হাবড়া , 7 সেপ্টেম্বর : হাবড়ায় ডেঙ্গুতে মৃত্যু হল আরও এক ছাত্রীর । তাঁর নাম মালা বিশ্বাস (14) । হাটথুবা এলাকায় তার বাড়ি । স্থানীয় কামারথুবা নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ক্লাস এইটের ছাত্রী ছিল মালা ।
স্থানীয় সূত্রে খবর, কামারথুবা এলাকার বাসিন্দা হলেও সম্প্রতি মালার পরিবার হাবড়ার এক নম্বর ওয়ার্ডের হাটথুবা এলাকায় ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল । মঙ্গলবার থেকে জ্বরে ভুগছিল সে । ওই দিন সন্ধেবেলা তাঁকে নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনেরাল হাসপাতালে । পরদিন রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে তার । বৃহস্পতিবার রাতে তাকে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । গতকাল গভীর রাতে সেখানে মৃত্যু হয় তাঁর ।
এই সংক্রান্ত খবর পড়ুন :হাবড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত যুবতি
উল্লেখ্য , গত অগাস্টে ডেঙ্গুতে হাবড়া শ্রীচৈতন্য কলেজের ইংরেজি অনার্সের ছাত্রী অঙ্কিতা সিকদারের মৃত্যু হয়েছিল । মাস ঘুরতে না ঘুরতেই আরও এক ছাত্রীর মৃত্যু হল ৷
![photo](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4370408_wb_denguee.jpg)
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভা যদি ডেঙ্গু মোকাবিলায় আগে থেকে তৎপর হত তাহলে বাসিন্দাদের এত সমস্যায় পড়তে হত না । অঙ্কিতার প্রতিবেশী সুরজিৎ নাথ বলেন, " পৌরসভা থেকে ডেঙ্গু রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিকই কিন্তু তা নেওয়া হয়েছে অনেক দেরিতে । পৌরসভা আগে থেকে ব্যবস্থা নিলে ওই ছাত্রীকে মরতে হত না । "
![photo](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4370408_wb_dengue.jpg)