ETV Bharat / state

Blast in Duttapukur: দত্তপুকুরের ঘটনায় এনআইএ তদন্তের দাবি নওশাদের, বাজি কারখানার কথা জানতেন না রথীন

দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন নওশাদ সিদ্দিকী ৷ এনআইএ তদন্তে আপত্তি নেই বলে জানিয়েছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রথীন ঘোষ ৷

ETV Bharat
নওশাদ সিদ্দিকী ও রথীন ঘোষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 10:35 PM IST

Updated : Aug 27, 2023, 10:58 PM IST

নওশাদ সিদ্দিকী ও রথীন ঘোষের বক্তব্য

দত্তপুকুর, 27 অগস্ট: দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ক্রমে জোরালো হচ্ছে এনআইএ তদন্তের দাবি ৷ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর পর এদিন এলাকায় গিয়ে ওই একই দাবি করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ রবিবার এলাকায় যান নওশাদ ৷ সেখানে গিয়ে তিনি এই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানান ৷ বলেন, "এতবড় একটা কারখানা চলছে সেটা পুলিশ জানে না তা হতে পারে না ৷ এনআইএ তদন্ত হোক ৷ তাহলে সব নেতার নামও জানা যাবে ৷" তাঁর দাবি, এলাকাবাসী বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ মাসহারার বদলে পুলিশ অভিযুক্তদের ছেড়ে রেখেছিল বলে তাঁর দাবি ৷ পুলিশ যে টাকা তুলত তার ভাগ এলাকার তৃণমূল নেতাদের কাছে যেত বলেও নওশাদের অভিযোগ ৷ তিনি এলাকার বিধায়ক ও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের দিকেও ইঙ্গিত করেছেন ৷

তবে এনআইএ তদন্তের দাবির প্রেক্ষিতে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এদিন জানিয়েছেন, এনআইএ তদন্ত হলে তাদের কোনও আপত্তি নেই ৷ তবে পুলিশ-প্রশাসন তদন্ত করছে ৷ দোষীদের শাস্তি দেওয়া হবে বলেও এদিন আশ্বাস দেন তিনি ৷ তবে বেআইনি এই বাজি ব্যবসার সঙ্গে তৃণমূল কোনও ভাবেই যুক্ত নয় বলেও দাবি তাঁর ৷ রথীন ঘোষ এদিন জানান, নীলগঞ্জের এই এলাকায় যে এভাবে বেআইনি বাজির কারখানা গড়ে উঠেছে তা তারা জানতেন না ৷ এই ধরনের কারখানার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও তিনি জানান ৷ এদিন এলাকায় যান রাজ্যের আরও দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ঘোষ ৷ যান তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও ৷

আরও পড়ুন: বিস্ফোরণস্থল পরিদর্শনে রাজ‍্যপাল, বোসের সামনে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা

অন্যদিকে সিপিএম নেতা পলাশ দাস এদিন এই বিস্ফোরণ প্রসঙ্গে জানান, তৃণমূলের আমলে গোটা রাজ্য বারুদের স্তুপের মধ্যে রয়েছে । গোটা ব্যবস্থা অপরাধীদের হতে তুলে দিয়েছে তৃণমূল সরকার । ঘটনায় যথায়থ তদন্তের দাবি জানিয়েছেন তিনি ৷ তাঁর দাবি, এই ধরনের কাজ চলছে পুলিশের মদতে, আর তাতে সমর্থন আছে তৃণমূল নেতাদের ৷ রবিবার দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন অনেকে ৷ বিস্ফোরণের তীব্রতায় 500-700 মিটার দূরের বাড়িরও ক্ষতি হয়েছে । ভেঙে গিয়েছে পাকা বাড়িও ৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে বেআইনি ওই বাজি কারখানার মালিক কেরামত আলি ও তার ছেলে রবিউল আলিরও ৷ জানা গিয়েছে, এই কেরামত আলিকে আগে গ্রেফতার করেছিল পুলিশ, পরে সে ছাড়া পেয়ে যায় আদালত থেকে ৷

নওশাদ সিদ্দিকী ও রথীন ঘোষের বক্তব্য

দত্তপুকুর, 27 অগস্ট: দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ক্রমে জোরালো হচ্ছে এনআইএ তদন্তের দাবি ৷ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর পর এদিন এলাকায় গিয়ে ওই একই দাবি করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ রবিবার এলাকায় যান নওশাদ ৷ সেখানে গিয়ে তিনি এই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানান ৷ বলেন, "এতবড় একটা কারখানা চলছে সেটা পুলিশ জানে না তা হতে পারে না ৷ এনআইএ তদন্ত হোক ৷ তাহলে সব নেতার নামও জানা যাবে ৷" তাঁর দাবি, এলাকাবাসী বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ মাসহারার বদলে পুলিশ অভিযুক্তদের ছেড়ে রেখেছিল বলে তাঁর দাবি ৷ পুলিশ যে টাকা তুলত তার ভাগ এলাকার তৃণমূল নেতাদের কাছে যেত বলেও নওশাদের অভিযোগ ৷ তিনি এলাকার বিধায়ক ও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের দিকেও ইঙ্গিত করেছেন ৷

তবে এনআইএ তদন্তের দাবির প্রেক্ষিতে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এদিন জানিয়েছেন, এনআইএ তদন্ত হলে তাদের কোনও আপত্তি নেই ৷ তবে পুলিশ-প্রশাসন তদন্ত করছে ৷ দোষীদের শাস্তি দেওয়া হবে বলেও এদিন আশ্বাস দেন তিনি ৷ তবে বেআইনি এই বাজি ব্যবসার সঙ্গে তৃণমূল কোনও ভাবেই যুক্ত নয় বলেও দাবি তাঁর ৷ রথীন ঘোষ এদিন জানান, নীলগঞ্জের এই এলাকায় যে এভাবে বেআইনি বাজির কারখানা গড়ে উঠেছে তা তারা জানতেন না ৷ এই ধরনের কারখানার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও তিনি জানান ৷ এদিন এলাকায় যান রাজ্যের আরও দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ঘোষ ৷ যান তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও ৷

আরও পড়ুন: বিস্ফোরণস্থল পরিদর্শনে রাজ‍্যপাল, বোসের সামনে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা

অন্যদিকে সিপিএম নেতা পলাশ দাস এদিন এই বিস্ফোরণ প্রসঙ্গে জানান, তৃণমূলের আমলে গোটা রাজ্য বারুদের স্তুপের মধ্যে রয়েছে । গোটা ব্যবস্থা অপরাধীদের হতে তুলে দিয়েছে তৃণমূল সরকার । ঘটনায় যথায়থ তদন্তের দাবি জানিয়েছেন তিনি ৷ তাঁর দাবি, এই ধরনের কাজ চলছে পুলিশের মদতে, আর তাতে সমর্থন আছে তৃণমূল নেতাদের ৷ রবিবার দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন অনেকে ৷ বিস্ফোরণের তীব্রতায় 500-700 মিটার দূরের বাড়িরও ক্ষতি হয়েছে । ভেঙে গিয়েছে পাকা বাড়িও ৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে বেআইনি ওই বাজি কারখানার মালিক কেরামত আলি ও তার ছেলে রবিউল আলিরও ৷ জানা গিয়েছে, এই কেরামত আলিকে আগে গ্রেফতার করেছিল পুলিশ, পরে সে ছাড়া পেয়ে যায় আদালত থেকে ৷

Last Updated : Aug 27, 2023, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.