ETV Bharat / state

Sundarbans New District: নতুন জেলা হচ্ছে সুন্দরবন, ঘোষণা মুখ্যমন্ত্রীর - North 24 Parganas

সুন্দরবনকে নতুন জেলা (Sundarbans New District) হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তিনি জানান, সুন্দরবন নিয়ে মাস্টার প্লান করছি ৷ সেটি পাঠানো হবে কেন্দ্রীয় সরকারকে ৷

Mamata Banerjee announces Sundarbans as new district in West Bengal
নতুন জেলা হচ্ছে সুন্দরবন, ঘোষণা মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Nov 29, 2022, 1:56 PM IST

Updated : Nov 29, 2022, 4:06 PM IST

সামসেরনগর (উত্তর 24 পরগনা), 29 নভেম্বর: নতুন জেলা হচ্ছে সুন্দরবন (Sundarbans New District)৷ উত্তর 24 পরগনার সামসেরনগরের সভা থেকে এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তিনি জানান, "সুন্দরবন নিয়ে মাস্টার প্ল্যান করছি ৷ সেটি কেন্দ্রীয় সরকারকে পাঠানো হবে ৷"

সুন্দরবনের উন্নয়নে মাস্টার প্ল্যান পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে । যাতে নদীবেষ্টিত এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে জোর দেওয়া যায় ।মঙ্গলবার উত্তর 24 পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জের সামসেরনগরের প্রশাসনিক সভা থেকে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়,"নদী ভাঙনে বারবার বিপর্যস্ত হয় সুন্দরবন অঞ্চল । তাই কীভাবে নদী ভাঙন রোধ করা যায়, সে বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার । সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে মাস্টার প্ল্যান জমা দেওয়া হবে এই বিষয়ে ৷" সুন্দরবনের সামগ্রিক উন্নয়নে কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।

সুন্দরবন যে আলাদা জেলা হতে চলেছে, সোমবার সে কথা স্পষ্ট করে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আলাদা জেলা হলে সুন্দরবনবাসীকে আর সরকারি পরিষেবা পেতে দূরে যেতে হবে না । হাতের কাছেই তাঁরা সরকারি বিভিন্ন সুবিধা পেয়ে যাবেন । সরকার নতুন জেলা করার তোড়জোড় শুরু করেছে ৷"

সুন্দরবনের পর্যটন শিল্পেও এ দিন দিশার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী । মমতার কথায়, "নতুন 9টি জেটি চালু করা হল এ দিন । স্থানীয় জেটি ঘাটের উন্নয়ন আরও করতে হবে । বনবিবি মন্দির পাকা হয়ে গেলে কীভাবে আপনাদের কানেক্ট করা যায় দেখব ৷" সুন্দরবনের পর্যটন শিল্পের উন্নয়নে স্থানীয়দের 'হোম স্টে' করার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "বাড়ির মধ্যে একটি ঘরকে আলাদা করে আপনারা হোম স্টে করুন । সরকার সহযোগিতা করবে । যাতে পর্যটকরা এখানে এসে নির্বিঘ্নে থাকতে পারেন । রোজগারও করতে পারবেন আপনারা ৷" 'হোম স্টে'-র জন্য কী কী ব্যবস্থা রাখতে হবে তারও উপদেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।

আরও পড়ুন: সামসেরনগরে বিতরণের শীতবস্ত্র মঞ্চে না পৌঁছানোয় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সুন্দরবনকে আলাদা জেলা করার ঘোষণার পাশাপাশি এ দিন এখানকার স্বাস্থ্যক্ষেত্রেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর মতে, "হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ও মিনাখায় সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে । যাতে সুন্দরবনবাসীর চিকিৎসা পরিষেবা পেতে কোনও অসুবিধে না হয় ৷" ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টির বিষয়ে তিনি বলেন, "ইতিমধ্যে সুন্দরবনে প্রায় 15 কোটি ম‍্যানগ্রোভ চারা লাগানো হয়েছে । আগামী দিনে যাতে আরও বৃক্ষরোপণ করা যায়, সেদিকে নজর দিতে বলা হয়েছে প্রশাসনকে ।" সুন্দরবন অঞ্চলে বাসের সংখ্যা কম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ।এই বিষয়ে জেলা প্রশাসনকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

এ দিকে, সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ড বাধ্যতামূলক নয় বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "অনেকেই বলার চেষ্টা করছে ভোটার কার্ডে নাম তুলতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক । এটা ঠিক নয় । আধার কার্ড কখনওই কম্পালসারি হতে পারে না ৷"

অন্যদিকে, 'দুয়ারে সরকার'-ক‍্যাম্পে যাঁরা দরখাস্ত করতে আসছেন, তাঁরা যাতে নির্দ্বিধায় পরিষেবা পেতে পারেন সেদিকে নজর দেওয়ার নির্দেশও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।

সামসেরনগর (উত্তর 24 পরগনা), 29 নভেম্বর: নতুন জেলা হচ্ছে সুন্দরবন (Sundarbans New District)৷ উত্তর 24 পরগনার সামসেরনগরের সভা থেকে এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তিনি জানান, "সুন্দরবন নিয়ে মাস্টার প্ল্যান করছি ৷ সেটি কেন্দ্রীয় সরকারকে পাঠানো হবে ৷"

সুন্দরবনের উন্নয়নে মাস্টার প্ল্যান পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে । যাতে নদীবেষ্টিত এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে জোর দেওয়া যায় ।মঙ্গলবার উত্তর 24 পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জের সামসেরনগরের প্রশাসনিক সভা থেকে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়,"নদী ভাঙনে বারবার বিপর্যস্ত হয় সুন্দরবন অঞ্চল । তাই কীভাবে নদী ভাঙন রোধ করা যায়, সে বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার । সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে মাস্টার প্ল্যান জমা দেওয়া হবে এই বিষয়ে ৷" সুন্দরবনের সামগ্রিক উন্নয়নে কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।

সুন্দরবন যে আলাদা জেলা হতে চলেছে, সোমবার সে কথা স্পষ্ট করে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আলাদা জেলা হলে সুন্দরবনবাসীকে আর সরকারি পরিষেবা পেতে দূরে যেতে হবে না । হাতের কাছেই তাঁরা সরকারি বিভিন্ন সুবিধা পেয়ে যাবেন । সরকার নতুন জেলা করার তোড়জোড় শুরু করেছে ৷"

সুন্দরবনের পর্যটন শিল্পেও এ দিন দিশার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী । মমতার কথায়, "নতুন 9টি জেটি চালু করা হল এ দিন । স্থানীয় জেটি ঘাটের উন্নয়ন আরও করতে হবে । বনবিবি মন্দির পাকা হয়ে গেলে কীভাবে আপনাদের কানেক্ট করা যায় দেখব ৷" সুন্দরবনের পর্যটন শিল্পের উন্নয়নে স্থানীয়দের 'হোম স্টে' করার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "বাড়ির মধ্যে একটি ঘরকে আলাদা করে আপনারা হোম স্টে করুন । সরকার সহযোগিতা করবে । যাতে পর্যটকরা এখানে এসে নির্বিঘ্নে থাকতে পারেন । রোজগারও করতে পারবেন আপনারা ৷" 'হোম স্টে'-র জন্য কী কী ব্যবস্থা রাখতে হবে তারও উপদেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।

আরও পড়ুন: সামসেরনগরে বিতরণের শীতবস্ত্র মঞ্চে না পৌঁছানোয় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সুন্দরবনকে আলাদা জেলা করার ঘোষণার পাশাপাশি এ দিন এখানকার স্বাস্থ্যক্ষেত্রেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর মতে, "হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ও মিনাখায় সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে । যাতে সুন্দরবনবাসীর চিকিৎসা পরিষেবা পেতে কোনও অসুবিধে না হয় ৷" ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টির বিষয়ে তিনি বলেন, "ইতিমধ্যে সুন্দরবনে প্রায় 15 কোটি ম‍্যানগ্রোভ চারা লাগানো হয়েছে । আগামী দিনে যাতে আরও বৃক্ষরোপণ করা যায়, সেদিকে নজর দিতে বলা হয়েছে প্রশাসনকে ।" সুন্দরবন অঞ্চলে বাসের সংখ্যা কম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ।এই বিষয়ে জেলা প্রশাসনকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

এ দিকে, সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ড বাধ্যতামূলক নয় বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "অনেকেই বলার চেষ্টা করছে ভোটার কার্ডে নাম তুলতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক । এটা ঠিক নয় । আধার কার্ড কখনওই কম্পালসারি হতে পারে না ৷"

অন্যদিকে, 'দুয়ারে সরকার'-ক‍্যাম্পে যাঁরা দরখাস্ত করতে আসছেন, তাঁরা যাতে নির্দ্বিধায় পরিষেবা পেতে পারেন সেদিকে নজর দেওয়ার নির্দেশও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।

Last Updated : Nov 29, 2022, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.