বারাসত, 7 মে : লকডাউনের জেরে আগেই কাজ হারিয়েছেন । তাই সংসার চালানো মুশকিল হয়ে পড়েছিল এলাকার দুস্থদের পক্ষে। রেশনে সামগ্রী মিললেও দু'বেলা পর্যাপ্ত খাবার জোগানো অসম্ভব হয়ে উঠেছিল । এই পরিস্থিতিতে এলাকার দুস্থদের পাশে দাঁড়াল বারাসতের সমন্বয় সংগঠন। এলাকার এক মাঠে বাজার বসিয়ে বিনামূল্যে সবজি তুলে দেওয়া হল তাদের হাতে ।
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে তৃতীয় দফার লকডাউন চলছে। এর জেরে চরম সংকটে দিন কাটছে গরিব, দিন আনা দিন খাওয়া মানুষের। সরকারের তরফে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে । কিন্তু, সেই রেশন সামগ্রী পর্যাপ্ত নয় বলে অভিযোগ তুলেছেন অনেকে। তা ছাড়া, চাল, ডাল পেলেও টাকার অভাবে সবজি কিনতে পারছিলেন না অনেকে । তাই সংসার চালানো মুশকিল হয়ে পড়েছিল । এবার তাঁদের পাশে দাঁড়াতে একদিনের জন্য বিনা পয়সার বাজার বসাল বারাসতের সমন্বয় সংগঠন। আজ 12 নম্বর রেলগেটের কাছে একটি মাঠে এই সবজির বাজার বসানো হয়। যার নাম দেওয়া হয়েছে সমন্বয় শ্রদ্ধা বাজার । এলাকার গরিব মানুষের হাতে প্রয়োজন মতো নানা ধরনের সবজি বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে । পুরো ব্যবস্থায় মেনে চলা হয়েছে প্রাথমিক স্বাস্থ্যবিধি । সামাজিক দূরত্বের বিষয়েও নজর রাখা হয়েছে। বিনামূল্যে সবজি পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা । এক বাসিন্দা বলেন, "খুব সমস্য়া হচ্ছিল। এখানে বিনামূল্যে সবজি পেয়ে আমরা উপকৃত।"
উদ্যোক্তাদের তরফে রজত বিশ্বাস বলেন "লকডাউনের জেরে কাজ হারিয়ে অনেকেই বিপাকে পড়েছেন। তাঁদের ঘরে খাবার নেই । রেশন থেকে চাল,আটা পেলেও সবজি সহ অন্য সামগ্রী না থাকায় সংসার চালাতে অসুবিধা হচ্ছিল। তাই এই অসহায় গরিব মানুষের কথা ভেবেই আমরা বিনা পয়সার বাজার বসিয়েছি । এখান থেকে তাঁদের হাতে প্রায় 12 রকমের বজি, দুধ ও ডিম তুলে দেওয়া হয়েছে । এজন্য কোনও পয়সা দিতে হয়নি ।"