বনগাঁ, 24 ডিসেম্বর : বিবিকে খুন করার দায়ে যাবজ্জীবন সাজা হল প্রবীণ ব্যক্তির । মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতের বিচারক বিদ্যুৎকুমার রায় সাজা ঘোষণা করেছেন । দোষী সাব্যস্ত রোশন মণ্ডলকে (৬০) বিচারক যাবজ্জীবন সাজা দিয়েছেন ।
গাইঘাটার ময়না এলাকার বাসিন্দা রোশন 2017 সালের 4 জুলাই বিবি আলেয়াকে খুন করে । ওই দিন আলেয়া বাসন মাজছিলেন । বাড়িতে ফিরেই রোশন একটা কোদাল দিয়ে পিছন দিক দিয়ে বিবির মাথায় সজোরে আঘাত করে । রক্তাক্ত অবস্থায় আলেয়া সেখানে লুটিয়ে পড়েন । কিছুক্ষণ পরেই আলেয়ার মৃত্যু হয় । বিবির মৃত্যু হয়েছে বুঝতে পেরেই রোশন মৃতের কান থেকে সোনার দুল খুলে নিয়ে সাইকেল চালিয়ে বনগাঁয় চলে যায় । সেই দুল বিক্রির টাকা নিয়ে সে চম্পট দেয় বাংলাদেশে ।
খুনের পরেই আলেয়ার ভাই নাসির মণ্ডল গাইঘাটা থানায় জামাইবাবু রোশনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন । ওই বছর 25 অগাস্ট পেট্রাপোল এলাকা থেকে পুলিশ রোশনকে গ্রেপ্তার করে । বনগাঁ মহকুমা আদালতে বিচার শুরু হয় । দু'বছর ধরে মামলা চলার পর আজ সাজা ঘোষণা করেন বিচারক ।
মৃতার ছোট ভাই নাসির বলেন, জামাইবাবু খুব বদমেজাজি । সংসারে পান থেকে চুন খসলেই দিদিকে মারধর করত । ঘটনার দিন কোদাল দিয়ে দিদির মাথার আঘাত করে মেরে ফেলে । ওর যাবজ্জীবন সাজা হওয়ায় আমরা খুশি । মামলার সরকারি আইনজীবী সমীর দাস বলেন, "দু'বছরের মামলার শেষে বিবিকে খুনের দায়ে রোশন মণ্ডলকে যাবজ্জীবনের সাজা শুনিয়েছেন বিচারক। এই মামলায় 25 জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছিল । গাইঘাটা থানার পুলিশও বেশ তৎপর ছিল । তাই বিচার খুব দ্রুত হয়েছে । মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার জন্য রোশনের ছেলে-মেয়েরাও আদালতে আবেদন করে ।"