ETV Bharat / state

কৃষি আইনের বিরোধিতায় BJP ছেড়ে তৃণমূলে যোগ পঞ্চায়েত সদস্যর

author img

By

Published : Sep 30, 2020, 2:02 PM IST

BJP ছেড়ে তৃণমূলে যোগ দিলেন গাইঘাটার পঞ্চায়েত সদস্য দীপঙ্কর গোলদার । তাঁর কথায়, কৃষক পরিবারের সদস্য হয়ে কৃষকদের উপর অন্যায় মানতে পারিনি ।

n24
কৃষি আইনের বিরোধিতায় BJP ছেড়ে তৃণমূলে যোগ

গাইঘাটা, 30 সেপ্টেম্বর : কৃষি আইনের সমর্থনে পঞ্চায়েতে স্মারকলিপি জমা পড়েছিল । তৃণমূলের বিরোধিতায় BJP কর্মীরা আওয়াজ তোলেন । দুই ঘণ্টায় বদল এল সেই দৃশ্যে । BJP ছেড়ে তৃণমূলে যোগ দিলেন গাইঘাটার পঞ্চায়েত সদস্য দীপঙ্কর গোলদার । তাঁর কথায়, কৃষক পরিবারের সদস্য হয়ে কৃষকদের উপর অন্যায় মানতে পারিনি ।

উত্তর 24 পরগনার গাইঘাটার ধর্মপুর-1 নম্বর পঞ্চায়েত । গতকাল দুপুরে ধর্মপুর পঞ্চায়েত অফিসে BJP-র তরফে স্মারকলিপি জমা দেওয়া হয় । সেখানে BJP নেতৃত্ব দলীয় কর্মীদের ঐক্যের বার্তা দেয় । কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই BJP-তে ভাঙন । ওই পঞ্চায়েতেরই BJP সদস্য ছিলেন দীপঙ্কর গোলদার । তৃণমূলে যোগ দেন ।

কী বললেন পঞ্চায়েত সদস্য ?

গাইঘাটা পঞ্চায়েত সমিতির সামনে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন দীপঙ্কর । দলবদলের পরেই তিনি বলেন, "মোদি সরকার কৃষি আইন নিয়ে এসেছে । তাতে সবথেকে বেশি কৃষকের ক্ষতি হবে । কৃষক পরিবারের ছেলে হয়ে তা মানতে পারছি না । দলকে জানিয়েছিলাম । দল কোনও পদক্ষেপ করেনি । তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে তৃণমূলে যোগ দিলাম ।"

তাঁর এই দলবদলের পর তৃণমূলের তরফে জানানো হয়, দীপঙ্কর BJP-র ভাঁওতাবাজি সহ্য করতে পারেননি । কৃষি বিলের কৃষকের ক্ষতি হবে বুঝতে পারেন । BJP ছেড়ে আজ তৃণমূলে যোগদান করেছেন । এতদিন ধর্মপুর পঞ্চায়েতে BJP-র ছিল তিনটি আসন । নির্দলের আসন ছিল চারটি । তৃণমূলের দখলে ছিল আটটি আসন । তৃণমূলের এখন আসনের সংখ্যা হল নয় । BJP কমে হল দুই ।

বিষয়টি নিয়ে BJP-র বারাসত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাস বলেন, "দীপঙ্কর বেশ কিছুদিন ধরে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন । বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন । নিজের দুর্নীতি ঢাকার জন্য তৃণমূলে যোগদান করেছেন ।"

গাইঘাটা, 30 সেপ্টেম্বর : কৃষি আইনের সমর্থনে পঞ্চায়েতে স্মারকলিপি জমা পড়েছিল । তৃণমূলের বিরোধিতায় BJP কর্মীরা আওয়াজ তোলেন । দুই ঘণ্টায় বদল এল সেই দৃশ্যে । BJP ছেড়ে তৃণমূলে যোগ দিলেন গাইঘাটার পঞ্চায়েত সদস্য দীপঙ্কর গোলদার । তাঁর কথায়, কৃষক পরিবারের সদস্য হয়ে কৃষকদের উপর অন্যায় মানতে পারিনি ।

উত্তর 24 পরগনার গাইঘাটার ধর্মপুর-1 নম্বর পঞ্চায়েত । গতকাল দুপুরে ধর্মপুর পঞ্চায়েত অফিসে BJP-র তরফে স্মারকলিপি জমা দেওয়া হয় । সেখানে BJP নেতৃত্ব দলীয় কর্মীদের ঐক্যের বার্তা দেয় । কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই BJP-তে ভাঙন । ওই পঞ্চায়েতেরই BJP সদস্য ছিলেন দীপঙ্কর গোলদার । তৃণমূলে যোগ দেন ।

কী বললেন পঞ্চায়েত সদস্য ?

গাইঘাটা পঞ্চায়েত সমিতির সামনে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন দীপঙ্কর । দলবদলের পরেই তিনি বলেন, "মোদি সরকার কৃষি আইন নিয়ে এসেছে । তাতে সবথেকে বেশি কৃষকের ক্ষতি হবে । কৃষক পরিবারের ছেলে হয়ে তা মানতে পারছি না । দলকে জানিয়েছিলাম । দল কোনও পদক্ষেপ করেনি । তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে তৃণমূলে যোগ দিলাম ।"

তাঁর এই দলবদলের পর তৃণমূলের তরফে জানানো হয়, দীপঙ্কর BJP-র ভাঁওতাবাজি সহ্য করতে পারেননি । কৃষি বিলের কৃষকের ক্ষতি হবে বুঝতে পারেন । BJP ছেড়ে আজ তৃণমূলে যোগদান করেছেন । এতদিন ধর্মপুর পঞ্চায়েতে BJP-র ছিল তিনটি আসন । নির্দলের আসন ছিল চারটি । তৃণমূলের দখলে ছিল আটটি আসন । তৃণমূলের এখন আসনের সংখ্যা হল নয় । BJP কমে হল দুই ।

বিষয়টি নিয়ে BJP-র বারাসত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাস বলেন, "দীপঙ্কর বেশ কিছুদিন ধরে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন । বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন । নিজের দুর্নীতি ঢাকার জন্য তৃণমূলে যোগদান করেছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.