বারাসত, 25 মে : মামাবাড়িতে ঘুরতে এসে যৌন নির্যাতনের শিকার হল এক নাবালিকা । উঠেছে ধর্ষণের চেষ্টার অভিযোগও (Minor Girl Sexually Abused in Barasat) । অভিযুক্ত সাদ্দাম আলি মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে বারাসতে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে । ইতিমধ্যে নাবালিকার মেডিক্য়াল পরীক্ষার ব্যবস্থা করেছে পুলিশ । ধৃত ওই প্রতিবেশী যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে ওই নাবালিকার পরিবার । মঙ্গলবার ধৃতকে পেশ করা হয় বারাসত আদালতে ।
পুলিশ সূত্রে খবর, স্কুলে গরমের ছুটি পড়ে যাওয়ায় ওই নাবালিকা কয়েকদিন আগে মামাবাড়িতে ঘুরতে আসে ৷ মামাবাড়ির কাছেই থাকে সাদ্দাম আলি মণ্ডল নামে ওই যুবক । অভিযোগ, দিন কয়েক আগে সাদ্দাম ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় । প্রতিবেশী হওয়ার সুবাদে সন্দেহ হয়নি নাবালিকার মনেও ।
আরও পড়ুন : Krishnanagar Life Imprisonment : শিশুর উপর যৌন নির্যাতন, অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড
অভিযোগ, ঘরের মধ্যেই যৌন নির্যাতন করা হয় নাবালিকার সঙ্গে । এমনকী জোর করে নাবালিকাকে ধর্ষণের চেষ্টাও করে প্রতিবেশী ওই যুবক । যদিও সঠিক সময়ে নাবালিকার দিদিমা সেখানে চলে আসায় সেই চেষ্টা ব্যর্থ হয় । ধরা পড়ার ভয়ে সেই সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক । পরে অভিযোগ পেয়ে এলাকা থেকে পাকড়াও করে পুলিশ । সোমবার রাতে তাকে নিয়ে আসা হয় বারাসত থানায় । রাতেই নির্যাতিতা নাবালিকার মেডিক্য়াল পরীক্ষা হয় বারাসত জেলা হাসপাতালে । দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে ওই নাবালিকার পরিবার ।
এই বিষয়ে নির্যাতিতার মা বলেন, "সাদ্দাম নামে ওই যুবক মাঝে মধ্যেই মেয়েকে ডেকে নানা বিষয় নিয়ে প্রলোভন দেখাত । অসভ্যতাও করত মেয়ের সঙ্গে । আমরা প্রথমে কিছুই জানতে পারিনি । দিন কয়েক আগে আবারও মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটায় তখন বুঝতে পারি বিষয়টি । আমরা চাই সাদ্দামের কড়া শাস্তি হোক । যাতে আর কোনও মেয়ের সঙ্গে এমন ঘটনা সে আর কখনও না ঘটাতে পারে ৷"