ভাটপাড়া, 15 জুলাই : শান্তিমিছিল হওয়ার কথা ছিল । কিন্তু সেই শান্তিমিছিল নিমেষে পরিণত হল অশান্তি মিছিলে । হামলা চালানো হল ভাটপাড়া পৌরসভায় । ছাড় পেল না হাসপাতালও ।
ভাটপাড়ায় নিত্য অশান্তির প্রতিবাদে আজ স্থানীয়রা রেল অবরোধ করেন । ঘণ্টা দুয়েক রেল অবরোধের পরে কাঁকিনাড়া স্টেশন থেকে শুরু হয় শান্তিমিছিল । কিন্তু সেই মিছিল ঘোষপাড়া রোডে পৌঁছোতেই তা অশান্তি মিছিলে পরিণত হয় । লাঠিসোঁটা ও শাবল নিয়ে কয়েকজন দুষ্কৃতী শান্তিমিছিলে অংশ নেয় । বেলা 12 টা নাগাদ আচমকা ভাটপাড়া পৌরসভায় ঢুকে পড়ে শান্তি মিছিল । চালানো হয় ভাঙচুর । ঘোষপাড়া রোডের উলটো দিকে ভাটপাড়া থানা । অভিযোগ, ভাঙচুর হতে দেখেও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ ।
এরপর পুলিশের উপস্থিতিতেই পৌরসভা পরিচালিত মাতৃসদনে ঢুকে পড়ে ওই সশস্ত্র দুষ্কৃতী বাহিনী । হাসপাতালের নিরাপত্তাকর্মীরা বাধা দিলেও ওই দুষ্কৃতীদের আটকাতে পারেনি । ভাঙচুর চালানো হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে রোগীরা । বেড ছেড়ে অন্য় একটি ঘরে ঢুকে পড়েন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা । প্রাণ বাঁচাতে পালায় নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা । প্রায় 20 মিনিট ধরে হাসপাতালে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয় । কিন্তু অভিযোগ, দুষ্কৃতীরা চলে যাওয়ার পর পুলিশ আসে ।
হাসপাতালের মেডিকেল অফিসার আশিস চক্রবর্তী বলেন, "আচমকাই হাসপাতালে দুষ্কৃতীরা ঢুকে পড়ে । ভাঙচুর করে । টাকা-পয়সা নিয়ে চলে যায় । আউটডোরের রোগীরা ভয়েতে তখনই যে যেখানে পেরেছে চলে গেছে । ভরতি থাকা রোগীরাও আর হাসপাতালে থাকতে চাইছে না । হাসপাতালের কর্মীরাও আতঙ্কে আর এখানে আসতে চাইছেন না ।"