ETV Bharat / state

অমিত শাহ বাংলায় কিছু পাগল ছেড়ে দিয়েছেন : জ্যোতিপ্রিয় - সায়ন্তন বসু

BJP নেতাদের উদ্দেশে আজ তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "রাজ্যে যতজন BJP নেতা রয়েছেন তাঁদের সবার চিকিৎসার ব্যবস্থা করা উচিত ৷ প্রত্যেকেই পাগল হয়ে গেছেন ৷ উন্মাদ হয়ে গেছেন ৷ "

Jyotipriya Mallick comments on Naihati issue attacks BJP leaders of State
জ্যোতিপ্রিয় মল্লিক
author img

By

Published : Jan 5, 2020, 10:43 PM IST

নৈহাটি, 5 জানুয়ারি : নৈহাটির বাজি কারখানায় বিস্ফোরণের পিছনে যোগ রয়েছে জামাত ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ৷ BJP নেতা সায়ন্তন বসুর এই অভিযোগের পালটা আজ তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বাংলায় কিছু পাগল ছেড়ে দিয়েছেন ৷ " আজ বিকালে বারাসতের একটি ক্লাবের সার্ধশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন ৷

গতকাল নৈহাটি বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে সায়ন্তনবাবু বলেছিলেন, "নৈহাটির বাজি কারখানায় এই বিস্ফোরণ খাগড়াগড়-টু ৷ খাগড়াগড়ের মতো এখানেও বিস্ফোরক মজুত ছিল ৷ তা না হলে এত বড় বিস্ফোরণ হতে পারে না ৷ বিস্ফোরণের আওয়াজে গঙ্গার ওপারে চুঁচুড়া পর্যন্ত কেঁপে উঠেছে ৷ NIA তদন্ত হলেই সত্যি প্রকাশ পাবে ৷ রাজ্যে প্রধানমন্ত্রী এলে আমরা তার কাছে NIA তদন্তের দাবি জানাব ৷" এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে আজ জ্যোতিপ্রিয়বাবু বলেন, "বাংলার মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছেন ৷ আমরা খুব যন্ত্রণায় রয়েছি ৷ যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই ৷ ওঁর (সায়ন্তন বসু) চিকিৎসার ব্যবস্থা করুন ৷ "

আরও পড়ুন : নৈহাটি বিস্ফোরণ খাগড়াগড় টু, রয়েছে জামাত যোগ : সায়ন্তন বসু

এরপর BJP নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, "রাজ্যে যতজন BJP নেতা রয়েছেন তাঁদের সবার চিকিৎসার ব্যবস্থা করা উচিত ৷ প্রত্যেকেই পাগল হয়ে গেছেন ৷ উন্মাদ হয়ে গেছেন ৷ 1 ইঞ্চির নেতা 10 ইঞ্চির কথা বলছেন ৷ 10 ইঞ্চির নেতা 100 ইঞ্চির কথা বলছেন ৷ এগুলো মানাচ্ছে না ৷ কেউ খাগড়াগড়ের কথা বলছে ৷ কেউ NIA-এর কথা বলছে ৷ আমি বলছি এগুলো কিছু করার দরকার নেই ৷ ডোনাল্ড ট্রাম্প খুব শক্তিশালী ৷ বলতে পারেন পৃথিবীর রাজা ৷ সব অভিযোগ নিয়ে তাঁকে একটা চিঠি লিখুন ৷ আর বিশ্ব আদালত খোলা রয়েছে ৷ সেখানে গিয়ে অভিযোগ জানান ৷ তা না হলে রাষ্ট্রপুঞ্জে চলে যান ৷ আমাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসুক ৷ "

নৈহাটি, 5 জানুয়ারি : নৈহাটির বাজি কারখানায় বিস্ফোরণের পিছনে যোগ রয়েছে জামাত ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ৷ BJP নেতা সায়ন্তন বসুর এই অভিযোগের পালটা আজ তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বাংলায় কিছু পাগল ছেড়ে দিয়েছেন ৷ " আজ বিকালে বারাসতের একটি ক্লাবের সার্ধশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন ৷

গতকাল নৈহাটি বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে সায়ন্তনবাবু বলেছিলেন, "নৈহাটির বাজি কারখানায় এই বিস্ফোরণ খাগড়াগড়-টু ৷ খাগড়াগড়ের মতো এখানেও বিস্ফোরক মজুত ছিল ৷ তা না হলে এত বড় বিস্ফোরণ হতে পারে না ৷ বিস্ফোরণের আওয়াজে গঙ্গার ওপারে চুঁচুড়া পর্যন্ত কেঁপে উঠেছে ৷ NIA তদন্ত হলেই সত্যি প্রকাশ পাবে ৷ রাজ্যে প্রধানমন্ত্রী এলে আমরা তার কাছে NIA তদন্তের দাবি জানাব ৷" এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে আজ জ্যোতিপ্রিয়বাবু বলেন, "বাংলার মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছেন ৷ আমরা খুব যন্ত্রণায় রয়েছি ৷ যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই ৷ ওঁর (সায়ন্তন বসু) চিকিৎসার ব্যবস্থা করুন ৷ "

আরও পড়ুন : নৈহাটি বিস্ফোরণ খাগড়াগড় টু, রয়েছে জামাত যোগ : সায়ন্তন বসু

এরপর BJP নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, "রাজ্যে যতজন BJP নেতা রয়েছেন তাঁদের সবার চিকিৎসার ব্যবস্থা করা উচিত ৷ প্রত্যেকেই পাগল হয়ে গেছেন ৷ উন্মাদ হয়ে গেছেন ৷ 1 ইঞ্চির নেতা 10 ইঞ্চির কথা বলছেন ৷ 10 ইঞ্চির নেতা 100 ইঞ্চির কথা বলছেন ৷ এগুলো মানাচ্ছে না ৷ কেউ খাগড়াগড়ের কথা বলছে ৷ কেউ NIA-এর কথা বলছে ৷ আমি বলছি এগুলো কিছু করার দরকার নেই ৷ ডোনাল্ড ট্রাম্প খুব শক্তিশালী ৷ বলতে পারেন পৃথিবীর রাজা ৷ সব অভিযোগ নিয়ে তাঁকে একটা চিঠি লিখুন ৷ আর বিশ্ব আদালত খোলা রয়েছে ৷ সেখানে গিয়ে অভিযোগ জানান ৷ তা না হলে রাষ্ট্রপুঞ্জে চলে যান ৷ আমাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসুক ৷ "

Intro:নৈহাটির বাজি কারখানায় বিস্ফোরণের পিছনে জামাত যোগের অভিযোগ করেছিলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু। এবার তাকে পাল্টা জবাব দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।তাকে উন্মাদ বলে কটাক্ষ করে তিনি বলেন," বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বাংলায় কিছু পাগল ছেড়ে দিয়েছে। এদের নিয়ে আমরা খুব যন্ত্রণার মধ্যে রয়েছি। আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চায়। বিজেপির উন্মাদ ও পাগল নেতাদের সুচিকিৎসার প্রয়োজন বলেও মনে করেন জ্যোতিপ্রিয়।Body:রাজু বিশ্বাস,বারাসতঃ- নৈহাটির বাজি কারখানার বিস্ফোরণের পিছনে বাংলাদেশের জামাত যোগের অভিযোগ করেছিলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু।এবার তাকে পাল্টা "উন্মাদ" বলে কটাক্ষ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।আজ বিকালে বারাসতের একটি ক্লাব সংগঠনের সার্ধশতবর্ষের অনুষ্ঠানে যোগ দেন তিনি।সেখান থেকে বেরোনোর পর বিজেপি নেতা সায়ন্তন বসুর অভিযোগ নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করা হলে তিনি বলেন,"ওর চিকিৎসার প্রয়োজন। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বাংলায় কিছু পাগল ছেড়ে দিয়েছে।বাংলার মানুষ বিভ্রান্ত।আমরা খুব যন্ত্রণার মধ্যে রয়েছি।এর থেকে মুক্তি পেতে চাই আমরা"। এরপরই বিজেপি নেতাদের কটাক্ষ করে জ্যোতিপ্রিয় বলেন,"১ থেকে ১০০০ পর্যন্ত যে সমস্ত বিজেপি নেতারা রয়েছেন,তাদের প্রত্যেকেরই সুচিকিৎসার ব্যবস্থা করা উচিত।তারা প্রত্যেকেই উন্মাদ,পাগল হয়ে গেছে।বিভ্রান্তকর কথাবার্তা বলে যাচ্ছে।যে ১ ইঞ্চির নেতা সে ১০ ইঞ্চির কথা বলছে।আবার যে ১০ ইঞ্চির নেতা,সে ১০০ ইঞ্চির কথা বলছে।কেউ খাগড়াগড়ের সঙ্গে তুলনা করছে,আবার কেউ NIA তদন্তের দাবি করছে। আমি বলব এসব কিছু করতে হবে না।বিজেপির নেতারা একেবারে ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিক।বিশ্ব আদালতে গিয়ে অভিযোগ জানাক। তাতেও কিছু না হলে রাষ্ট্রপুঞ্জে গিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করুক"।CAA নিয়ে মুখ্যমন্ত্রীর আন্দোলনকে কটাক্ষ করে বিজেপি নেতা সায়ন্তন বসু অভিযোগ করেছিলেন, বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বাঁচাতেই মুখ্যমন্ত্রী পথে নেমেছেন।তাদের ভোটেই মুখ্যমন্ত্রী ক্ষমতা এসেছেন।এনিয়েও পাল্টা জবাব দিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।এ প্রসঙ্গে তিনি বলেন," অনুপ্রবেশকারীদের ভোট মুখ্যমন্ত্রী লাগেনা।মুখ্যমন্ত্রীর সমস্ত সম্প্রদায়ের নয়নের মনি। সব সম্প্রদায়ের ভোট পেয়েই মুখ্যমন্ত্রী মমতা এসেছেন। বিজেপি নেতাদের এই সমস্ত বিভ্রান্তিকর কথাবার্তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনা"।দত্তপুকুর কাণ্ড নিয়ে জ্যোতিপ্রিয় বলেন," মানুষের মধ্যে বিভ্রান্ত ও গুজব যাতে না ছড়ায়, সেইজন্যই জেলা প্রশাসন নেট পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে।আজ থেকে পুনরায় নেট পরিষেবা চালু করে দেওয়া হয়েছে।দত্তপুকুর কাণ্ড নিয়ে প্রশাসন প্রশাসনের মত কাজ করছে।আমরা প্রশাসনের কাজে হস্তক্ষেপ করি না।দত্তপুকুর কাণ্ডে কতজন গ্রেপ্তার হয়েছে তার হিসাব কি বিজেপিকে দিতে হবে?তার দাবি,এই ঘটনায় প্রচুর লোককে গ্রেপ্তার করা হয়েছে।তবে,জ্যোতিপ্রিয় মল্লিক নেট পরিষেবা চালু হওয়ার কথা দাবি করলেও রাত পর্যন্ত অনেক মোবাইল সংস্থার নেট পরিষেবা চালু হয়নি।ফলে, তার কথার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।এদিকে,সার্ধশতবর্ষ উপলক্ষে ওই ক্লাব সংগঠনের তরফে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা আজ বারাসত শহর পরিক্রমা করে।জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক চৈতালি চক্রবর্তী,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ন গোস্বামী, বারাসাত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখার্জি, উপ-পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।Conclusion:জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক চৈতালি চক্রবর্তী, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ন গোস্বামী, বারাসত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখার্জি, উপ-পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.