ETV Bharat / state

চোর সন্দেহে যুবককে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ

শুক্রবার দুপুরে গণেশের রাইস মিল থেকে 80 হাজার টাকা খোওয়া যায় । তখন এক যুবক ও আরও এক কর্মচারী রাইস মিলে কাজ করছিলেন । মিল মালিক ও ছেলে টাকা চুরির ব্যাপারে ওই যুবককেই সন্দেহ করেন ।

North 24 Parganas news
প্রহৃত যুবক
author img

By

Published : Aug 16, 2020, 10:50 PM IST

বনগাঁ, 16 অগাস্ট : চোর সন্দেহে দোকানের এক কর্মচারীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল । এমনকী ইলেকট্রিক শকও দেওয়া হয় । চিকিৎসা না করিয়ে প্রহৃত যুবককে দু'ঘণ্টা বসিয়ে রেখে পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে সালিশি সভাও চলে বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁ পুরাতন বাজার এলাকায় ।

বনগাঁর পুরাতন বাজারের গণেশ হালদারের রাইস মিলে কাজ করেন ওই যুবক। তাঁর বাড়ি গাইঘাটার খেদাপাড়ায় । শুক্রবার দুপুরে রাইস মিল থেকে 80 হাজার টাকা খোওয়া যায় । তখন যুবক ও আরও এক কর্মচারী রাইস মিলে কাজ করছিলেন । মিল মালিক ও ছেলে টাকা চুরির ব্যাপারে ওই যুবককেই সন্দেহ করেন । অভিযোগ, মিলের মধ্যে তাঁকে বেধড়ক মারধর করা হয় । তাঁকে ইলেকট্রিক শকও দেওয়া হয়েছে। খবর পেয়ে পরিবারের লোকেরা গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভরতি করেন । তাঁরা রাইস মিলের মালিক গণেশ হালদারের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

আরও পড়ুন : নেশা করে বিবিকে অত্যাচার, মাথা ন্যাড়া করে ব্যক্তিকে গ্রাম ঘোরাল সালিশি সভা

মিলের কর্মীকে কেন মারধর করা হল তা জানতে গণেশ হালদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি । তাঁর স্ত্রী পূর্ণিমা হালদার বলেন, "ওই যুবক টাকা চুরির কথা কবুল করেছেন । তাঁকে মোটেও বাঁশ-হাতুড়ি দিয়ে আঘাত করা হয়নি । ইলেকট্রিক শকও দেওয়া হয়নি । সামান্য মারধর করা হয়েছে ।"

শুধুমাত্র সন্দেহের থেকেই বেধড়ক মারধর যুবককে

নেহাত সন্দেহের বশে এক যুবককে মারধর করার পর তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়নি । উলটে প্রহৃত যুবক ও তাঁর পরিবারের লোকেদের দু'ঘণ্টা বসিয়ে রেখে চলল সালিশি সভা । আর সেই সালিশি সভায় নেতৃত্ব দিলেন স্থানীয় কালুপুর পঞ্চায়েতের উপপ্রধান হিমাংশু মণ্ডল । যদিও তাঁর দাবি, "আমি সালিশি সভা করতে যাইনি । আমার এলাকার ঘটনা । তাই মিটমাট করতে গিয়েছিলাম ।"

বনগাঁ, 16 অগাস্ট : চোর সন্দেহে দোকানের এক কর্মচারীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল । এমনকী ইলেকট্রিক শকও দেওয়া হয় । চিকিৎসা না করিয়ে প্রহৃত যুবককে দু'ঘণ্টা বসিয়ে রেখে পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে সালিশি সভাও চলে বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁ পুরাতন বাজার এলাকায় ।

বনগাঁর পুরাতন বাজারের গণেশ হালদারের রাইস মিলে কাজ করেন ওই যুবক। তাঁর বাড়ি গাইঘাটার খেদাপাড়ায় । শুক্রবার দুপুরে রাইস মিল থেকে 80 হাজার টাকা খোওয়া যায় । তখন যুবক ও আরও এক কর্মচারী রাইস মিলে কাজ করছিলেন । মিল মালিক ও ছেলে টাকা চুরির ব্যাপারে ওই যুবককেই সন্দেহ করেন । অভিযোগ, মিলের মধ্যে তাঁকে বেধড়ক মারধর করা হয় । তাঁকে ইলেকট্রিক শকও দেওয়া হয়েছে। খবর পেয়ে পরিবারের লোকেরা গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভরতি করেন । তাঁরা রাইস মিলের মালিক গণেশ হালদারের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

আরও পড়ুন : নেশা করে বিবিকে অত্যাচার, মাথা ন্যাড়া করে ব্যক্তিকে গ্রাম ঘোরাল সালিশি সভা

মিলের কর্মীকে কেন মারধর করা হল তা জানতে গণেশ হালদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি । তাঁর স্ত্রী পূর্ণিমা হালদার বলেন, "ওই যুবক টাকা চুরির কথা কবুল করেছেন । তাঁকে মোটেও বাঁশ-হাতুড়ি দিয়ে আঘাত করা হয়নি । ইলেকট্রিক শকও দেওয়া হয়নি । সামান্য মারধর করা হয়েছে ।"

শুধুমাত্র সন্দেহের থেকেই বেধড়ক মারধর যুবককে

নেহাত সন্দেহের বশে এক যুবককে মারধর করার পর তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়নি । উলটে প্রহৃত যুবক ও তাঁর পরিবারের লোকেদের দু'ঘণ্টা বসিয়ে রেখে চলল সালিশি সভা । আর সেই সালিশি সভায় নেতৃত্ব দিলেন স্থানীয় কালুপুর পঞ্চায়েতের উপপ্রধান হিমাংশু মণ্ডল । যদিও তাঁর দাবি, "আমি সালিশি সভা করতে যাইনি । আমার এলাকার ঘটনা । তাই মিটমাট করতে গিয়েছিলাম ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.