বনগাঁ, 5 সেপ্টেম্বর : হাইকোর্টের নির্দেশে আজ ফের বনগাঁ পৌরসভার অনাস্থা ভোট । আদালত উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে অনাস্থা ভোট পরিচালনার দায়িত্ব দিয়েছে । সেইসঙ্গে পুলিশ সুপার সি সুধাকরকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে ।
16 জুলাই অনাস্থা ভোটের দিন বনগাঁয় ব্যাপক সংঘর্ষ হয় । তাই এবার আর নিরাপত্তায় খামতি রাখতে চায় না জেলা প্রশাসন । অনাস্থা ভোট উপলক্ষ্যে বারাসতে জেলাশাসকের কার্যালয় চত্বর কড়া নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে ।
সকাল 11 টায় অনাস্থা ভোট । তার আগে সকাল ১০টা থেকে জেলাশাসকের কার্যালয়ে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে । এমন কী প্রশাসনিক ভবনে কর্মরত সরকারি কর্মীদেরও আলাদা পরিচয়পত্র দেওয়া হয়েছে । তাঁরা কর্তব্যরত পুলিশকর্মীদের পরিচয়পত্র দেখিয়ে প্রশাসনিক ভবনে ঢুকছেন । প্রশাসনিক ভবনের সামনের রাস্তায় চারটি জায়গায় ব্যারিকেড করা হয়েছে । প্রত্যেক গেটে কমপক্ষে একজন করে DSP পদমর্যাদার পুলিশ আধিকারিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন । অনাস্থা ভোটপর্ব শান্তিপূর্ণভাবে মিটে গেলে দুপুর 12টার পর তা শিথিল করা হতে পারে ।
বনগাঁ পৌরসভায় অনাস্থা ভোট নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলেছে । পৌরসভায় মোট আসন 22টি । তার মধ্যে তৃণমূলের দখলে ছিল 19টি । নির্দল কাউন্সিলর ছিলেন একজন । CPI(M) ও কংগ্রেসের দখলে একটি করে আসন ছিল । নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয় 20 । জুনে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা পৌরপ্রধান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা চেয়ে বনগাঁর মহকুমাশাসকের কাছে আবেদন করেন । তারপরই 12 জন তৃণমূল কাউন্সিলর দিল্লিতে গিয়ে BJP-তে যোগ দেন । হাইকোর্টের নির্দেশে 16 জুলাই বনগাঁ পৌরসভার অনাস্থা ভোট হয় । ওই দিন ব্যাপক গন্ডগোল হয় । BJP ও তৃণমূল দু'পক্ষই আস্থাভোটে জয়ী হয়েছে বলে দাবি করে । মামলা গড়ায় হাইকোর্টে । আদালত দু'তরফের দাবি খারিজ করে দেয় । 26 অগাস্ট বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন যে জেলাশাসকের অফিসে অনাস্থা ভোট করাতে হবে । পুলিশ সুপারকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে । সেই নির্দেশ অনুযায়ী আজ সকাল 11টায় জেলাশাসকের কার্যালয়ে অনাস্থা ভোট হবে ।
BJP-তে যোগ দেওয়া 5 তৃণমূল কাউন্সিলর তৃণমূলে ফিরে এসেছেন ৷ ফলে তৃণমূলের এখন কাউন্সিলর সংখ্যা 13 ৷ পাশাপাশি কংগ্রেসের সমর্থন পেতে পারে তারা । অর্থাৎ শাসকদলের ঝুলিতে মোটামুটি 14টি ভোট প্রায় নিশ্চিত । BJP সাতজন কাউন্সিলর নিয়েই লড়াই করবে । গেরুয়া শিবির কেবল ক্রস ভোটিংয়ের আশায় বুক বাঁধছে । বাম কাউন্সিলরের গরহাজির থাকার সম্ভাবনাই বেশি ।
এই সংক্রান্ত খবর : বৃহস্পতিবার ফের বনগাঁ পৌরসভার অনাস্থা ভোট