ETV Bharat / state

ডেঙ্গুতে ফের ছাত্রীর মৃত্যু হাবড়ায়, ক্ষোভ পৌরসভার বিরুদ্ধে - Student death in dengue

গত অগাস্টে ডেঙ্গুতে হাবড়া শ্রীচৈতন্য কলেজের ইংরেজি অনার্সের ছাত্রী অঙ্কিতা সিকদারের মৃত্যু হয়েছিল । মাস ঘুরতে না ঘুরতেই আরও এক ছাত্রীর মৃত্যু হল ৷ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিলেন পৌরসভার বিরুদ্ধে ৷

ডেঙ্গু মশা
author img

By

Published : Sep 7, 2019, 10:19 PM IST

হাবড়া , 7 সেপ্টেম্বর : হাবড়ায় ডেঙ্গুতে মৃত্যু হল আরও এক ছাত্রীর । তাঁর নাম মালা বিশ্বাস (14) । হাটথুবা এলাকায় তার বাড়ি । স্থানীয় কামারথুবা নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ক্লাস এইটের ছাত্রী ছিল মালা ।

স্থানীয় সূত্রে খবর, কামারথুবা এলাকার বাসিন্দা হলেও সম্প্রতি মালার পরিবার হাবড়ার এক নম্বর ওয়ার্ডের হাটথুবা এলাকায় ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল । মঙ্গলবার থেকে জ্বরে ভুগছিল সে । ওই দিন সন্ধেবেলা তাঁকে নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনেরাল হাসপাতালে । পরদিন রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে তার । বৃহস্পতিবার রাতে তাকে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । গতকাল গভীর রাতে সেখানে মৃত্যু হয় তাঁর ।

এই সংক্রান্ত খবর পড়ুন :হাবড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত যুবতি

উল্লেখ্য , গত অগাস্টে ডেঙ্গুতে হাবড়া শ্রীচৈতন্য কলেজের ইংরেজি অনার্সের ছাত্রী অঙ্কিতা সিকদারের মৃত্যু হয়েছিল । মাস ঘুরতে না ঘুরতেই আরও এক ছাত্রীর মৃত্যু হল ৷

photo
মা বাবার সঙ্গে অঙ্কিতা

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভা যদি ডেঙ্গু মোকাবিলায় আগে থেকে তৎপর হত তাহলে বাসিন্দাদের এত সমস্যায় পড়তে হত না । অঙ্কিতার প্রতিবেশী সুরজিৎ নাথ বলেন, " পৌরসভা থেকে ডেঙ্গু রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিকই কিন্তু তা নেওয়া হয়েছে অনেক দেরিতে । পৌরসভা আগে থেকে ব্যবস্থা নিলে ওই ছাত্রীকে মরতে হত না । "

photo
মালা বিশ্বাসের ডেথ সার্টিফিকেট

হাবড়া , 7 সেপ্টেম্বর : হাবড়ায় ডেঙ্গুতে মৃত্যু হল আরও এক ছাত্রীর । তাঁর নাম মালা বিশ্বাস (14) । হাটথুবা এলাকায় তার বাড়ি । স্থানীয় কামারথুবা নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ক্লাস এইটের ছাত্রী ছিল মালা ।

স্থানীয় সূত্রে খবর, কামারথুবা এলাকার বাসিন্দা হলেও সম্প্রতি মালার পরিবার হাবড়ার এক নম্বর ওয়ার্ডের হাটথুবা এলাকায় ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল । মঙ্গলবার থেকে জ্বরে ভুগছিল সে । ওই দিন সন্ধেবেলা তাঁকে নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনেরাল হাসপাতালে । পরদিন রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে তার । বৃহস্পতিবার রাতে তাকে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । গতকাল গভীর রাতে সেখানে মৃত্যু হয় তাঁর ।

এই সংক্রান্ত খবর পড়ুন :হাবড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত যুবতি

উল্লেখ্য , গত অগাস্টে ডেঙ্গুতে হাবড়া শ্রীচৈতন্য কলেজের ইংরেজি অনার্সের ছাত্রী অঙ্কিতা সিকদারের মৃত্যু হয়েছিল । মাস ঘুরতে না ঘুরতেই আরও এক ছাত্রীর মৃত্যু হল ৷

photo
মা বাবার সঙ্গে অঙ্কিতা

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভা যদি ডেঙ্গু মোকাবিলায় আগে থেকে তৎপর হত তাহলে বাসিন্দাদের এত সমস্যায় পড়তে হত না । অঙ্কিতার প্রতিবেশী সুরজিৎ নাথ বলেন, " পৌরসভা থেকে ডেঙ্গু রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিকই কিন্তু তা নেওয়া হয়েছে অনেক দেরিতে । পৌরসভা আগে থেকে ব্যবস্থা নিলে ওই ছাত্রীকে মরতে হত না । "

photo
মালা বিশ্বাসের ডেথ সার্টিফিকেট
Intro:হাবড়ায় ফের ডেঙ্গুতে মৃত্যু ছাত্রীর

হাবড়ায় ডেঙ্গুতে মৃত্যু হল আরও এক ছাত্রীর। মৃত ছাত্রীর নাম মালা বিশ্বাস (14)। তার বাড়ি হাবড়ার হাটথুবা এলাকায়। সে স্থানীয় কামারথুবা নিবেদিতা বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত। গত অগাস্ট মাসে হাবড়া শ্রীচৈতন্য কলেজের ইংরেজি অনার্সের ছাত্রী অঙ্কিতা সিকদারের মৃত্যু হয়েছিল। মাস ঘুরতেই আরও এক ছাত্রীর মৃত্যু হল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারথুবা এলাকার বাসিন্দা হলেও সম্প্রতি মালার পরিবার হাবড়ার এক নম্বর ওয়ার্ডের হাটথুবা ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল। মঙ্গলবার থেকে সে জ্বরে ভুগছিল। ওই দিন সন্ধেবেলা তাকে নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে।পরের দিন রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। বৃহস্পতিবার রাতে তাকে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।শুক্রবার মাঝরাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভা যদি ডেঙ্গু মোকাবিলায় আগে থেকে তৎপর হত তাহলে বাসিন্দাদের এত সমস্যায় পড়তে হত না। মৃত ছাত্রীর প্রতিবেশী সুরজিৎ নাথ বলেন, 'পুরসভা থেকে ডেঙ্গু রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিকই কিন্তু সব কিছু বড্ড দেরিতে। পুরসভা আগে থেকে ব্যবস্থা নিলে ওই ছাত্রীকে মরতে হত না।' Body:হাবড়ায় ফের ডেঙ্গুতে মৃত্যু ছাত্রীর

হাবড়ায় ডেঙ্গুতে মৃত্যু হল আরও এক ছাত্রীর। মৃত ছাত্রীর নাম মালা বিশ্বাস (14)। তার বাড়ি হাবড়ার হাটথুবা এলাকায়। সে স্থানীয় কামারথুবা নিবেদিতা বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত। গত অগাস্ট মাসে হাবড়া শ্রীচৈতন্য কলেজের ইংরেজি অনার্সের ছাত্রী অঙ্কিতা সিকদারের মৃত্যু হয়েছিল। মাস ঘুরতেই আরও এক ছাত্রীর মৃত্যু হল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারথুবা এলাকার বাসিন্দা হলেও সম্প্রতি মালার পরিবার হাবড়ার এক নম্বর ওয়ার্ডের হাটথুবা ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল। মঙ্গলবার থেকে সে জ্বরে ভুগছিল। ওই দিন সন্ধেবেলা তাকে নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে।পরের দিন রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। বৃহস্পতিবার রাতে তাকে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।শুক্রবার মাঝরাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভা যদি ডেঙ্গু মোকাবিলায় আগে থেকে তৎপর হত তাহলে বাসিন্দাদের এত সমস্যায় পড়তে হত না। মৃত ছাত্রীর প্রতিবেশী সুরজিৎ নাথ বলেন, 'পুরসভা থেকে ডেঙ্গু রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিকই কিন্তু সব কিছু বড্ড দেরিতে। পুরসভা আগে থেকে ব্যবস্থা নিলে ওই ছাত্রীকে মরতে হত না।' Conclusion:হাবড়ায় ফের ডেঙ্গুতে মৃত্যু ছাত্রীর

হাবড়ায় ডেঙ্গুতে মৃত্যু হল আরও এক ছাত্রীর। মৃত ছাত্রীর নাম মালা বিশ্বাস (14)। তার বাড়ি হাবড়ার হাটথুবা এলাকায়। সে স্থানীয় কামারথুবা নিবেদিতা বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত। গত অগাস্ট মাসে হাবড়া শ্রীচৈতন্য কলেজের ইংরেজি অনার্সের ছাত্রী অঙ্কিতা সিকদারের মৃত্যু হয়েছিল। মাস ঘুরতেই আরও এক ছাত্রীর মৃত্যু হল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারথুবা এলাকার বাসিন্দা হলেও সম্প্রতি মালার পরিবার হাবড়ার এক নম্বর ওয়ার্ডের হাটথুবা ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল। মঙ্গলবার থেকে সে জ্বরে ভুগছিল। ওই দিন সন্ধেবেলা তাকে নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে।পরের দিন রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। বৃহস্পতিবার রাতে তাকে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।শুক্রবার মাঝরাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভা যদি ডেঙ্গু মোকাবিলায় আগে থেকে তৎপর হত তাহলে বাসিন্দাদের এত সমস্যায় পড়তে হত না। মৃত ছাত্রীর প্রতিবেশী সুরজিৎ নাথ বলেন, 'পুরসভা থেকে ডেঙ্গু রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিকই কিন্তু সব কিছু বড্ড দেরিতে। পুরসভা আগে থেকে ব্যবস্থা নিলে ওই ছাত্রীকে মরতে হত না।'
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.