ETV Bharat / state

বেহাল রাস্তা, মেরামতের দাবিতে অবরোধ স্থানীয়দের - মেরামতের দাবিতে দেগঙ্গায় রাস্তা অবরোধ স্থানীয়দের

দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা । অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । তাই গতকাল দ্রুত রাস্তা মেরামতি ও ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে দেগঙ্গার রামনগর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।

block road
অবরোধ
author img

By

Published : Nov 26, 2019, 4:42 AM IST

Updated : Nov 27, 2019, 5:31 AM IST

দেগঙ্গা, 26 নভেম্বর : একদিকে জরাজীর্ণ রাস্তা, অন্য়দিকে ধুলোর ঠেলায় অতিষ্ঠ এলাকার বাসিন্দারা । তাই রাস্তার সংস্কারের দাবিতে গতকাল বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা । দেগঙ্গার রামনগর এলাকার ঘটনা ।

দেগঙ্গার হাড়োয়া-বেড়াচাঁপা রুটের প্রায় 10 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে । রাস্তার পিচ উঠে গিয়ে ইট বেরিয়ে এসেছে । অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । তাই গতকাল দ্রুত রাস্তা মেরামতি ও ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে দেগঙ্গার রামনগর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।

রাস্তা মেরামতির দাবিতে বিক্ষোভ । দেখুন ভিডিয়ো...

স্থানীয় বাসিন্দা মুস্তাফির আলম বলেন, "প্রায় একবছর ধরে রাস্তার বেহাল অবস্থা । ধুলোয় জেরে অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন । তার উপর এই রাস্তা দিয়েই ভারী যানবাহন যাতায়াত করছে । ফলে রাস্তা আরও খারাপ হচ্ছে । প্রশাসনকে বার বার জানিয়েও কোনও লাভ হয়নি ।"

এলাবাসীর বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল । প্রায় সাড়ে 3 ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তোলে স্থানীয়রা । তবে, অবিলম্বে রাস্তা মেরামত না করা হলে বড়সড় আন্দোলন করবেন বলে জানান স্থানীয়রা ।

দেগঙ্গা, 26 নভেম্বর : একদিকে জরাজীর্ণ রাস্তা, অন্য়দিকে ধুলোর ঠেলায় অতিষ্ঠ এলাকার বাসিন্দারা । তাই রাস্তার সংস্কারের দাবিতে গতকাল বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা । দেগঙ্গার রামনগর এলাকার ঘটনা ।

দেগঙ্গার হাড়োয়া-বেড়াচাঁপা রুটের প্রায় 10 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে । রাস্তার পিচ উঠে গিয়ে ইট বেরিয়ে এসেছে । অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । তাই গতকাল দ্রুত রাস্তা মেরামতি ও ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে দেগঙ্গার রামনগর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।

রাস্তা মেরামতির দাবিতে বিক্ষোভ । দেখুন ভিডিয়ো...

স্থানীয় বাসিন্দা মুস্তাফির আলম বলেন, "প্রায় একবছর ধরে রাস্তার বেহাল অবস্থা । ধুলোয় জেরে অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন । তার উপর এই রাস্তা দিয়েই ভারী যানবাহন যাতায়াত করছে । ফলে রাস্তা আরও খারাপ হচ্ছে । প্রশাসনকে বার বার জানিয়েও কোনও লাভ হয়নি ।"

এলাবাসীর বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল । প্রায় সাড়ে 3 ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তোলে স্থানীয়রা । তবে, অবিলম্বে রাস্তা মেরামত না করা হলে বড়সড় আন্দোলন করবেন বলে জানান স্থানীয়রা ।

Intro:দেগঙ্গার হাড়োয়া- বেড়াচাঁপা রোডের প্রায় 10 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তা থেকে পিচ উঠে গিয়ে ইট বাইরে বেরিয়ে এসেছে। সেই অবস্থায় একপ্রকার পানির ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন এলাকার বাসিন্দারা। একদিকে জরাজীর্ণ রাস্তা, অন্যদিকে ধুলোর ঠেলায় অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। তাই, রাস্তা সংস্কারের দাবিতে আজ সকাল থেকে দেগঙ্গার রামনগর এলাকায় অবরোধ করেন বাসিন্দারা। রীতিমতো বাশের ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।Body:রাজু বিশ্বাস,বারাসত- দেগঙ্গার হাড়োয়া- বেড়াচাঁপা রোডের প্রায় ১০ কিলোমিটার রাস্তা বেহাল। পিচ উঠে গিয়ে রাস্তার ইট বেরিয়ে এসেছে বাইরে। জরাজীর্ণ রাস্তায় একপ্রকার প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।তাই,রাস্তা সংস্কারের দাবিতে আজ সকাল থেকে হাড়োয়া- বেড়াচাঁপা রোডের রামনগর এলাকায় অবরোধ করেন বাসিন্দারা।রীতিমতো,বাশের ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। দ্রুত রাস্তা মেরামত ও ওভারলোডিং গাড়ি যাতায়াত বন্ধের দাবিতে চলে স্লোগানও। সকাল ন'টা থেকে রাস্তা আটকে শুরু হয় অবরোধ। প্রায় সাড়ে 3 ঘণ্টা পর পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ। দীর্ঘক্ষন অবরোধের জেরে গুরুত্বপূর্ণ এই রাস্তায় যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। সারি সারি দাঁড়িয়ে পড়ে বিভিন্ন পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি। অবরোধ উঠলেও যান চলাচল স্বাভাবিক করতে আরো বেশ খানিকক্ষণ সময় গড়িয়ে যায় পুলিশের। মুস্তাফির ইসলাম নামে এক বাসিন্দা বলেন," প্রায় এক বছর ধরে হাড়োয়া- বেড়াচাঁপা রোডের প্রায় 10 কিলোমিটার রাস্তা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।রাস্তা থেকে পিচ উঠে গিয়ে ইট বেরিয়ে এসেছে। বারবার রাস্তা সংস্কারের বিষয়টি প্রশাসনকে জানানো হলেও হুঁশ ফেরেনি তাদের।তাই, বাধ্য হয়েই আজ আমরা পথে নেমেছি"।তার কথায়," রাস্তায় ধুলোর ঠেলায় টেকাই দায় হয়ে পড়েছে।ধুলোয় অতিষ্ঠ এখানকার বাসিন্দারা। এর জেরে অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন।বেহাল রাস্তা দিয়েই ওভারলোডিং এর গাড়ি যাতায়াত করছে। তার ফলে রাস্তা আরও খারাপ হয়ে পড়েছে"। অবিলম্বে রাস্তা মেরামত ও ওভারলোডিং গাড়ি যাতায়াত বন্ধ না হলে বড়সড় আন্দোলনের নামারও হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা। এদিকে, বাশের ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেগঙ্গা থানার পুলিশ।তারা বাসিন্দাদের সাথে কথা বলে অবরোধ তুলে নেওয়ার আর্জি জানালেও তাতে সাড়া না দিয়ে অবরোধ চালিয়ে যান বাসিন্দারা। দীর্ঘ প্রায় সাড়ে 3 ঘণ্টা পর রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।Conclusion:পুলিশি আশ্বাসে অবরোধ উঠলেও অবিলম্বে রাস্তা মেরামত না হলে আগামী দিনে বড়োসড়ো আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা।
Last Updated : Nov 27, 2019, 5:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.