ETV Bharat / state

Mother Murder: নেশার টাকা না দেওয়ায় মাকে খুন করে নিখোঁজের গল্প ফাঁদল ‘ঈশ্বর’ - Alchohol

ঈশ্বরের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার বাড়ির কাছের একটি ডোবা থেকে শিবানীর দেহ উদ্ধার করা হয় ৷ ময়নাতদন্তের জন্য সেটি পাঠানো হয় বসিরহাট জেলা হাসপাতালে ৷ পুলিশ জানিয়েছে, শিবানীর দেহে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল তাঁকে ৷

In Sandeshkhali man allegedly kills mother for not getting money for alchohol
গ্রেফতার অভিযুক্ত ।
author img

By

Published : Nov 11, 2021, 5:50 PM IST

বসিরহাট, 11 নভেম্বর: বাড়িতে মাকে রেখে কাজে বেরিয়েছিল সকালে । কিন্তু ফিরে এসে দেখে বাড়ি শূন্য । মা নেই । সঙ্গে সঙ্গে থানায় ছুটে গিয়েছিল ছেলে । মাকে খুঁজে এনে দেওয়ার আর্জি জানিয়েছিলেন পুলিশকে । কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মাকে খুন করে ডোবায় ফেলে দিয়েছে গুণধর ওই ছেলেই ।

উত্তর 24 পরগনার সন্দেশখালির কালীনগরের গজলিয়া গ্রামের ঘটনা । বছর খানেক আগে স্বামী মারা যায় বছর 55-র শিবানী বরের । তারপর থেকে অভাবের সংসারের হাল ধরতে হিমশিম খেতে হয় তাঁকে ৷ তার উপর ছেলে ঈশ্বর বরের সঙ্গে নিত্য অশান্তি লেগে থাকত তাঁর ।

দিনমজুরের কাজ করে সামান্য যা রোজগার করত ঈশ্বর, নেশাভাঙ করেই তা উড়িয়ে দিত ৷ আর তারপর সরকারি ভাতা থেকে প্রাপ্ত টাকা চেয়ে তাঁর উপরই ছেলে জুলুম করত বলে প্রতিবেশীদের কাছে কান্নাকাটি করতেন শিবানী ।

আরও পড়ুন: Covid Positive Doctor: কোভিডের দ্বিতীয় ডোজের পরেও সপরিবারে করোনা আক্রান্ত চিকিৎসক

তারপরই কয়েক দিন আগে আচমকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান শিবানী ৷ অভিমানে তিনি কোথাও চলে গিয়েছেন বলে প্রথমে ভেবেছিলেন পাড়া-পড়শিরা ৷ কিন্তু দু’দিন কেটে যাওয়ার পরও না ফেরায় সন্দেহ বাড়তে থাকে সকলের ৷ তখনই আত্মীয়-স্বজন-সহ সকলে পুলিশের দ্বারস্থ হন ৷

ঈশ্বরও সকলের সঙ্গে থানায় যায় ৷ মা নিখোঁজ হয়ে গিয়েছে বলে জানায় ৷ কিন্তু বয়ান রেকর্ড করার সময় ঈশ্বরের আচরণ এবং ভাবভঙ্গি দেখে সন্দেহ জাগে পুলিশের ৷ পুলিশ জানিয়েছে, সেই নিয়ে চেপে ধরতেই অপরাধ স্বীকার করে নেয় ঈশ্বর ৷ জানায়, খুন করে মাকে ডোবায় ফেলে দিয়েছে ৷ সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয় ৷

ঈশ্বরের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার বাড়ির কাছের একটি ডোবা থেকেই শিবানীর দেহ উদ্ধার করা হয় ৷ ময়নাতদন্তের জন্য সেটি পাঠানো হয় বসিরহাট জেলা হাসপাতালে ৷ পুলিশ জানিয়েছে, শিবানীর দেহে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল তাঁকে ৷

আরও পড়ুন: Jagaddal : জগদ্দলে মদ্যপ যুবকের ধারালো অস্ত্রের আঘাতে জখম তিন

ঈশ্বরকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, কয়েক দিন আগেও নেশা করা নিয়ে পারিবারিক অশান্তি চরমে ওঠে । নেশার জন্য মায়ের কাছে ফের টাকা চায় ঈশ্বর । শিবানী দিতে অস্বীকার করলে ঝগড়া চরমে ওঠে ৷ তাতেই রাগের বশে মাকে খুন করে সে ৷ এর পর প্রমাণ লোপাটের জন্য মায়ের দেহ ডোবায় ফেলে নিখোঁজের গল্প ফাঁদে ৷ তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিজন ।

বসিরহাট, 11 নভেম্বর: বাড়িতে মাকে রেখে কাজে বেরিয়েছিল সকালে । কিন্তু ফিরে এসে দেখে বাড়ি শূন্য । মা নেই । সঙ্গে সঙ্গে থানায় ছুটে গিয়েছিল ছেলে । মাকে খুঁজে এনে দেওয়ার আর্জি জানিয়েছিলেন পুলিশকে । কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মাকে খুন করে ডোবায় ফেলে দিয়েছে গুণধর ওই ছেলেই ।

উত্তর 24 পরগনার সন্দেশখালির কালীনগরের গজলিয়া গ্রামের ঘটনা । বছর খানেক আগে স্বামী মারা যায় বছর 55-র শিবানী বরের । তারপর থেকে অভাবের সংসারের হাল ধরতে হিমশিম খেতে হয় তাঁকে ৷ তার উপর ছেলে ঈশ্বর বরের সঙ্গে নিত্য অশান্তি লেগে থাকত তাঁর ।

দিনমজুরের কাজ করে সামান্য যা রোজগার করত ঈশ্বর, নেশাভাঙ করেই তা উড়িয়ে দিত ৷ আর তারপর সরকারি ভাতা থেকে প্রাপ্ত টাকা চেয়ে তাঁর উপরই ছেলে জুলুম করত বলে প্রতিবেশীদের কাছে কান্নাকাটি করতেন শিবানী ।

আরও পড়ুন: Covid Positive Doctor: কোভিডের দ্বিতীয় ডোজের পরেও সপরিবারে করোনা আক্রান্ত চিকিৎসক

তারপরই কয়েক দিন আগে আচমকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান শিবানী ৷ অভিমানে তিনি কোথাও চলে গিয়েছেন বলে প্রথমে ভেবেছিলেন পাড়া-পড়শিরা ৷ কিন্তু দু’দিন কেটে যাওয়ার পরও না ফেরায় সন্দেহ বাড়তে থাকে সকলের ৷ তখনই আত্মীয়-স্বজন-সহ সকলে পুলিশের দ্বারস্থ হন ৷

ঈশ্বরও সকলের সঙ্গে থানায় যায় ৷ মা নিখোঁজ হয়ে গিয়েছে বলে জানায় ৷ কিন্তু বয়ান রেকর্ড করার সময় ঈশ্বরের আচরণ এবং ভাবভঙ্গি দেখে সন্দেহ জাগে পুলিশের ৷ পুলিশ জানিয়েছে, সেই নিয়ে চেপে ধরতেই অপরাধ স্বীকার করে নেয় ঈশ্বর ৷ জানায়, খুন করে মাকে ডোবায় ফেলে দিয়েছে ৷ সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয় ৷

ঈশ্বরের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার বাড়ির কাছের একটি ডোবা থেকেই শিবানীর দেহ উদ্ধার করা হয় ৷ ময়নাতদন্তের জন্য সেটি পাঠানো হয় বসিরহাট জেলা হাসপাতালে ৷ পুলিশ জানিয়েছে, শিবানীর দেহে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল তাঁকে ৷

আরও পড়ুন: Jagaddal : জগদ্দলে মদ্যপ যুবকের ধারালো অস্ত্রের আঘাতে জখম তিন

ঈশ্বরকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, কয়েক দিন আগেও নেশা করা নিয়ে পারিবারিক অশান্তি চরমে ওঠে । নেশার জন্য মায়ের কাছে ফের টাকা চায় ঈশ্বর । শিবানী দিতে অস্বীকার করলে ঝগড়া চরমে ওঠে ৷ তাতেই রাগের বশে মাকে খুন করে সে ৷ এর পর প্রমাণ লোপাটের জন্য মায়ের দেহ ডোবায় ফেলে নিখোঁজের গল্প ফাঁদে ৷ তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিজন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.