ETV Bharat / state

ফের কুপিয়ে খুন ভাটপাড়ায়, গ্রেপ্তার 1 - কাঁকিনাড়া

গতরাতে কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন এলাকায় রক্তমাখা অবস্থায় মহম্মদ রাজাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় সেখানের টহলরত পুলিশের ৷ তারা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে , ভাটপাড়া গোপি কৃষ্ণ গোস্বামী রোডে এক টোটো চালককে কুপিয়ে খুন করেছে সে এবং তার একজন সঙ্গী ।

ফের কুপিয়ে খুন ভাটপাড়ায়
author img

By

Published : Sep 27, 2019, 1:31 PM IST

Updated : Sep 27, 2019, 2:43 PM IST

কাঁকিনাড়া, 27 সেপ্টেম্বর : ফের খুন ভাটপাড়ায় ৷ মৃতের নাম মহম্মদ ইকবাল (28)৷ বাড়ি কাঁকিনাড়া 5 নম্বর সাইডিং এলাকায় । এই ঘটনার সঙ্গে জড়িত 1 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তার নাম মহম্মদ রাজা ৷

লোকসভা নির্বাচনের সময় থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া ৷ প্রায়ই সময়ে ভাটপাড়ায় সামনে আসে খুন, বোমাবাজির মতো একাধিক ঘটনা ৷ গতরাতে কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন এলাকায় রক্তমাখা অবস্থায় রাজাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় সেখানের টহলরত পুলিশের ৷ তারা তাকে জিজ্ঞাসাবাদ করে ৷ প্রাথমিকভাবে সে জানায়, কয়েকজন যুবক মারামারি করছিল তাদেরকে ঠেকাতে গিয়ে তার শরীরে রক্ত লেগে যায় । কিন্তু কথাবর্তায় সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে , ভাটপাড়া গোপি কৃষ্ণ গোস্বামী রোডে এক টোটো চালককে কুপিয়ে খুন করেছে সে এবং তার একজন সঙ্গী । এর পরই তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ সেখানে গিয়ে দেখে গলাকাটা অবস্থায় একজনের মৃতদেহ পড়ে রয়েছে । পরে জানা যায় মৃতের নাম মহম্মদ ইকবাল । সে পেশায় টোটো চালক ।

Bhatpara
মহম্মদ রাজা

তবে কী কারণে এই খুন তা জানতে পারেনি পুলিশ । ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তার অপর সঙ্গীর খোঁজ চালাচ্ছে পুলিশ ।

ভিডিয়োয় শুনুন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য

কাঁকিনাড়া, 27 সেপ্টেম্বর : ফের খুন ভাটপাড়ায় ৷ মৃতের নাম মহম্মদ ইকবাল (28)৷ বাড়ি কাঁকিনাড়া 5 নম্বর সাইডিং এলাকায় । এই ঘটনার সঙ্গে জড়িত 1 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তার নাম মহম্মদ রাজা ৷

লোকসভা নির্বাচনের সময় থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া ৷ প্রায়ই সময়ে ভাটপাড়ায় সামনে আসে খুন, বোমাবাজির মতো একাধিক ঘটনা ৷ গতরাতে কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন এলাকায় রক্তমাখা অবস্থায় রাজাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় সেখানের টহলরত পুলিশের ৷ তারা তাকে জিজ্ঞাসাবাদ করে ৷ প্রাথমিকভাবে সে জানায়, কয়েকজন যুবক মারামারি করছিল তাদেরকে ঠেকাতে গিয়ে তার শরীরে রক্ত লেগে যায় । কিন্তু কথাবর্তায় সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে , ভাটপাড়া গোপি কৃষ্ণ গোস্বামী রোডে এক টোটো চালককে কুপিয়ে খুন করেছে সে এবং তার একজন সঙ্গী । এর পরই তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ সেখানে গিয়ে দেখে গলাকাটা অবস্থায় একজনের মৃতদেহ পড়ে রয়েছে । পরে জানা যায় মৃতের নাম মহম্মদ ইকবাল । সে পেশায় টোটো চালক ।

Bhatpara
মহম্মদ রাজা

তবে কী কারণে এই খুন তা জানতে পারেনি পুলিশ । ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তার অপর সঙ্গীর খোঁজ চালাচ্ছে পুলিশ ।

ভিডিয়োয় শুনুন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য
Intro:ফের খুন ভাটপাড়ায় Body:গভীর রাতে কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন এলাকায় এক যুবককে রক্তমাখা অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে টহলরত পুলিশের সন্দেহ হয়। তাকে ধরে জিজ্ঞাসাবাদ করতেই সে জানায় কয়েকজন যুবক মারামারি করছিল তাদেরকে ঠেকাতে গিয়ে তার শরীরে রক্ত লেগে যায়। কিন্তু তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাকে আরো জেরা করে জানতে পারে যে ধৃত যুবকের নাম মহঃ রাজা। ভাটপাড়া গোপি কৃষ্ণ গোস্বামী রোডে এক টোটো চালককে ধরে কুপিয়ে খুন করেছে সে এবং তার একজন সঙ্গী। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখতে পায় একজন গলাকাটা অবস্থায় পড়ে রয়েছে। পরবর্তীতে জানতে পারে মৃতের নাম মহঃ ইকবাল। ২৮ বছর বয়সে। পেশায় টোটো চালক তার বাড়ি কাকিনাড়া 5 নম্বর সাইডিং এলাকায়। এরপর ভাটপাড়া থানার পুলিশ মহঃ রাজা কে গ্রেফতার করেছে। তবে কি কারণে খুন তা এখনো জানতে পারেনি পুলিশ। ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার অপর সঙ্গীর খোঁজ চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়।Conclusion:
Last Updated : Sep 27, 2019, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.