সন্দেশখালি, 11 জুন : "মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনি আখ্যা দিচ্ছি ।" আজ সন্দেশখালিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সামনে একথা বলেন BJP নেতা মুকুল রায় ।
আজ সন্দেশখালির ভাঙিপাড়ায় যান মুকুল রায় । সেখানে গত শনিবার রাতে সংঘর্ষে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন । তারপর সাংবাদিকদের সামনে বলেন, "এখনও অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না । তাঁরা নিহত, না অক্ষত, না আহত তার কোনও ব্যাখ্যা নেই । গ্রামগুলোকে ভেঙে দেওয়া হয়েছে । পুরোটাই ঘটেছে শেখ শাহজাহানের নেতৃত্বে । আর মমতা ব্যানার্জি উস্কানিতে । এই পুরো ঘটনায় উস্কানির জন্য যদি কেউ দায়ি থাকে তাহলে তা মুখ্যমন্ত্রী । বাংলার এই খুনখারাপির জন্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে FIR হওয়া উচিত ।"
এই সংক্রান্ত খবর : বাদুড়িয়ায় উদ্ধার 5 বস্তা মাংস, পশুর না মানুষের প্রশ্ন স্থানীয়দের
সন্দেশখালিতে দাঁড়িয়ে মুকুল বলেন, "গ্রামে সন্ত্রাস চলছে । স্থানীয় মানুষের দাবি, যারা খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক । আজ বহু গ্রাম আতঙ্কিত । আমি সংবাদমাধ্যমকে অনুরোধ করব পুরো ঘটনা তুলে ধরতে । ভারতবর্ষের মানুষ দেখুক বাংলায় মমতার সরকার কী করছে । আমি পুরো বিষয়টি নিয়ে পার্টি হেড কোয়ার্টারে রিপোর্ট দেব । তারা পরবর্তী পদক্ষেপ নেবে । এলাকা দখল রাখার জন্য পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ।"
সন্দেশখালি ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি । এবিষয়ে মুকুলবাবু বলেন, "কাউকে গ্রেপ্তার করা হবে না তো । কারণ মমতা ব্যানার্জি পুলিশমন্ত্রী । উনি নির্দেশ না দিলে তো কেউ গ্রেপ্তার হবে না । মমতা ব্যানার্জির নির্দেশ আছে যাতে কেউ গ্রেপ্তার না হয় । "
মমতা ব্যানার্জিকে মুকুল আক্রমণ করে বলেন, "যে অন্যায় অত্যাচার মমতা ব্যানার্জি করেছে তা ইতিহাস কখনও ভুলবে না । CBI তদন্ত চাইছি এবং মমতা ব্যানার্জিকে খুনি আখ্যা দিচ্ছি । রাজ্য সরকারের পুলিশের উপর কোনও আস্থা আমাদের নেই । মমতা সরকারের আমলে কোনও জায়গায় কোনও তদন্ত হয়নি । পাশাপাশি কেন্দ্রীয় তদন্ত হলে এরা বাধা দেবে । আমরা সভাপতির কাছে এর সঠিক তদন্ত করার আবেদন করব ।"