ETV Bharat / state

পরিস্থিতি তদারকিতে জেলাশাসক, লকডাউন ভেঙে গ্রেপ্তার 205 - District magistrate visits several areas of north 24 parganas

আজ উত্তর 24 পরগনার নানা এলাকা ঘুরে দেখলেন জেলাশাসক চৈতালি চক্রবর্তী। চলে ড্রোনের নজরদারিও । পাশাপাশি লকডাউন ভাঙার অপরাধে 205 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 21, 2020, 7:45 PM IST

বারাসত, 21 এপ্রিল : উত্তর 24 পরগনাকে রেড জ়োন হিসেবে ঘোষণা করার পরই জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । জেলাকে অরেঞ্জ জ়োনে ফেরাতে বেঁধে দেন 14 দিনের সময়সীমা । এই পরিস্থিতিতে মাঠে নামলেন উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী। জেলা সদরের বিভিন্ন বাজার ঘুরে খতিয়ে দেখলেন পরিস্থিতি । আজকের অভিযানে উপস্থিত ছিলেন বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও । লকডাউন ভাঙার অপরাধে মোট 205 জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বারাসত ও মধ্যমগ্রাম সহ উত্তর 24 পরগনা জেলাকে দ্রুত কোরোনা মুক্ত অঞ্চলে পরিণত করার জন্য ইতিমধ্য়েই জোরকদমে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে । নানা পদক্ষেপ করা হয়েছে প্রশাসনের তরফে। এদিকে জেলাশাসক চৈতালি চক্রবর্তীর ভূমিকা নিয়ে জেলা প্রশাসনের অন্দরেই নানা জল্পনা তৈরি হয়েছিল । তাঁর বদলি হওয়া নিয়েও একটা গুঞ্জন শুরু হয় । এই পরিস্থিতিতে আজ জেলার নানা এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে মাঠে নামলেন জেলাশাসক । জেলার নানা এলাকা ঘুরে দেখলেন তিনি । আজ দিনভর বাজার ও কন্টেনমেন্ট জ়োন সহ সর্বত্র প্রশাসনিক নজরদারি চালানো হয়। ড্রোন ক্যামেরা দিয়েও চলে এলাকার নজরদারি। বহু জেলা সদরের বিভিন্ন বাজার ঘোরার পর জেলাশাসক চৈতালি চক্রবর্তী বলেন, "বাজার এলাকগুলিতে ভিড় নিয়ন্ত্রিত করা হয়েছে। মানুষজনও সহযোগিতা করছেন ।"

লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছেন পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়ও । বারাসত, দত্তপুকুর, আমডাঙা সহ নানা এলাকায় অভিযান চালিয়ে মোট 205 জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বারাসত, 21 এপ্রিল : উত্তর 24 পরগনাকে রেড জ়োন হিসেবে ঘোষণা করার পরই জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । জেলাকে অরেঞ্জ জ়োনে ফেরাতে বেঁধে দেন 14 দিনের সময়সীমা । এই পরিস্থিতিতে মাঠে নামলেন উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী। জেলা সদরের বিভিন্ন বাজার ঘুরে খতিয়ে দেখলেন পরিস্থিতি । আজকের অভিযানে উপস্থিত ছিলেন বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও । লকডাউন ভাঙার অপরাধে মোট 205 জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বারাসত ও মধ্যমগ্রাম সহ উত্তর 24 পরগনা জেলাকে দ্রুত কোরোনা মুক্ত অঞ্চলে পরিণত করার জন্য ইতিমধ্য়েই জোরকদমে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে । নানা পদক্ষেপ করা হয়েছে প্রশাসনের তরফে। এদিকে জেলাশাসক চৈতালি চক্রবর্তীর ভূমিকা নিয়ে জেলা প্রশাসনের অন্দরেই নানা জল্পনা তৈরি হয়েছিল । তাঁর বদলি হওয়া নিয়েও একটা গুঞ্জন শুরু হয় । এই পরিস্থিতিতে আজ জেলার নানা এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে মাঠে নামলেন জেলাশাসক । জেলার নানা এলাকা ঘুরে দেখলেন তিনি । আজ দিনভর বাজার ও কন্টেনমেন্ট জ়োন সহ সর্বত্র প্রশাসনিক নজরদারি চালানো হয়। ড্রোন ক্যামেরা দিয়েও চলে এলাকার নজরদারি। বহু জেলা সদরের বিভিন্ন বাজার ঘোরার পর জেলাশাসক চৈতালি চক্রবর্তী বলেন, "বাজার এলাকগুলিতে ভিড় নিয়ন্ত্রিত করা হয়েছে। মানুষজনও সহযোগিতা করছেন ।"

লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছেন পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়ও । বারাসত, দত্তপুকুর, আমডাঙা সহ নানা এলাকায় অভিযান চালিয়ে মোট 205 জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.