ETV Bharat / state

নামেই কনটেইনমেন্ট জ়োন, নেই কোনও কড়াকড়ি !

নেই পুলিশ । নেই কোনও কড়াকড়ি । পরিষেবা পাচ্ছে না এলাকার মানুষ । অভিযোগ পৌরসভা এলাকার কনটেইনমেন্ট জ়োনে ।

containment zones
containment zones
author img

By

Published : Jul 11, 2020, 6:46 AM IST

বারাসত, 10 জুলাই : কনটেইনমেন্ট জ়োনে নেই কোনও পুলিশি বন্দোবস্ত । রাস্তায় একটি বাঁশ ফেলেই দায় সেরেছে প্রশাসন । অত্যাবশ্যকীয় পরিষেবা পাচ্ছেন না কনটেইনমেন্ট জ়োনের বাসিন্দারা । এই অভিযোগ বারাসত পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চ রোডে ।

পরিষেবা তো দূর, নজরদারিরও কোনও কড়াকড়িও নেই । ফলে,বাইরের লোক সহজেই যাতায়াত করছে ওই এলাকায় । বাইরে বেরোচ্ছে কনটেইনমেন্ট জ়োনের বাসিন্দারাও । যদিও প্রতিটি কনটেইনমেন্ট জ়োনেই কড়া নজরদারি চলছে বলে দাবি করা হয়েছে জেলা পুলিশের তরফে ।

সংক্রমণ রুখতে বারাসত পৌরসভার 8 টি ওয়ার্ডের কিছু এলাকাকে কনটেইনমেন্ট জ়োনের আওতায় এনেছে জেলা প্রশাসন । এর মধ্যে 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চ রোডও রয়েছে । গতকাল বিকেল থেকেই এই কনটেইনমেন্ট জ়োনগুলিতে সম্পূর্ণ লকডাউন জারি করা হয় । নির্দিষ্ট এলাকাগুলি বাঁশের ব্যারিকেড কিংবা গার্ডওয়াল দিয়ে সিল করে দেওয়া হয় প্রশাসনের তরফে । যাতে বহিরাগত কেউ ভিতরে প্রবেশ করতে না পারে । আর এ'সব দেখভালের জন্য কনটেইনমেন্ট জ়োনের সামনে মোতায়েন করা হয় পুলিশকর্মী বা সিভিক ভলান্টিয়র । কিন্তু,বারাসতের মালঞ্চ রোডের কনটেইনমেন্ট জ়োনে রাস্তার মুুুুখে একটি বাঁশ ফেলেই পুলিশ প্রশাসন দায় সেরেছে বলে অভিযোগ ।

যদিও অব্যবস্থার অভিযোগ অস্বীকার করে বারাসত পুলিশ জেলার SP অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “বারাসতের প্রতিটি কনটেইনমেন্ট জ়োনেই পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে । এই অভিযোগ সঠিক নয়।মানুষের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য হেল্প-লাইন নম্বরও দেওয়া হয়েছে ।মানুষের পাশে সবসময় পুলিশ প্রশাসন রয়েছে ।”

বারাসত, 10 জুলাই : কনটেইনমেন্ট জ়োনে নেই কোনও পুলিশি বন্দোবস্ত । রাস্তায় একটি বাঁশ ফেলেই দায় সেরেছে প্রশাসন । অত্যাবশ্যকীয় পরিষেবা পাচ্ছেন না কনটেইনমেন্ট জ়োনের বাসিন্দারা । এই অভিযোগ বারাসত পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চ রোডে ।

পরিষেবা তো দূর, নজরদারিরও কোনও কড়াকড়িও নেই । ফলে,বাইরের লোক সহজেই যাতায়াত করছে ওই এলাকায় । বাইরে বেরোচ্ছে কনটেইনমেন্ট জ়োনের বাসিন্দারাও । যদিও প্রতিটি কনটেইনমেন্ট জ়োনেই কড়া নজরদারি চলছে বলে দাবি করা হয়েছে জেলা পুলিশের তরফে ।

সংক্রমণ রুখতে বারাসত পৌরসভার 8 টি ওয়ার্ডের কিছু এলাকাকে কনটেইনমেন্ট জ়োনের আওতায় এনেছে জেলা প্রশাসন । এর মধ্যে 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চ রোডও রয়েছে । গতকাল বিকেল থেকেই এই কনটেইনমেন্ট জ়োনগুলিতে সম্পূর্ণ লকডাউন জারি করা হয় । নির্দিষ্ট এলাকাগুলি বাঁশের ব্যারিকেড কিংবা গার্ডওয়াল দিয়ে সিল করে দেওয়া হয় প্রশাসনের তরফে । যাতে বহিরাগত কেউ ভিতরে প্রবেশ করতে না পারে । আর এ'সব দেখভালের জন্য কনটেইনমেন্ট জ়োনের সামনে মোতায়েন করা হয় পুলিশকর্মী বা সিভিক ভলান্টিয়র । কিন্তু,বারাসতের মালঞ্চ রোডের কনটেইনমেন্ট জ়োনে রাস্তার মুুুুখে একটি বাঁশ ফেলেই পুলিশ প্রশাসন দায় সেরেছে বলে অভিযোগ ।

যদিও অব্যবস্থার অভিযোগ অস্বীকার করে বারাসত পুলিশ জেলার SP অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “বারাসতের প্রতিটি কনটেইনমেন্ট জ়োনেই পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে । এই অভিযোগ সঠিক নয়।মানুষের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য হেল্প-লাইন নম্বরও দেওয়া হয়েছে ।মানুষের পাশে সবসময় পুলিশ প্রশাসন রয়েছে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.