ETV Bharat / state

দোকান, বাজার বন্ধ করাতে বসিরহাটের রাস্তায় এসডিপিও - কোভিড-19

করোনা সক্রমণের গ্রাফ নিম্নমুখী করতে কড়া বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার ৷ জরুরি পরিষেবা ছাড়া প্রায় সবকিছুই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বাজার, দোকানপাট খোলার নিয়মেও এসেছে পরিবর্তন ৷ এরপরও নিয়ম মানছেন না বসিরহাটের বহু বাজারের ব্য়বসায়ীরা ৷ নির্দিষ্ট সময়ের পরও খোলা থাকা দোকান, বাজার বন্ধ করাতে সোমবার মাঠে নামেন বসিরহাটের এসডিপিও ৷

wb_n24_02_lockdown break_arreast five person on bashirhat_vis_byte_raju_10009
দোকান, বাজার বন্ধ করাতে বসিরহাটের রাস্তায় এসডিপিও
author img

By

Published : May 17, 2021, 6:28 PM IST

বসিরহাট, 17 মে : করোনা আবহে রাজ্য়জুড়ে জারি হওয়া কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনেও পাল্টাল না উত্তর 24 পরগনার বসিরহাটের ছবিটা ৷ সরকারি নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সকাল 10টার পরও দিব্যি খোলা রইল বাজার, দোকানপাট ৷ পসরা সাজিয়ে চলল বিকিকিনিও ৷ খবর পেয়ে রাস্তায় নামলেন বসিরহাটের এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র ৷ তাঁর নেতৃত্বে অভিযানে নামল পুলিশ বাহিনী ৷ নির্দিষ্ট সময়ের পরও খোলা থাকা এলাকার তিনটি বাজার এবং খুলে রাখা দোকানপাট বন্ধ করতে রীতিমতো ধমক দিলেন এসডিপিও ৷

করোনা সক্রমণের গ্রাফ নিম্নমুখী করতে কড়া বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার ৷ জরুরি পরিষেবা ছাড়া প্রায় সবকিছুই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বাজার, দোকানপাট খোলার নিয়মেও এসেছে পরিবর্তন ৷ রবিবার থেকে প্রতিদিন শুধুমাত্র সকালে তিন ঘণ্টার জন্য বাজার, দোকানপাট খোলা রাখা যাবে ৷ গোটা রাজ্যে এই নিয়ম বলবৎ থাকবে টানা 15 দিনের জন্য ৷ যাকে কার্যত লকডাউন হিসেবেই দেখছে সব মহল ৷

সরকারি নিয়মবিধি মেনে চলার জন্য ইতিমধ্যেই মাইকিং করে বিভিন্ন জায়গায় প্রচার চালানো হয়েছে পুলিশ ও প্রশাসনের তরফে ৷ কিন্তু তারপরও অনেক জায়গায় সরকারি নিয়ম অমান্য করে বাজার, দোকানপাট খোলা রাখার অভিযোগ উঠেছিল ৷ ব্যতিক্রম ছিল না উত্তর 24 পরগনার বসিরহাটও ৷ সেই খবর কানে আসতেই আইসি সুরন্দর সিংকে সঙ্গে নিয়ে রাস্তায় নামেন বসিরহাটের এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র ৷ সঙ্গে ছিল বিশাল পুলিশবাহিনীও ৷ দুই পুলিশ কর্তা ধমক দিয়ে বন্ধ করে দেন বসিরহাটের তিনটি বাজার এবং দোকানপাট ৷ সতর্ক করা হয় ব্যবসায়ীদেরও ৷

এই বিষয়ে বসিরহাটের এসডিপিও বলেন, ‘‘ব্যবসায়ীদের একাংশের মধ্যে এখনও সচেতনতা আসেনি ৷ সেই কারণে অনেকেই সরকারি নিয়ম ঠিকঠাকভাবে মানছেন না ৷ আমরা তাঁদের সতর্ক করেছি ৷ সরকারি গাইডলাইন যথাযথ মানতেই হবে ৷ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷ এদিন নিয়মভঙ্গের অভিযোগে আমরা পাঁচজনকে গ্রেফতার করেছি ৷ ’’

আরও পড়ুন : ডোমজুড়ের বেগড়ি বাজারে পুলিশি অভিযান , আটক 2

প্রসঙ্গত, সংক্রমণের নিরিখে ইতিমধ্যেই কলকাতাকে পিছনে ফেলে দিয়েছে উত্তর 24 পরগনা জেলা ৷ সংক্রমণের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে শীর্ষে রয়েছে কলকাতা লাগোয়া এই জেলা ৷ জেলায় দৈনিক সংক্রমণের হার 46.7 শতাংশ ৷

বসিরহাট, 17 মে : করোনা আবহে রাজ্য়জুড়ে জারি হওয়া কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনেও পাল্টাল না উত্তর 24 পরগনার বসিরহাটের ছবিটা ৷ সরকারি নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সকাল 10টার পরও দিব্যি খোলা রইল বাজার, দোকানপাট ৷ পসরা সাজিয়ে চলল বিকিকিনিও ৷ খবর পেয়ে রাস্তায় নামলেন বসিরহাটের এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র ৷ তাঁর নেতৃত্বে অভিযানে নামল পুলিশ বাহিনী ৷ নির্দিষ্ট সময়ের পরও খোলা থাকা এলাকার তিনটি বাজার এবং খুলে রাখা দোকানপাট বন্ধ করতে রীতিমতো ধমক দিলেন এসডিপিও ৷

করোনা সক্রমণের গ্রাফ নিম্নমুখী করতে কড়া বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার ৷ জরুরি পরিষেবা ছাড়া প্রায় সবকিছুই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বাজার, দোকানপাট খোলার নিয়মেও এসেছে পরিবর্তন ৷ রবিবার থেকে প্রতিদিন শুধুমাত্র সকালে তিন ঘণ্টার জন্য বাজার, দোকানপাট খোলা রাখা যাবে ৷ গোটা রাজ্যে এই নিয়ম বলবৎ থাকবে টানা 15 দিনের জন্য ৷ যাকে কার্যত লকডাউন হিসেবেই দেখছে সব মহল ৷

সরকারি নিয়মবিধি মেনে চলার জন্য ইতিমধ্যেই মাইকিং করে বিভিন্ন জায়গায় প্রচার চালানো হয়েছে পুলিশ ও প্রশাসনের তরফে ৷ কিন্তু তারপরও অনেক জায়গায় সরকারি নিয়ম অমান্য করে বাজার, দোকানপাট খোলা রাখার অভিযোগ উঠেছিল ৷ ব্যতিক্রম ছিল না উত্তর 24 পরগনার বসিরহাটও ৷ সেই খবর কানে আসতেই আইসি সুরন্দর সিংকে সঙ্গে নিয়ে রাস্তায় নামেন বসিরহাটের এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র ৷ সঙ্গে ছিল বিশাল পুলিশবাহিনীও ৷ দুই পুলিশ কর্তা ধমক দিয়ে বন্ধ করে দেন বসিরহাটের তিনটি বাজার এবং দোকানপাট ৷ সতর্ক করা হয় ব্যবসায়ীদেরও ৷

এই বিষয়ে বসিরহাটের এসডিপিও বলেন, ‘‘ব্যবসায়ীদের একাংশের মধ্যে এখনও সচেতনতা আসেনি ৷ সেই কারণে অনেকেই সরকারি নিয়ম ঠিকঠাকভাবে মানছেন না ৷ আমরা তাঁদের সতর্ক করেছি ৷ সরকারি গাইডলাইন যথাযথ মানতেই হবে ৷ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷ এদিন নিয়মভঙ্গের অভিযোগে আমরা পাঁচজনকে গ্রেফতার করেছি ৷ ’’

আরও পড়ুন : ডোমজুড়ের বেগড়ি বাজারে পুলিশি অভিযান , আটক 2

প্রসঙ্গত, সংক্রমণের নিরিখে ইতিমধ্যেই কলকাতাকে পিছনে ফেলে দিয়েছে উত্তর 24 পরগনা জেলা ৷ সংক্রমণের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে শীর্ষে রয়েছে কলকাতা লাগোয়া এই জেলা ৷ জেলায় দৈনিক সংক্রমণের হার 46.7 শতাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.