বসিরহাট, 29 অগস্ট: দাম্পত্য জীবনে নিত্য অশান্তি ৷ আর তা থেকে মুক্তি পেতে স্বামীর সঙ্গে সংসার আর করবেন না বলে ঠিক করেছিলেন বছর পঁচিশের যুবতি । এর জন্য স্বামীর থেকে ডিভোর্সও চান তিনি ৷ এর জেরেই ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর উপর হামলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে(Husband attacked wife at Basirhat)৷
এই ঘটনার জেরেই সোমবার সরগরম হয়ে ওঠে উত্তর 24 পরগনার স্বরূপনগরের রাঘবকাটি গ্রাম(bashirhat domestic violence)৷ হামলায় জখম হয়েছেন শাকিবুর নাহার নামে ওই যুবতি । তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বৃদ্ধ বাবাও । দু'জনকেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে । প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাঁদের দু'জনকেই ছেড়ে দেওয়া হয় ৷ অভিযুক্ত ইউনিস সর্দারের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে স্বরূপনগর থানায় । তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত । তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷
আরও পড়ুন : স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, বসিরহাটে গ্রেফতার বিএসএফ জওয়ান
বিয়ের পর থেকেই সাংসারিক অশান্তি লেগে থাকত ওই দম্পতির মধ্যে । ইদানিং সেই অশান্তি চরমে উঠেছিল । একসময় স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ মেটাতে দুই পরিবার হস্তক্ষেপও করলেও কোনও সুরাহা হয়নি ৷ নিত্য কলহের জেরে বীতশ্রদ্ধ হয়ে যুবতি ডিভোর্স চান স্বামীর থেকে ৷ কিন্তু স্ত্রীকে কোনওমতে ডিভোর্স দিতে রাজি ছিলেন না ইউনিস । উলটে স্ত্রী'র কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে সে চাপ দিতে থাকে বলে অভিযোগ ।
সেই চাপ সহ্য করতে না-পেরে যুবতি বাপের বাড়িতে চলে আসেন । এর মধ্যে সোমবার সকালে শ্বশুরবাড়িতে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর উপর হামলা চালানোর অভিযোগ ওঠে ইউনিসের বিরুদ্ধে । রক্তারক্তির পরই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত(basirhat crime news)।
এই ঘটনার পর ইউনিসের বিরুদ্ধে স্বরূপনগর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে যুবতির পরিবার । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
আরও পড়ুন : মেয়ের সামনেই মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার দুই বিএসএফ জওয়ান