দেগঙ্গা, 26 নভেম্বর : একদিকে জরাজীর্ণ রাস্তা, অন্য়দিকে ধুলোর ঠেলায় অতিষ্ঠ এলাকার বাসিন্দারা । তাই রাস্তার সংস্কারের দাবিতে গতকাল বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা । দেগঙ্গার রামনগর এলাকার ঘটনা ।
দেগঙ্গার হাড়োয়া-বেড়াচাঁপা রুটের প্রায় 10 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে । রাস্তার পিচ উঠে গিয়ে ইট বেরিয়ে এসেছে । অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । তাই গতকাল দ্রুত রাস্তা মেরামতি ও ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে দেগঙ্গার রামনগর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।
স্থানীয় বাসিন্দা মুস্তাফির আলম বলেন, "প্রায় একবছর ধরে রাস্তার বেহাল অবস্থা । ধুলোয় জেরে অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন । তার উপর এই রাস্তা দিয়েই ভারী যানবাহন যাতায়াত করছে । ফলে রাস্তা আরও খারাপ হচ্ছে । প্রশাসনকে বার বার জানিয়েও কোনও লাভ হয়নি ।"
এলাবাসীর বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল । প্রায় সাড়ে 3 ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তোলে স্থানীয়রা । তবে, অবিলম্বে রাস্তা মেরামত না করা হলে বড়সড় আন্দোলন করবেন বলে জানান স্থানীয়রা ।