গোবরডাঙা, 21 অক্টোবর: শৈশবেই মারা যায় মা । কিশোরী মেয়েকে রেখে মাস তিনেক আগে গত হয়েছেন বাবাও । সেই অসহায় অবস্থার সুযোগ নিয়ে 13 বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে । তাকে গ্রেফতার করেছে পুলিশ । ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে মেয়েটিকে সে ধর্ষণ করে বলে অভিযোগ । মেয়েটি দু’মাসের অন্তঃসত্ত্বা ৷
আরও পড়ুন: Child Death: তোর্সা নদীতে ভেসে যাওয়া 2 শিশুকন্যার দেহ উদ্ধার
উত্তর 24 পরগনার গোবরডাঙার ঘটনা ৷ মেয়েটির রেল ব্রিজ কলোনির বাসিন্দা ৷ বহু দিন আগে তার মা মারা গিয়েছে ৷ মাস তিনেক আগে মৃত্যু হয়েছে বাবারও ৷ তার পর দিদার কাছেই থাকছিল সে ৷ সম্প্রতি বাবার বন্ধু পরিচয় দিয়ে দীপঙ্কর মজুমদার ওরফে সাহেব নামের এক ব্যক্তি দেখা করতে আসে তার সঙ্গে ৷ ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বার করে নিয়ে যায় ৷
পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে নিয়ে গিয়ে কাছেরই এক জঙ্গলে মেয়েটিকে দীপঙ্কর ধর্ষণ করে ৷ কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলবে বলে হুমকিও দেয় ৷ তাতেই কারও কাছে মুখ খোলেনি নির্যাতিতা ৷ কিন্তু সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে মেয়েটিকে বনগাঁ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা জানান, সে অন্তঃসত্ত্বা ৷ শুরুতে এ নিয়ে মুখ খুলতে চায়নি নির্যাতিতা ৷ বাড়ির লোকজনের কাছে অভয় পেয়ে কিছুটা ধাতস্থ হয় সে ৷ তার পরই গোটা বিষয়টি জানায় ৷
আরও পড়ুন: Alipurduar Vaccine : আলিপুরদুয়ারে ভ্যাকসিন না পেয়ে পথ অবরোধ
মেয়েটির দিদা এবং পরিবারের তরফে এর পরই দীপঙ্করের নামে গোবরডাঙা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় ৷ বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ ৷ বৃহস্পতিবার তাকে বারাসত আদালতে তোলা হয় ৷