ETV Bharat / state

বন্দুকের বাঁট দিয়ে BJP কর্মীর মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - নৈহাটির খবর

নৈহাটিতে বন্দুকের বাঁট দিয়ে এক BJP কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। জখম BJP কর্মী নৈহাটি স্টেট জেনেরাল হাসপাতালে চিকিৎসাধীন। BJP-র গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই হামলা বলে পালটা দাবি তৃণমূলের।

aa
আহত BJP কর্মী
author img

By

Published : Mar 4, 2020, 6:08 PM IST

নৈহাটি, 4 মার্চ: নৈহাটিতে এক BJP কর্মীর উপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ আহত BJP কর্মীর নাম সঞ্জয় বিশ্বাস ৷ অভিযোগ, গতরাতে কাজ থেকে বাড়ি ফেরার সময় তৃণমূলের কয়েকজন এসে তাঁর উপর হামলা চালায় ৷ বন্দুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ ৷ নৈহাটি স্টেট জেনেরাল হাসপাতালে চিকিৎসাধীন সঞ্জয় । নৈহাটি থানায় BJP-র তরফে অভিযোগ দায়ের হয়েছে ৷

জানা গেছে, সঞ্জয় BJP-র সদস্য হওয়ায় তাঁকে প্রায়ই উত্যক্ত করত তৃণমূলের কয়েকজন ৷দল পরিবর্তন করার জন্য চাপও আসছিল ৷ গত বছরের 23 জুলাই এই বিষয় নিয়েই সঞ্জয় ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে তৃণমূলের কয়েকজনের ঝামেলা হয় ৷ সঞ্জয়ের পরিবারের লোকরা তাদের বিরুদ্ধে মামলা করে ৷ অভিযোগ, সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ আসছিল তৃণমূলের তরফে ৷ কিন্তু সঞ্জয়ের পরিবারের লোকরা মামলা তুলতে রাজি না হওয়ায় গতকাল হামলা চালানো হয় বলে অভিযোগ ৷

BJP নেত্রী ফাল্গুনী পাত্র সঞ্জয়কে দেখতে হাসপাতালে যান । অপর দিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তাদের পালটা দাবি BJP-র গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই হামলা হয়েছে ৷

নৈহাটি, 4 মার্চ: নৈহাটিতে এক BJP কর্মীর উপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ আহত BJP কর্মীর নাম সঞ্জয় বিশ্বাস ৷ অভিযোগ, গতরাতে কাজ থেকে বাড়ি ফেরার সময় তৃণমূলের কয়েকজন এসে তাঁর উপর হামলা চালায় ৷ বন্দুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ ৷ নৈহাটি স্টেট জেনেরাল হাসপাতালে চিকিৎসাধীন সঞ্জয় । নৈহাটি থানায় BJP-র তরফে অভিযোগ দায়ের হয়েছে ৷

জানা গেছে, সঞ্জয় BJP-র সদস্য হওয়ায় তাঁকে প্রায়ই উত্যক্ত করত তৃণমূলের কয়েকজন ৷দল পরিবর্তন করার জন্য চাপও আসছিল ৷ গত বছরের 23 জুলাই এই বিষয় নিয়েই সঞ্জয় ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে তৃণমূলের কয়েকজনের ঝামেলা হয় ৷ সঞ্জয়ের পরিবারের লোকরা তাদের বিরুদ্ধে মামলা করে ৷ অভিযোগ, সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ আসছিল তৃণমূলের তরফে ৷ কিন্তু সঞ্জয়ের পরিবারের লোকরা মামলা তুলতে রাজি না হওয়ায় গতকাল হামলা চালানো হয় বলে অভিযোগ ৷

BJP নেত্রী ফাল্গুনী পাত্র সঞ্জয়কে দেখতে হাসপাতালে যান । অপর দিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তাদের পালটা দাবি BJP-র গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই হামলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.