ETV Bharat / state

Money Robbery বারাসতে ফ্ল্যাটে ডেকে ব‍্যবসায়ীকে মারধর, টাকা লুঠ দুষ্কৃতীদের - ব‍্যবসায়ীকে জাতীয় সড়কের ধারে ফেলে পালাল দুষ্কৃতীরা

টোপ দিয়ে ব‍্যবসায়ীকে ফ্ল্যাটে ডেকে এনে মারধর । 2 লক্ষ টাকা, সোনার আংটি ও বাইক ছিনিয়ে নিয়ে আক্রান্ত ব‍্যবসায়ীকে জাতীয় সড়কের ধারে ফেলে পালাল দুষ্কৃতীরা (Money Robbery) । এমনটাই অভিযোগ পরিবারের ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতে ।

Miscreants robbed money from businessman in Barasat
Money Robbery
author img

By

Published : Aug 21, 2022, 10:42 PM IST

বারাসত, 21 অগস্ট: টোপ দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা-সহ সোনার চেন, আংটি এবং বাইক ছিনিয়ে নিল দুষ্কৃতীরা ৷ এরপর মারধর করে তাঁকে রাস্তায় ফেলে দিয়ে তারা (Miscreants robbed money from businessman)। ঘটনার জেরে ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে । এই বিষয়ে বারাসত থানায় রবিবার লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ব‍্যবসায়ীর পরিবার । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীদের কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি ।

ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে । মহম্মদ আলি আজগর হোসেন নামে এক ব‍্যবসায়ী ক্যাপসিকামের বীজ বিক্রি করতে পৌঁছন মধ্যমগ্রামের আবদালপুর এলাকায় । সেখানে বীজ দিয়ে 40 হাজার বকেয়া টাকা নেন তিনি । তাঁর কাছে ছিল আরও বীজ । টাকা নিয়ে তিনি যখন বাইকে করে মধ্যমগ্রাম চৌমাথার দিকে যাচ্ছিলেন সেই সময় কয়েকজন যুবক আজগর হোসেনের পিছু নেয় বলে অভিযোগ । এরপর চৌমাথার কাছে ওই ব‍্যবসায়ীর বাইক থামিয়ে যুবকরা জানান, তারাও ক‍্যাপসিকামের বীজ কিনতে চায় । কিন্তু দাম মধ‍্যমগ্রামের পরিবর্তে বারাসতের একটি ফ্ল্যাটে গিয়ে করবেন ।

প্রথমে আজগর তাতে রাজি না-হলেও পরে যুবকরা জোর করায় বাধ‍্য হন তিনি । এরপরই বারাসত পাইওনিয়ার পার্ক এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে আসা হয় আজগরকে। অভিযোগ, সেই ফ্ল্যাটে আগে থেকেই লোকজন মজুত করে রেখেছিলেন ওই যুবকেরা । বিষয়টি দেখে সন্দেহ হওয়ায় আজগর ফ্ল্যাটে ঢুকতে প্রথমে রাজি হচ্ছিলেন না । কিন্তু একপ্রকার জোর করেই ফ্ল্যাটের ভিতরে ঢোকানো হয় তাঁকে ।

বারাসতে ফ্ল্যাটে ডেকে ব‍্যবসায়ীকে মারধর ও টাকা লুঠ দুষ্কৃতীদের

এরপর 7-8জন মিলে মারধর শুরু করে ব‍্যবসায়ী আলি আজগর হোসেনকে। তাঁর কাছে থাকা প্রায় 2 লক্ষ টাকা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ । বাদ যায়নি গলায় থাকা সোনার চেন, হাতের আংটি এবং বাইকও (Money Robbery)। দুষ্কৃতীরা সবকিছু কেড়ে নিয়ে রাতের দিকে 34 নম্বর জাতীয় সড়কের ধারে আজগরকে ফেলে দিয়ে চলে যায় । খবর পেয়ে জাতীয় সড়কের ধার থেকে আক্রান্ত ব‍্যবসায়ীকে উদ্ধার করে পরিবারের লোকজন । চিকিৎসার জন্য নিয়ে যাওয়া স্থানীয় একটি নার্সিংহোমে । সেখানে এখনও চিকিৎসা চলছে তাঁর ।

আরও পড়ুন: ফিল্মি কায়দায় বাবার কিস্তির টাকা লুঠ করে গ্রেফতার গুণধর ছেলে

এদিকে গোটা ঘটনার বিবরণ দিয়ে রবিবার সকালে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে । পুলিশ জানিয়েছে, দুষ্কৃতী দলটিকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে । আশা করা যায়, শীঘ্রই তাদের ধরা সম্ভব হবে ।

বারাসত, 21 অগস্ট: টোপ দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা-সহ সোনার চেন, আংটি এবং বাইক ছিনিয়ে নিল দুষ্কৃতীরা ৷ এরপর মারধর করে তাঁকে রাস্তায় ফেলে দিয়ে তারা (Miscreants robbed money from businessman)। ঘটনার জেরে ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে । এই বিষয়ে বারাসত থানায় রবিবার লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ব‍্যবসায়ীর পরিবার । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীদের কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি ।

ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে । মহম্মদ আলি আজগর হোসেন নামে এক ব‍্যবসায়ী ক্যাপসিকামের বীজ বিক্রি করতে পৌঁছন মধ্যমগ্রামের আবদালপুর এলাকায় । সেখানে বীজ দিয়ে 40 হাজার বকেয়া টাকা নেন তিনি । তাঁর কাছে ছিল আরও বীজ । টাকা নিয়ে তিনি যখন বাইকে করে মধ্যমগ্রাম চৌমাথার দিকে যাচ্ছিলেন সেই সময় কয়েকজন যুবক আজগর হোসেনের পিছু নেয় বলে অভিযোগ । এরপর চৌমাথার কাছে ওই ব‍্যবসায়ীর বাইক থামিয়ে যুবকরা জানান, তারাও ক‍্যাপসিকামের বীজ কিনতে চায় । কিন্তু দাম মধ‍্যমগ্রামের পরিবর্তে বারাসতের একটি ফ্ল্যাটে গিয়ে করবেন ।

প্রথমে আজগর তাতে রাজি না-হলেও পরে যুবকরা জোর করায় বাধ‍্য হন তিনি । এরপরই বারাসত পাইওনিয়ার পার্ক এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে আসা হয় আজগরকে। অভিযোগ, সেই ফ্ল্যাটে আগে থেকেই লোকজন মজুত করে রেখেছিলেন ওই যুবকেরা । বিষয়টি দেখে সন্দেহ হওয়ায় আজগর ফ্ল্যাটে ঢুকতে প্রথমে রাজি হচ্ছিলেন না । কিন্তু একপ্রকার জোর করেই ফ্ল্যাটের ভিতরে ঢোকানো হয় তাঁকে ।

বারাসতে ফ্ল্যাটে ডেকে ব‍্যবসায়ীকে মারধর ও টাকা লুঠ দুষ্কৃতীদের

এরপর 7-8জন মিলে মারধর শুরু করে ব‍্যবসায়ী আলি আজগর হোসেনকে। তাঁর কাছে থাকা প্রায় 2 লক্ষ টাকা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ । বাদ যায়নি গলায় থাকা সোনার চেন, হাতের আংটি এবং বাইকও (Money Robbery)। দুষ্কৃতীরা সবকিছু কেড়ে নিয়ে রাতের দিকে 34 নম্বর জাতীয় সড়কের ধারে আজগরকে ফেলে দিয়ে চলে যায় । খবর পেয়ে জাতীয় সড়কের ধার থেকে আক্রান্ত ব‍্যবসায়ীকে উদ্ধার করে পরিবারের লোকজন । চিকিৎসার জন্য নিয়ে যাওয়া স্থানীয় একটি নার্সিংহোমে । সেখানে এখনও চিকিৎসা চলছে তাঁর ।

আরও পড়ুন: ফিল্মি কায়দায় বাবার কিস্তির টাকা লুঠ করে গ্রেফতার গুণধর ছেলে

এদিকে গোটা ঘটনার বিবরণ দিয়ে রবিবার সকালে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে । পুলিশ জানিয়েছে, দুষ্কৃতী দলটিকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে । আশা করা যায়, শীঘ্রই তাদের ধরা সম্ভব হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.