ETV Bharat / state

মতুয়া মেলার রাশ কার হাতে ?  দ্বন্দ্ব ঠাকুরবাড়িতে - মেলা কমিটির সাধারণ সম্পাদক

মতুয়া মেলা পরিচালনা নিয়ে ফের দ্বন্দ্ব ঠাকুরবাড়িতে ।

Thakur Nagar Motua Maha Sanha
ঠাকুর নগর মতুয়া মহাসংঘ
author img

By

Published : Mar 8, 2020, 3:25 PM IST

ঠাকুরনগর, 8 মার্চ : মতুয়া মেলার রাশ কার হাতে থাকবে ৷ এনিয়ে ফের দ্বন্দ্ব ঠাকুরবাড়িতে ৷ আর সেই দ্বন্দ্বে ঠাকুরনগরের ঐতিহ্যবাহী বারুণি মেলা নিয়ে জটিলতা দেখা দিল । মমতাবালা ঠাকুরের অনুগামীদের দাবি, তাঁরা মেলার জন্য অনুমতি নিয়েছেন । অন্যদিকে তাঁরাই মেলা পরিচালনা করবেন বলে দাবি BJP সাংসদ শান্তনু ঠাকুরের ।

পুলিশ সূত্রে খবর, মতুয়া মেলার জন্য অনুমতি চেয়ে পুলিশ-প্রশাসনের কাছে আগে অনুমতি চেয়েছেন মমতাবালা ঠাকুর । প্রশাসন তাঁকে অনুমতিও দিয়েছে । অন্যদিকে সাংসদ শান্তনু ঠাকুরও মেলার অনুমতি চেয়ে আবেদন করেছেন । কিন্তু, প্রশাসন তাঁকে অনুমতি দেয়নি । শান্তনু এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন । যদিও আদালত এখনও সেই বিষয়ে কোনও রায় ঘোষণা করেনি । শান্তনু বলেন, ‘‘ঠাকুরবাড়ির রীতি অনুযায়ী উত্তরসূরিরাই এই মেলা পরিচালনা করে । তাই, আমরাই মেলার অনুমতি পেতে পারি । প্রশাসন কী করে অন্যকে সেই অনুমতি দেয়?’’

ঠাকুরনগর মতুয়া মেলার রাশ নিয়ে দ্বন্দ্ব

মমতাবালার অনুগামী তথা মেলা কমিটির সাধারণ সম্পাদক ধ্যানেশ নারায়ণ গুহ বলেন, ‘‘গত সাত বছর ধরে আমরাই মেলা পরিচালনা করছি । সাতবারের অনুমতিপত্র আমাদের কাছে আছে । তাই আমরা প্রশাসনের কাছে আবেদন করেছিলাম । প্রশাসন আমাদের অনুমতি দিয়েছে । আমরাই মেলা করব ।’’

ঠাকুরনগর, 8 মার্চ : মতুয়া মেলার রাশ কার হাতে থাকবে ৷ এনিয়ে ফের দ্বন্দ্ব ঠাকুরবাড়িতে ৷ আর সেই দ্বন্দ্বে ঠাকুরনগরের ঐতিহ্যবাহী বারুণি মেলা নিয়ে জটিলতা দেখা দিল । মমতাবালা ঠাকুরের অনুগামীদের দাবি, তাঁরা মেলার জন্য অনুমতি নিয়েছেন । অন্যদিকে তাঁরাই মেলা পরিচালনা করবেন বলে দাবি BJP সাংসদ শান্তনু ঠাকুরের ।

পুলিশ সূত্রে খবর, মতুয়া মেলার জন্য অনুমতি চেয়ে পুলিশ-প্রশাসনের কাছে আগে অনুমতি চেয়েছেন মমতাবালা ঠাকুর । প্রশাসন তাঁকে অনুমতিও দিয়েছে । অন্যদিকে সাংসদ শান্তনু ঠাকুরও মেলার অনুমতি চেয়ে আবেদন করেছেন । কিন্তু, প্রশাসন তাঁকে অনুমতি দেয়নি । শান্তনু এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন । যদিও আদালত এখনও সেই বিষয়ে কোনও রায় ঘোষণা করেনি । শান্তনু বলেন, ‘‘ঠাকুরবাড়ির রীতি অনুযায়ী উত্তরসূরিরাই এই মেলা পরিচালনা করে । তাই, আমরাই মেলার অনুমতি পেতে পারি । প্রশাসন কী করে অন্যকে সেই অনুমতি দেয়?’’

ঠাকুরনগর মতুয়া মেলার রাশ নিয়ে দ্বন্দ্ব

মমতাবালার অনুগামী তথা মেলা কমিটির সাধারণ সম্পাদক ধ্যানেশ নারায়ণ গুহ বলেন, ‘‘গত সাত বছর ধরে আমরাই মেলা পরিচালনা করছি । সাতবারের অনুমতিপত্র আমাদের কাছে আছে । তাই আমরা প্রশাসনের কাছে আবেদন করেছিলাম । প্রশাসন আমাদের অনুমতি দিয়েছে । আমরাই মেলা করব ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.