ETV Bharat / state

Deganga Teen Death : আম কুড়োতে গিয়েছিল, মুখে গ্যাঁজলা উঠে রহস্যজনক মৃত্যু ছাত্রীর - রহস্যজনকভাবে মৃত্যু পঞ্চম শ্রেণির ছাত্রীর

উত্তর 24 পরগনার দেগঙ্গার বেড়াচাঁপা পঞ্চম শ্রেণির ছাত্রীর রহস্যজনক ভাবে মৃত্যু হয় (Class Five Student Death) ৷ মৃত ছাত্রীর নাম সুমিতা দাস ৷ বয়স 12 বছর ৷

Class Five Student Death news
রহস্যজনকভাবে মৃত্যু পঞ্চম শ্রেণির ছাত্রীর
author img

By

Published : Jun 3, 2022, 8:09 AM IST

দেগঙ্গা, 3 জুন : পঞ্চম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু(Class Five Student Death) ৷ ঘটনাটি উত্তর 24 পরগনার দেগঙ্গার বেড়াচাঁপা এলাকার । যা এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় ৷ মৃত ছাত্রীর নাম সুমিতা দাস ৷ বয়স 12 বছর ৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার বাড়ির বাথরুমে উপুড় হয়ে পড়েছিল সুমিতা । মুখ থেকে বেরচ্ছিল গ‍্যাজলা । ভেসে আসছিল গোঙানির শব্দও । তা শুনে প্রতিবেশীরা এসে বাথরুমের দরজা ভেঙে উদ্ধার করে তাকে । তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সুমিতাকে মৃত বলে ঘোষণা করেন । তবে কীভাবে ওই নাবালিকার মৃত্যু হল তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে ৷ কেনই বা তার মুখ থেকে গ‍্যাজলা বের হচ্ছিল ? এসমস্ত প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করছে দেগঙ্গা থানার পুলিশ । প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, ছাত্রীটি অজান্তেই বিষাক্ত কোনও ফল খেয়ে থাকতে পারে । অথবা বিষধর কোনও সাপ ছোবল দিয়ে থাকতে পারে তাকে । সেই বিষক্রিয়ার জেরে এই মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

জানা গিয়েছে, দেগঙ্গার বেড়াচাঁপা পঞ্চায়েতের কদমতলায় বাড়ি ওই ছাত্রীর । বাবা মারা গিয়েছেন অনেক আগেই । মা পরিচারিকার কাজ করে কোনও রকমে সংসার চালান । স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির পড়ুয়া ছিল সে । বৃহস্পতিবার সকালে ছাত্রীটি বাড়ির কাছেই একটি আমবাগানে গিয়েছিল আম কুড়োতে । কিছুক্ষণ পর সেখান থেকে দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে আসে সে । বাথরুমে ঢুকে ছিটকিনি লাগিয়ে নিজেকে আটকে দেয় । এরপরই গোঙানির শব্দ ভেসে আসতে থাকে সেখান থেকে । দীর্ঘক্ষণ গোঙানির শব্দ পেয়ে প্রতিবেশীরা বাথরুমের জানলা দিয়ে উঁকি মেরে দেখেন, ছাত্রীটি উপুড় হয়ে পড়ে আছে বাথরুমের মেঝেতে ৷ মুখ থেকে অনবরত গ‍্যাঁজলা বেরচ্ছে । এমন দৃশ্য দেখে শেষে প্রতিবেশীরা বাথরুমের দরজা ভেঙে নাবালিকা ছাত্রীটিকে উদ্ধার করে নিয়ে যায় দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে । যদিও সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । কীভাবে ওই নাবালিকা ছাত্রীর মৃত্যু হল তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা । ময়নাতদন্তের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে রয়েছে পুলিশ ।

আরও পড়ুন : গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী স্কুলছাত্রী

এই বিষয়ে দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, "ছাত্রীর দেহটি ময়নাতদন্তের জন্য বিশ্বনাথপুর হাসপাতাল থেকে পরে বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । বিষয়টি পরিষ্কার হবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই । সেই সঙ্গে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত চলছে ।"

দেগঙ্গা, 3 জুন : পঞ্চম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু(Class Five Student Death) ৷ ঘটনাটি উত্তর 24 পরগনার দেগঙ্গার বেড়াচাঁপা এলাকার । যা এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় ৷ মৃত ছাত্রীর নাম সুমিতা দাস ৷ বয়স 12 বছর ৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার বাড়ির বাথরুমে উপুড় হয়ে পড়েছিল সুমিতা । মুখ থেকে বেরচ্ছিল গ‍্যাজলা । ভেসে আসছিল গোঙানির শব্দও । তা শুনে প্রতিবেশীরা এসে বাথরুমের দরজা ভেঙে উদ্ধার করে তাকে । তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সুমিতাকে মৃত বলে ঘোষণা করেন । তবে কীভাবে ওই নাবালিকার মৃত্যু হল তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে ৷ কেনই বা তার মুখ থেকে গ‍্যাজলা বের হচ্ছিল ? এসমস্ত প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করছে দেগঙ্গা থানার পুলিশ । প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, ছাত্রীটি অজান্তেই বিষাক্ত কোনও ফল খেয়ে থাকতে পারে । অথবা বিষধর কোনও সাপ ছোবল দিয়ে থাকতে পারে তাকে । সেই বিষক্রিয়ার জেরে এই মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

জানা গিয়েছে, দেগঙ্গার বেড়াচাঁপা পঞ্চায়েতের কদমতলায় বাড়ি ওই ছাত্রীর । বাবা মারা গিয়েছেন অনেক আগেই । মা পরিচারিকার কাজ করে কোনও রকমে সংসার চালান । স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির পড়ুয়া ছিল সে । বৃহস্পতিবার সকালে ছাত্রীটি বাড়ির কাছেই একটি আমবাগানে গিয়েছিল আম কুড়োতে । কিছুক্ষণ পর সেখান থেকে দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে আসে সে । বাথরুমে ঢুকে ছিটকিনি লাগিয়ে নিজেকে আটকে দেয় । এরপরই গোঙানির শব্দ ভেসে আসতে থাকে সেখান থেকে । দীর্ঘক্ষণ গোঙানির শব্দ পেয়ে প্রতিবেশীরা বাথরুমের জানলা দিয়ে উঁকি মেরে দেখেন, ছাত্রীটি উপুড় হয়ে পড়ে আছে বাথরুমের মেঝেতে ৷ মুখ থেকে অনবরত গ‍্যাঁজলা বেরচ্ছে । এমন দৃশ্য দেখে শেষে প্রতিবেশীরা বাথরুমের দরজা ভেঙে নাবালিকা ছাত্রীটিকে উদ্ধার করে নিয়ে যায় দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে । যদিও সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । কীভাবে ওই নাবালিকা ছাত্রীর মৃত্যু হল তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা । ময়নাতদন্তের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে রয়েছে পুলিশ ।

আরও পড়ুন : গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী স্কুলছাত্রী

এই বিষয়ে দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, "ছাত্রীর দেহটি ময়নাতদন্তের জন্য বিশ্বনাথপুর হাসপাতাল থেকে পরে বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । বিষয়টি পরিষ্কার হবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই । সেই সঙ্গে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.