো হয়েছিল। রাতে ওসি অনিল সাউ ফোর্স নিয়ে গাড়িতে ওই এলাকায় টহলদারি চালাচ্ছিলেন । ফাঁকা মাঠে 7 জনকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয় ।

police_arrest_7_robbers_in_north_24_pargana_when_they_meet_for_a_robbery
ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার 7 সশস্ত্র দুষ্কৃতী
author img

By

Published : Nov 4, 2020, 7:42 PM IST

বাদুড়িয়া, 4 নভেম্বর : বড়সড় ডাকাতির ছক রুখে দিল পুলিশ ৷ ডাকাতি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও হল 7 সশস্ত্র দুষ্কৃতী । বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার তারাগুনিয়া গ্রামে । পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ডাকাতির জন্য় ব্য়বহার হওয়া বেশ কিছু অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার হয়েছে । আটক করা হয়েছে ডাকাতদের ব্যবহার করা একটি চারচাকা গাড়ি ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে একটি চারচাকা গাড়ি নিয়ে 7 সশস্ত্র দুষ্কৃতী বাদুড়িয়ার ইছামতী নদী সংলগ্ন তারাগুনিয়া গ্রামে জড়ো হয়েছিল। রাতে ওসি অনিল সাউ ফোর্স নিয়ে গাড়িতে ওই এলাকায় টহলদারি চালাচ্ছিলেন । ফাঁকা মাঠে 7 জনকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয় । রাস্তার পাশেই দাঁড়িয়েছিল চারচাকা গাড়িটি । পুলিশ জিজ্ঞাসা করতেই ওই 7 জন অসংলগ্ন উত্তর দিতে শুরু করে । পুলিশ তখন তাদের তল্লাশি শুরু করে । পুলিশি তল্লাশিতে ওই গাড়ি থেকে ভোজালি, লোহার রড, গ্যাস কাটার, স্ক্রু ড্রাইভার সহ বেশকিছু অস্ত্র ও যন্ত্রপাতি উদ্ধার হয় । তারপরই পুলিশ ওই 7 জনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ওই দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্যে ফাঁকা মাঠে জড়ো হয়েছিল । ধৃত দুষ্কৃতীদের বাড়ি বসিরহাট, বাদুড়িয়া ও স্বরূপনগর এলাকায়। ধৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সমাজবিরোধী কাজকর্ম ও খুনের একাধিক অভিযোগ রয়েছে । ধৃতদের এ দিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 7 দিন পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

বাদুড়িয়া, 4 নভেম্বর : বড়সড় ডাকাতির ছক রুখে দিল পুলিশ ৷ ডাকাতি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও হল 7 সশস্ত্র দুষ্কৃতী । বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার তারাগুনিয়া গ্রামে । পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ডাকাতির জন্য় ব্য়বহার হওয়া বেশ কিছু অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার হয়েছে । আটক করা হয়েছে ডাকাতদের ব্যবহার করা একটি চারচাকা গাড়ি ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে একটি চারচাকা গাড়ি নিয়ে 7 সশস্ত্র দুষ্কৃতী বাদুড়িয়ার ইছামতী নদী সংলগ্ন তারাগুনিয়া গ্রামে জড়ো হয়েছিল। রাতে ওসি অনিল সাউ ফোর্স নিয়ে গাড়িতে ওই এলাকায় টহলদারি চালাচ্ছিলেন । ফাঁকা মাঠে 7 জনকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয় । রাস্তার পাশেই দাঁড়িয়েছিল চারচাকা গাড়িটি । পুলিশ জিজ্ঞাসা করতেই ওই 7 জন অসংলগ্ন উত্তর দিতে শুরু করে । পুলিশ তখন তাদের তল্লাশি শুরু করে । পুলিশি তল্লাশিতে ওই গাড়ি থেকে ভোজালি, লোহার রড, গ্যাস কাটার, স্ক্রু ড্রাইভার সহ বেশকিছু অস্ত্র ও যন্ত্রপাতি উদ্ধার হয় । তারপরই পুলিশ ওই 7 জনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ওই দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্যে ফাঁকা মাঠে জড়ো হয়েছিল । ধৃত দুষ্কৃতীদের বাড়ি বসিরহাট, বাদুড়িয়া ও স্বরূপনগর এলাকায়। ধৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সমাজবিরোধী কাজকর্ম ও খুনের একাধিক অভিযোগ রয়েছে । ধৃতদের এ দিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 7 দিন পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.